new-business-idea-earn-1-lakh-per-month
Advertisement

পুরো তথ্য জানতে হলে পড়ুন বিস্তারিত।

কোনো বড়ো ডিগ্রী ছাড়াই মাত্র পাঁচ ঘণ্টা কাজ করে মাসে লাখ টাকা উপার্জন করা যায়! এতে আপনাকে পরিশ্রমও বেশি করতে হয়না। এটি একটা ছোটো ব্যাবসা। আপনাকে এর জন্য বেশি টাকা ইনভেস্টও করতে হবেনা। আপনাকে একটা ছোটো দোকান ভাড়া নিতে হবে এর জন্য, এটি হল স্যুপের ব্যাবসা যেখানে আপনাকে বিকাল পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত দোকান খুললেই হবে।

Advertisement

এই স্যুপ তৈরিতে খরচ অনেক কম হয়। আপনাকে শুধু অনেক নিত্যনতুন স্যুপ তৈরির কথা মাথায় আনতে হবে। নতুন নাম দেখলে কাস্টোমাররা তাতে আকর্ষিত হবে। এতে আপনার ব্যাবসা দাঁড় করাতে বেশিদিন সময় লাগবেনা।

Advertisement

ভোটের আগেই কপাল খুললো সরকারি কর্মীদের। আরও বাড়বে বেতন, জানিয়ে দিল সরকার।

এক বাটি স্যুপ তৈরি করতে দেখা যায় ১৫-২০ টাকা খরচ হয়। কিন্তু আপনি ৫০, ৬০ টাকা যেকোনো দাম রাখতেই পারেন। নতুন নাম আর স্বাদ ঠিক থাকলে কাস্টোমার আসতে বাধ্য। আপনাকে দিনে ৬০-৭০ বাটি স্যুপ বিক্রি করতে হবে। তাহলে অতি সহজেই লাখ টাকা উপার্জন করতে পারবেন। এখন আমরা প্রত্যেকেই জানি চাইনিজ খেতে সবাই কতটা ভালোবাসে।

সন্ধ্যার দিকে বেরিয়ে সবাই এসব খেতেই থাকে। তাই কাস্টোমার নিয়ে আপনাকে চিন্তা করতে হবেনা। একটু জনবহুল জায়গা দেখে একটি দোকান ভাড়া নিয়ে নিন। ছোটো দোকান হলেও হবে আপনি বাড়ি থেকে স্যুপ বানিয়েও নিয়ে আসতে পারেন। দোকানে শুধুমাত্র গরম করে দিতেই পারেন। ব্যাবসা বড়ো হলে আপনি সুবিধামতো একটা লোক রেখে দিতেই পারেন। এর জন্য কোনো বড়ো ডিগ্রী লাগেনা বুদ্ধি খাঁটিয়ে ব্যাবসা করলেই হলো।