Mocha Cyclon (মোকা সাইক্লোন)

Mocha Cyclon – ঠিক কবে আসতে চলেছে ‘মোকা’, জানুন।

শেষমেষ মোকা (Mocha Cyclon) গভীর নিম্নচাপে পরিণত হয়ে গেল! তবে কী এবার বাংলার উপর আছড়ে পড়বে মোকা! বাংলা থেকে ১৫০০ কিমি দূরে অবস্থান করছে মোকা। ৮ই মে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হচ্ছে এটি। এখনও অবধি কোথায় আছড়ে পড়বে সে বিষয়ে আবহাওয়াবিদরা সঠিক কিছু বলে উঠতে পারেনি। অতিরিক্ত সতর্কতা নিয়ে রাখছে প্রতিটি রাজ্য সরকারই।

আমফান, ফণী লন্ডভন্ড (Mocha Cyclon) করে দিয়ে গেছে রাজ্যগুলিকে। উপকূল থেকে অধিবাসীদের সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। উপকূলে সতর্কতা জারি করাও হয়েছে। আজ থেকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে। বাংলা এর আগে আমফানকে এখনো ভুলতে পারেনি। তাই রাজ্যের তরফ থেকে সতর্কতা সব উপকূলবর্তী এলাকায় রাখা হয়েছে।

বর্তমান সময়ের সবচেয়ে কমপুঁজির ঝুঁকিহীন লাভজনক ব্যাবসা, সারাবছর ব্যাপক চাহিদা।

১০ তারিখ বাংলা উড়িষ্যা অন্ধ্রপ্রদেশের যেকোনো একটি রাজ্যে আছড়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। কিন্তু কতটা গভীর নিম্নচাপে পরিণত হবে সেবিষয়ে কিছু বোঝা যাচ্ছে না। ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টিপাতও হবে। কেন্দ্র সমস্ত ধরনের সাহায্য করতে প্রস্তুত রাজ্যগুলিকে।

NDRF এর বিশেষ টিমও প্রস্তুত আছে। রাজ্যে এখন বেশ কিছুদিন তাপপ্রবাহ চলবে। এই পরিস্থিতিতে বাংলাবাসী বৃষ্টির অপেক্ষায় আছে ঠিকই কিন্তু কেউ চাইছেনা বড়ো কোনো নিম্নচাপে পরিণত হোক। এখন এটাই দেখার আবহাওয়া দপ্তরের আশঙ্কা কতটা সত্যি হয়। রাজ্যের অন্যান্য জেলায় এখনো কোনো সতর্কতা জারি হয়নি। রাজ্য সরকার পরিস্থিতির উপর নজর রাখছে।

সমস্ত খবর সবার আগে পেতে আজই যুক্ত হন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে- Link