কেন্দ্রীয় সরকার এবং বিভিন্ন রাজ্যের রাজ্য সরকারগুলির তরফে কার্যকরী স্কলারশিপ থেকে শুরু করে প্রকল্প বা যোজনার অধীনে নিজেদের নাম নথিভুক্তকরণের ক্ষেত্রে পিছিয়ে পড়া শ্রেনীর ছাত্র-ছাত্রী তথা সাধারণ জনগণের অন্যতম প্রয়োজনীয় নথি হলো বিপিএল কার্ড। আর এবারে রাজ্য সরকারের তরফে এমন এক ওয়েবসাইট কার্যকর করা হয়েছে, যার মাধ্যমে বিপিএল কার্ডের আওতায় আপনার নাম নথিভুক্ত রয়েছে কিনা তা আপনারা মাত্র কয়েক মিনিটে জেনে নিতে পারবেন (New BPL List)।
বিপিএল কার্ডের আওতায় নাগরিকদের নাম নথিভুক্ত রয়েছে কিনা তা দেখার জন্য কেন্দ্রীয় সরকারের কোনো নির্দিষ্ট ওয়েবসাইট নেই। তবে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের তরফে এক নির্দিষ্ট ওয়েবসাইট কার্যকর করা হয়েছিল, যার মাধ্যমে রাজ্যের নাগরিকরা বিপিএল কার্ডের আওতায় তাদের নাম রয়েছে কিনা তা দেখে নিতে পারতেন। তবে বর্তমানে এই ওয়েবসাইটটি আর কার্যকর নেই, আর তাতেই রাজ্য সরকারের তরফে এমন এক নতুন ওয়েবসাইট কার্যকর করা হয়েছে যার মাধ্যমে আপনারা মাত্র কয়েক মিনিটে দেখে নিতে পারবেন BPL তালিকায় আপনার নাম রয়েছে কিনা (New BPL List)।
আপনি যদি বিপিএল কার্ডের তালিকা আপনার নাম রয়েছে কিনা তা দেখতে চান, তবে আপনাকে সর্বপ্রথম বাংলার পাড়া বৈঠক পঞ্চায়েত ডেভেলপমেন্ট প্ল্যান -এর অফিসের ওয়েবসাইট https://parabaithak.wbprd.gov.in/ -এ যেতে হবে। পরবর্তীতে হোম পেজের একেবারে উপরে থাকা Menu বারে ক্লিক করে Login/Register অপশনে ক্লিক করে আপনার ইউজার আইডি, পাসওয়ার্ড এবং ক্যাপচা কোডটি সঠিকভাবে লিখে login অপশনে ক্লিক করে লগইনের প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে।
জিও লঞ্চ করলো ধামাকাদার প্ল্যান, এক রিচার্জেই চলবে চারটি মোবাইল।
লগইনের প্রক্রিয়াটি সম্পন্ন করলেই আপনার সামনে একটি নতুন পেজ আসবে, উক্ত পেজের উপরের দিকে থাকা SECC 2011 অপশনের আওতায় থাকা search by name অপশনে ক্লিক করতে হবে। উপরোক্ত অপশনে ক্লিক করলেই আপনার সামনে একটি নতুন পেজ আসবে যেখানে SECC 2011 RURAL -এর আওতায় আপনাকে আপনার জেলা, ব্লক, গ্রামের নাম, আবেদনকারীর নাম, AHL TIN নম্বর সঠিকভাবে লিখে Search অপশনে ক্লিক করতে হবে। তাহলেই আপনি দেখে নিতে পারবেন BPL তালিকায় আপনার নাম রয়েছে কিনা।
অন্যদিকে, উক্ত পেজে আপনার জেলা, ব্লক, গ্রামের নাম সঠিকভাবে নির্বাচন করে নিয়ে Search অপশনে ক্লিক করলেই আপনি আপনার এলাকার সম্পূর্ণ বিপিএল তালিকাটি দেখে নিতে পারবেন এবং এই তালিকা থেকে নিজের নাম খুঁজে নিতে পারবেন। তবে এক্ষেত্র জানিয়ে রাখি যে, কেবলমাত্র রাজ্য সরকারের অধীনে কর্মরত নির্দিষ্ট ক্ষেত্রের কর্মীরাই এই ওয়েবসাইটের মাধ্যমে লগইন এর প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন এবং বিপিএল তালিকা চেক করতে পারবেন।
মাধ্যমিক পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দিল রাজ্য সরকার। এবার পাশ করা আরো সহজ?
সুতরাং, বিপিএল তালিকার আওতায় আপনার নাম রয়েছে কিনা তা দেখার জন্য আপনাকে আপনার গ্রাম পঞ্চায়েতের অফিসে যেতে হবে এবং উক্ত অফিসের কর্মীদের বিপিএল তালিকার আওতায় আপনার নাম রয়েছে কিনা তা চেক করে দেওয়ার জন্য আবেদন জানাতে হবে। তাহলেই আপনি দেখে নিতে পারবেন বিপিএল তালিকা আপনার নাম রয়েছে কিনা।