national-savings-scheme-post-office
Advertisement

ভারতীয় নাগরিকদের জন্য ভারতীয় ডাক বিভাগের তরফে বারংবার বিভিন্ন ধরনের স্কিম কার্যকর করা হয়ে থাকে, যার মাধ্যমে ভারতের সাধারণ জনগণ যথেষ্ট টাকা নিশ্চিত রিটার্ন পাওয়ার পাশাপাশি বিভিন্ন ধরনের সুবিধা পেয়ে থাকেন। আর আজ আমরা ভারতীয় ডাক বিভাগের তরফে কার্যকর এমনই এক স্কিম নিয়ে আলোচনা করতে চলেছি যার আওতায় নাগরিকরা ৫ বছরে যথেষ্ট টাকা রিটার্ন পেয়ে যাবেন।

Advertisement

চলুন তবে পোস্ট অফিসের এই বিশেষ কিমটি (National Savings Scheme) সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক:-
ভারতীয় ডাক বিভাগের তরফে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে, পোস্ট অফিসের এই বিশেষ স্কিমটি ন্যাশনাল সেভিংস স্কিম নামেই সমগ্র ভারতে পরিচিতি লাভ করেছে। ভারতে বসবাসকারী যেকোনো নাগরিকই পোস্ট অফিসের এই স্কিমের আওতায় টাকা বিনিয়োগ করতে পারবেন। তবে এক্ষেত্রে যেমন সিঙ্গেল অ্যাকাউন্টের মাধ্যমে বিনিয়োগ করা যাবে, ঠিক তেমনভাবেই জয়েন্ট অ্যাকাউন্টের মাধ্যমেও বিনিয়োগ করা সম্ভব।

Advertisement

ফ্রী রেশন নিয়ে বড়ো আপডেট। চলতি মাসে এই কার্ড থাকলে পাওয়া যাবে অতিরিক্ত সামগ্রী।

তবে এখানেই শেষ নয়, এর পাশাপাশি আরও জানিয়ে রাখি যে, নাবালক সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য এই স্কিমের আওতায় ১০ বছর বা তার বেশি বয়সী নাবালকদের জন্য তাদের পিতা-মাতা বিনিয়োগ করতে পারবেন। এছাড়াও আরো জানা গিয়েছে যে, মাত্র ১,০০০ টাকা থেকে এই স্কিমের আওতায় সাধারণ নাগরিকরা বিনিয়োগ করতে পারবেন। তবে পোস্ট অফিসে ন্যাশনাল সেভিংস স্কিম (National Savings Scheme) -এর অধীনে বিনিয়োগের ক্ষেত্রে কোন ঊর্ধ্বসীমা নির্ধারণ করা হয়নি। সুতরাং, মাত্র ১০০০ টাকা কিংবা তার থেকে বেশি অর্থের বিনিময়ে আপনি পেয়ে যেতে পারবেন একটি ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট। তবে এই স্কিমের মেয়াদ মাত্র ৫ বছর। যদিও এই স্কিমের আওতায় নাগরিকদের ৭ শতাংশ হারে সুদ দেওয়া হয়ে থাকে। এছাড়াও প্রতি ৩ মাস অন্তর অন্তর এই স্কিমের অধীনে সুদের হার পর্যালোচনা করা হয়।

আবেদন করুন প্রধানমন্ত্রী স্কলারশিপ যোজনায় এবং পান সর্বোচ্চ ৩৬ হাজার টাকা

তবে এক্ষেত্র ৫ বছর সময়সীমা পূরণ হওয়ার আগে আপনি কোনোভাবেই ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট প্রত্যাহার করতে পারবেন না। এমনকী এই স্কিমের আওতায় বিনিয়োগকারী তার নমিনী পর্যন্ত নির্ধারণ করে যেতে পারবেন। এর পাশাপাশি আপনারা ন্যাশনাল সেভিংস স্কিমের আওতায় 80C ধারা অনুসারে আয় করার ক্ষেত্রে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত ছাড় পেয়ে যাবেন। ভারতীয় ডাক বিভাগের পক্ষ থেকে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে, এই স্কিমের আওতায় আপনি যদি ১০০০ টাকা বিনিয়োগ করেন তবে পাঁচ বছর পর আপনি ১৪০৩ টাকা ফেরত পেয়ে যাবেন। অন্যদিকে, এই স্কিমের আওতায় আপনি যদি ১০ লক্ষ টাকা বিনিয়োগ করেন তবে রিটার্ন হিসেবে আপনি পেয়ে যাবেন ১৪,০২,৫৫২ টাকা।