প্রাথমিকে শিক্ষক নিয়োগ কবে হবে, কবে হবে ইন্টারভিউ? এই প্রশ্নের উত্তর জানার জন্যই মুখিয়ে রয়েছেন চাকরিপ্রার্থীরা। এর মধ্যেই পর্ষদ থেকে উঠে এলো এক গুরুত্বপূর্ণ আপডেট। জানা যাচ্ছে, চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ নেওয়ার প্রস্তুতি প্রায় শেষ করে ফেলেছে পর্ষদ। জানা যাচ্ছে আগামী সোমবার ১৯তম দফার ইন্টারভিউ নেওয়া হবে। এরপরেই শেষ হবে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া।
অতীতে নিয়োগ দুর্নীতি নিয়ে মুখ পুড়েছে শিক্ষা পর্ষদের। তাই এখন তারা অতিরিক্ত সতর্ক থাকতে চাইছেন। ইন্টারভিউ প্রার্থীদের জমা করা সমস্ত নথিপত্র বারংবার যাচাই করে নিচ্ছে পর্ষদ। সূত্র জানা যাচ্ছে ভেরিফিকেশন একদম শেষ পর্যায়ে রয়েছে। ১১ হাজার শুন্য পদে নিয়োগ হতে চলেছে এই ইন্টারভিউএর মাধ্যমে। তবে ইন্টারভিউ নিয়েও অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে চাইছে পর্ষদ। মনে করা হচ্ছে, প্রয়োজনে রেকর্ড করা হতে পারে ইন্টারভিউ। আগে পর্ষদ চেষ্টা করেছিল পঞ্চায়েত নির্বাচনের আগেই ফলাফল প্রকাশ করতে নিয়োগের। কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়া শেষ না হওয়ায় মেরিট লিস্ট তখন বার করা যায়নি।
আরও পড়ুন:- SBI তার নিয়মে নিয়ে এলো বড়ো পরিবর্তন। আপনার SBI তে অ্যাকাউন্ট থাকলে বিস্তারিত জেনে নিন।
তবে প্যানেল কবে প্রকাশিত হবে তা নিয়ে বিস্তারিত এখনই জানানো হয়নি পর্ষদের তরফে। শুধুমাত্র জানানো হয়েছে যে আগস্ট মাসের মধ্যেই প্রকাশিত হবে প্যানেল। পর্ষদ সভাপতি গৌতম পাল অবশ্য জানিয়েছেন, আমাদের কাজ চলছে। যথা সময়ে আপনাদের জানিয়ে দেব প্যানেল প্রকাশ করার বিষয়।
জানা যাচ্ছে, এবারের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় প্রায় আবেদন করেছেন ৪০ হাজারের বেশি প্রার্থী। এবার অতিরিক্ত সর্তকতা অবলম্বন করতে চাইছে পর্ষদ। একই সঙ্গে বেশ কয়েকটি ব্যতিক্রমী সিদ্ধান্ত নিতে চলেছে তারা। জানা যাচ্ছে এবার প্রত্যেক ইন্টারভিউতে চাকরিপ্রার্থীদের ডেমো ক্লাস নিয়ে দেখাতে হবে। এখানেই শেষ নয়, প্রত্যেক পরীক্ষক যা নম্বর দেবেন, তা সরাসরি চলে যাবে পর্ষদের সার্ভারে। সঙ্গে ইন্টারভিউ প্রক্রিয়ার ভিডিয়োগ্রাফিও।জানা যাচ্ছে, এই সোমবার অর্থাৎ ২৪ জুলাই ১৯তম পর্যায়ের ইন্টারভিউ হবে। এই দফার ইন্টারভিউর পর আর কারোর ইন্টারভিউ নেওয়া হবে না পর্ষদের তরফে। সব ঠিক থাকলে আগস্ট মাসের মধ্যেই প্রকাশিত করে দেওয়া হবে প্যানেল।