new-camp-will-going-to-be-started-in-west-bengal
Advertisement

১লা অগাস্ট থেকে রাজ্যে শুরু হচ্ছে MSME ক্যাম্প। দুয়ারে সরকারের মতোই এই প্রকল্পে বিভিন্ন প্রকল্পের সুবিধা দেওয়া হবে। তবে সমগ্র রাজ্যব্যাপী সব জায়গায় এর সুবিধা পাওয়া যাবেনা। এই উদ্যোগ নিয়েছে এবারে ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তর পশ্চিমবঙ্গ সরকার। এই ধরনের ক্যাম্পগুলি হলে সাধারণ মানুষকে আর কোনো সরকারি অফিসে গিয়ে হয়রান হতে হয়না। দুয়ারে সরকারের কিছু প্রকল্পেরও সুবিধা এখান থেকে দেওয়া হবে।

Advertisement

ব্যাঙ্ক লোনের সমাধানে ফিন্যান্স ক্লিনিকের সুবিধা দেওয়া হবে। ছোটো বড়ো যেকোনো পেশার ব্যাক্তিরা সরকারি লোনে অসুবিধায় পড়লে ব্যাঙ্কের সাথে যুক্ত হতে সাহায্য করবে। যারা ক্রেডিট কার্ডের আবেদন করবে তাদেরও কাগজপত্র তৈরিতে সাহায্য করবে এই ক্যাম্প। বিভিন্নধরনের হস্তশিল্পীদের যারা গ্রাম-শহর যেকোনো জায়গায় থাকে তাদের বিভিন্ন জায়গার সরকারি সংস্থার সাথে যুক্ত করে দেবে। এছাড়াও বিভিন্ন মেলা প্রদর্শনীতে যাতে তারা যেতে পারে তার জন্য বিভিন্ন কার্ড ও ছাড়ের ব্যাবস্থা করে দেবে। সরকারি তরফের বিভিন্ন লাইসেন্স যেমন ফায়ার লাইসেন্স, পলিউশন সার্টিফিকেট, জমির চরিত্র গঠনে সাহায্য করবে অর্থ্যাৎ জমির চরিত্র পরিবর্তনের জন্য যে যে কাগজে পরিবর্তন আসবে তাতে সাহায্য করবে। এছাড়াও সংখ্যালঘুদের জন্য যেসমস্ত লোনের সুবিধার কথা জানানো হয়েছে সেই বিষয়ে সাহায্য করবে। স্টুডেন্ট ক্রেডিট কার্ডের বিষয়ে নতুন আবেদনপত্রও এখান থেকে নেওয়া হবে। কোনো সমস্যা থাকলে জানাতেও পারবেন এখানে। অনগ্রসর শ্রেণীর প্রকল্পগুলির কাজও এখানে চলবে।

Advertisement

আরও পড়ুন:- মাসের শুরুতেই দেশে কার্যকরী হলো এই ৫ টি গুরুত্বপূর্ণ নিয়ম। এখনই জেনে নিন।

এছাড়াও পঞ্চায়েত ও গ্রামীণ দপ্তরের অধীনে যেসকল লোন প্রক্রিয়া চলছে সেগুলি সংক্রান্ত খবর এখান থেকে পাওয়া যাবে। রাজ্য সরকারের কৃষি দপ্তরের অধীনে যে সকল স্কিম চলবে তার নতুন রুপ নিয়ে জানানো হবে। কারিগরি শিক্ষা ও মাদ্রাসা শিক্ষায় স্কিল ডেভলপমেন্টের ব্যাপারে জানানো হবে। ঋণপ্রদানের বিষয়টিও তুলে ধরা হবে।