ভারতের অন্যতম বিখ্যাত টেলিকম কোম্পানি এয়ারটেলের পক্ষ থেকে তাদের গ্রাহকদের জন্য বারংবারই বিভিন্ন ধরনের রিচার্জ প্ল্যান (Airtel Offer) লঞ্চ করা হয়ে থাকে। এইসকল রিচার্জ প্ল্যানের মাধ্যমে গ্রাহকরা আনলিমিটেড কল থেকে শুরু করে ইন্টারনেট এবং OTT -এর সুবিধাও পেয়ে থাকেন।
যদিও ইতিমধ্যেই এয়ারটেলের তরফে তাদের গ্রাহকের উদ্দেশ্যে জানানো হয়েছে যে, দেশের বিভিন্ন সার্কেলে এয়ারটলের রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধি করা হয়েছে। তবে আজ আমরা এয়ারটেলের এমন একটি রিচার্জ প্ল্যান (Airtel Offer) নিয়ে কথা বলতে চলেছি, যাতে আপনারা মাত্র ১৯ টাকার বিনিময়ে ইন্টারনেটের সুবিধা পর্যন্ত পেয়ে যাবেন। বর্তমানে সমগ্র দেশের গ্রাহকদের কাছে এয়ারটেলের এই নতুন রিচার্জ প্যাকটি এর স্বল্পমূল্যের জন্য পরিচিতি লাভ করেছে।
চলুন তবে জেনে নেওয়া যাক এয়ারটেলের এই নতুন রিচার্জ প্ল্যানে আপনারা কি কি সুবিধা পেতে চলেছেন:-
এয়ারটেলের এই ১৯ টাকার এই রিচার্জ প্ল্যানটিতে আপনারা পেয়ে যেতে চলেছেন ১ জিবি হাইস্পিড ডেটা। এই ডেটা আপনি ব্যবহার করতে পারবেন সম্পূর্ণ ২৪ ঘন্টার জন্য। এই ২৪ ঘণ্টা সময়সীমার মধ্যে আপনি যদি এই ১ জিবি ডেটা শেষ না করতে পারেন তবে আপনি ওই ডেটা আর ব্যবহার করতে পারবেন না। অর্থাৎ এই ১ জিবি ডেটা কোনোভাবেই ১ দিনের বেশি ব্যবহার করতে পারবেন না।
দুয়ারে সরকার ক্যাম্প লিস্ট, আপনার এলাকায় দুয়ারে সরকার ক্যাম্প কবে? জেনে নিন দুমিনিটে
প্রসঙ্গত উল্লেখ্য, আপনার ফোনে যে রিচার্জ প্ল্যানটি কার্যকর রয়েছে তার পাশাপাশি এই প্ল্যানটিকে কার্যকর করা সম্ভব। আপনার যদি কোনো বিশেষ কাজে জরুরী ডেটার প্রয়োজন হয়ে থাকে অথবা আপনার বর্তমানে কার্যকর রিচার্জ প্ল্যানের ডেটা শেষ হয়ে গেলেও ডেটার প্রয়োজন থাকলে আপনি রিচার্জ প্ল্যানটি কাজে লাগাতে পারবেন।
নতুন পদ্ধতিতে আবেদন করুন আবাস যোজনায়। রইলো বিস্তারিত পদ্ধতি।
ইতিপূর্বে দেশের বিভিন্ন সার্কেলে নিজেদের নূন্যতম রিচার্জ প্ল্যানের মূল্য ৯৯ টাকা থেকে বৃদ্ধি করে ১৫৫ টাকা করার ফলে গ্রাহকরা যথেষ্ট চিন্তায় পড়েছিলেন। যদিও এয়ারটেলে তরকে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছিল যে, দেশের বিভিন্ন সার্কেলে এয়ারটেল -এর এই নতুন রিচার্জ প্ল্যান কার্যকর করে গ্রাহকদের থেকে যে প্রতিক্রিয়া পাওয়া গেছে তার ভিত্তিতেই এয়ারটেলের ১৫৫ টাকার রিচার্জ প্ল্যানটি কার্যকর করা হয়েছে। আর তারপরই এয়ারটেলের ১৯ টাকার এই নতুন রিচার্জ প্ল্যানটি কার্যকর করার ফলে পুনরায় জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে ভারতী এয়ারটেলের।