mustard-oil-price-drop-in-kolkata-june-2023
Advertisement

লিটার প্রতি সর্ষের তেলের দাম কতটা কমতে পারে? জানতে হলে পড়ুন বিস্তারিত।

বর্তমানে সারা দেশ জুড়ে সর্ষের তেলের দাম আকাশ ছোঁয়া। দেশের প্রায় সব রাজ্যে কম বেশি সরষের তেলের দাম ১৫০ থেকে ১৮০ টাকা। কিন্তু এই আবহেই এক বিরল চিত্র দেখা গেল ভারতের এক রাজ্যে। সেই রাজ্যে এক ধাক্কায় ৩৭ টাকা দাম কমলো সর্ষের তেলের। কোন রাজ্যে এমনটা হল? আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

Advertisement

হিমাচল প্রদেশের সরকার ঘোষণা করেছেন এখন থেকে আম জনতা ১১০ টাকাতেই পাবে ১ লিটার সরষের তেল। মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু জানিয়েছেন, হিমাচল প্রদেশ সরকার রেশনের দোকানগুলির মাধ্যমে প্রতি লিটার ১১০ টাকা হারে সরষের তেল সাধারণ মানুষকে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। হিমাচলের মুখ্যমন্ত্রী জানান সকল রেশন কার্ড ধারী এই সুবিধা পাবেন। এর আগে পর্যন্ত অন্ত্যোদয় অন্ন যোজনার আওতায় আসা মানুষ এই সুবিধা পাচ্ছিলেন। কিন্তু দারিদ্র সীমার উপরে থাকা মানুষদের জন্য এই দাম ছিল ১৪৭ টাকা লিটার।

Advertisement

RBI এর বড় সিদ্ধান্ত! বাড়ি, গাড়িতে কমতে চলেছে লোনের EMI. ফিরতে চলেছে মধ্যবিত্তের সুখের দিন।

হিমাচলের মুখ্যমন্ত্রী জানিয়েছেন তিনি সমাজের সব শ্রেণীর মানুষকে সুবিধা দিতে চান। সেই জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন তারা। সমগ্র হিমাচল জুড়ে প্রায় ১৯,০০০০০ লক্ষ রেশন কার্ড ধারী এই সুবিধার আওতায় পড়তে চলেছেন। অন্যদিকে, সারা দেশেও দাম কমতে চলেছে ভোজ্য তেলের। সম্প্রতি দেশের খাদ্য দপ্তরের তরফে ভোজ্য তেলের কোম্পানিগুলিকে তেলের দাম কমানোর নির্দেশ দেওয়া হয়েছে। বিশ্বব্যাপী পতন হয়েছে তেলের দামে। বর্তমান যা দাম তাতে অনায়াসে অন্তত ১০ টাকা প্রতি লিটার হিসেবে দাম কমতে পারে তেলের।

জানিয়ে রাখা দরকার, যে গত দুই মাসে ভোজ্য তেলের দাম প্রতি টন ২০০ ডলার কমেছে। কিন্তু দুর্ভাগ্যবশত, খুচরো ক্রেতারা সেই লাভের সুবিধা নিতে পারেননি। তাই এবার আসরে নেমেছে ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন। আশা করাই যায়, অনতিবিলম্বে খুচরো বাজারে তেলের দাম কমবে।

সমস্ত খবর সবার আগে পেতে আজই যুক্ত হন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে- Link