new-business-idea-in-summer-earn-money-more-than-50-thousand-per-month

পশ্চিমবঙ্গ সহ সমগ্র ভারত জুড়ে খুব শীঘ্রই গ্রীষ্মের দাবদাহ শুরু হতে চলেছে। আর এই গরমের আবহে চড়া রোদ থেকে নিজেকে বাঁচাতে ছোট থেকে বড় সকলেরই ছাতা প্রয়োজন হয়ে থাকে। তবে শুধুমাত্র গরমে নয় বর্ষাকালেও বৃষ্টি প্রকোপ থেকে বাঁচতে ছাতা অবশ্য প্রয়োজনীয়। ফলত এই গরম এবং বর্ষার আবহে ছাতার চাহিদা রীতিমতো তুঙ্গে থাকে। আর মানুষের এই প্রয়োজনকে কাজে লাগিয়ে আপনি নিজের ব্যবসা শুরু করতে পারেন (New Business Idea)। আজ্ঞে হ্যাঁ, এই গরমের মরশুমে ছাতার ব্যবসা শুরু করে আপনি প্রতি মাসে ৫০,০০০ টাকা থেকে ৬০,০০০ টাকা পর্যন্ত উপার্জন করে নিতে পারবেন।

তবে ছাতার ব্যবসা শুরু করার ক্ষেত্রে আপনাকে প্রথমেই আপনার এলাকার একটি জনবহুল স্থানে দোকান ভাড়া নিতে হবে। অথবা আপনার এলাকার বাজারের নিকটে জায়গা কিনে একটি দোকান তৈরি করে নিতে হবে। তবে আপনার বাড়ি যদি এমন জায়গায় হয়ে থাকে যেখানে রোজ প্রচুর সংখ্যক মানুষের আনাগোনা হয়, তবে আপনি নিজের বাড়িতেই আপনার ছাতার দোকানটি তৈরি করতে পারবেন। দোকানের জন্য নির্দিষ্ট স্থান নির্বাচনের পর আপনাকে আপনার দোকানের সাথে মানানসই একটি আকর্ষণীয় নাম নির্বাচন করতে হবে। এরপর আপনার দোকানের নামটি দোকানের সামনে অথবা উপরে হোডিং কিংবা দেয়াল লিখন -এর মাধ্যমে বড় বড় করে লিখতে হবে এবং দোকানটিকে এমনভাবে সাজাতে হবে যাতে গ্রাহকরা সহজেই আকর্ষিত হন (New Business Idea)।

সমস্ত খবর সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন – Link

ছাতার ব্যবসা শুরু করার জন্য আপনাকে যে বিষয়টি মনে রাখতে হবে তা হলো, কোনো গ্রাহকই যাতে আপনার দোকান থেকে ফিরে না যায়। আর তাই গ্রাহকদের চাহিদা অনুসারে রংবেরঙের ছাতা, শিশুদের জন্য প্রয়োজনীয় ছাতা রাখার পাশাপাশি ওয়াটারপ্রুফ ব্যাগ, রেনকোট, রাবারের জুতো রাখতে পারেন। আর এই সমস্ত জিনিসগুলি আপনি আপনার জেলার যেকোনো বড় নামকরা বাজার থেকে পাইকারি দরে কিনে এনে বিক্রি করতে পারেন। আপনি সঠিকভাবে দরদাম করে জিনিস কিনতে পারলে মাত্র ৫,০০০ টাকার মূলধন দিয়েই আপনি আপনার ব্যবসা শুরু করতে পারবেন। অন্ততপক্ষে ২০ থেকে ২৫ শতাংশ লাভ রেখে বিক্রি করলেও এই ৫০০০ টাকার বিনিময়ে প্রত্যেক মাসে ৫০ থেকে ৬০ হাজার টাকা পর্যন্ত উপার্জন করতে পারবেন।

মাধ্যমিক রেজাল্ট প্রকাশের দিন ঘোষণা। কিভাবে রেজাল্ট চেক করবেন? সেভ করে রাখুন পদ্ধতি।

এছাড়াও ছাতার ব্যবসা শুরু করার আরো একটি উপায় রয়েছে। এজন্য আপনাকে নিজেকে ছাতা তৈরি শিখতে হবে এবং যথেষ্ট কাঁচামাল সংগ্রহ করে নিজের বাড়িতেই ছাতা তৈরি করে নিজের দোকান থেকে তা বিক্রি করতে পারবেন। যদিও এই পদ্ধতিতে ছাতার ব্যবসা শুরু করতে গেলে যথেষ্ট সময়ের প্রয়োজন হয়ে থাকে। সুতরাং, আপনি প্রথমে পাইকারি দরে ছাতা কিনে এনে তা দোকান থেকে বিক্রি করার মাধ্যমে ব্যবসা শুরু করতে পারেন এবং পরবর্তীতে ধীরে ধীরে ছাতা তৈরির সম্পূর্ণ প্রক্রিয়াটি শিখে নিজের তৈরি ছাতা বিক্রির মাধ্যমে নিজের ব্যবসাটিকে বড় করতে পারেন। তবে নিজে হাতে ছাতা তৈরি করে বিক্রি করলে আপনি আরও বেশি পরিমাণে লাভ করতে পারবেন।

দুয়ারে সরকারের নতুন প্রকল্পে আবেদন করেছেন? কবে থেকে টাকা পাবেন? জেনে নিন।

তবে শুধুমাত্র দোকানের মাধ্যমে নয় আপনার এবং আপনার নিকটবর্তী এলাকার বিভিন্ন হাটগুলিতে দোকান নিয়ে বসার মাধ্যমেও আপনি ছাতা বিক্রি করতে পারবেন। এতে আপনার একদিকে যেমন আপনার দোকানের বিক্রি যথেষ্ট বাড়বে অন্যদিকে ঠিক আপনার দোকানের নামও আপনার আশেপাশের এলাকার মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে। এছাড়াও আপনার এলাকার মধ্যে আপনার দোকানের নামটি ছড়িয়ে দিতে মাইকিং, হোডিং, দেওয়াল লিখন এর ব্যবস্থা করা যেতে পারে। একবার আপনার দোকানটি জনপ্রিয়তা পেলে আপনি প্রত্যেক মাসে ৫০০০০ থেকে ষাট হাজার টাকা পর্যন্ত উপার্জন করে নিতে পারবেন।