Bank Rules – জানুন কি এই নতুন পরিষেবা।
ব্যাঙ্কের যেকোনো পরিষেবা (Bank Rules) পেতে আর দাঁড়াতে হবেনা ব্যাঙ্কের লাইনে। এবার ভাববেন এই পরিষেবা তো আগেও ছিল! ঠিকই বলছেন কিন্তু এই পরিষেবা শুধুমাত্র সিনিয়র সিটিজেনদের জন্য জনপ্রিয় ছিল। এবার থেকে ব্যাঙ্কগুলি তাদের এই নিয়মে বেশ কিছু পরিবর্তন আনছে। এখন টাকা পাঠানোর জন্য আর কেউ সেভাবে ব্যাঙ্কে যায়না। প্রতিটি ব্যাঙ্কই তাদের অনলাইন ট্রান্সফারেরের জন্য নিজস্ব অ্যাপ খুলে ফেলেছে।
এছাড়াও ফোনপে, গুগল পে তো আছেই। তাও অ্যাকাউন্ট, চেক সংক্রান্ত যেকোনো কাজে ব্যাঙ্কে লাইন দিতে হয়। এতে কাস্টোমাররা একাধিক সময় বিরক্ত হয়। ব্যাঙ্ক কোনোভাবেই তার কাস্টোমারদের অসুবিধায় ফেলতে চায়না। তাই সময়ের সাথে সাথে প্রতিদিনই ব্যাঙ্কের প্রতিদিনের কাজে আপডেট আনছে।
ATM থেকে ছেঁড়া নোট বেরোলে কি করবেন? কোথায় জমা দেবেন? না জানলে জানুন এক্ষুনি।
এতদিন শুধু ছিল সিনিয়র সিটিজেনদের জন্য এই পরিষেবা ছিল কারণ তাঁরা বয়সের কারণে কাজে আসতে পারতোনা বলে। ভারতবর্ষেের প্রথম সারির সব ব্যাঙ্কই এই পরিষেবা দিত। কিন্তু এবার থেকে সবার জন্য এই পরিষেবা খুলে দেওয়া হলো। চেক , অ্যাকাউন্ট সংক্রান্ত যে সকল কাজে ব্যাঙ্কে যেতে হত আর যেতে হবেনা। প্রতিনিধি আপনার বাড়িতে গিয়ে উপস্থিত হবে। তবে এর জন্য অবশ্যই কিছু শর্ত আছে।
আপনাকে প্রথমে গিয়ে ব্যাঙ্কে (Bank Rules) কিছু টাকা জমা করে আসতে হবে এই সুবিধা পাওয়ার জন্য। এই পরিষেবা আপনি কিন্তু ফ্রী তে পাবেননা অবশ্যই মনে রাখবেন। আপনার বাড়ি হতে হবে ব্যাঙ্ক থেকে তিন চার কিলোমিটারের ভিতরে। এর বেশি দূরে হলে আপনি চাইলেও পরিষেবা পাবেননা।
ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুললেও এখন থেকে ভিডিও কলেই খোলা যাবে সাথে সাথে। কাস্টমারদের অভিযোগ নেওয়ার জন্য আগে থেকে তাদের অনলাইন বিভিন্ন সিস্টেম চালু ছিল। মানুষ যদি সিস্টেম ব্যাবহার করে সমাধান করে ফেলে তাহলে ব্যাঙ্কের কর্মচারীদের উপর কিছুটা চাপ কমবে।
সমস্ত খবর সবার আগে পেতে আজই যুক্ত হন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে- Link