new-duare-sarkar-camp-has-been-started-from-1st-april

২০২৩ -এর শুরুতে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের তরফে ঘোষণা করা হয়েছিল যে, সাধারণ মানুষের দুয়ারে রাজ্য সরকারের তরফে কার্যকরী সমস্ত পরিষেবাগুলি পৌঁছে দেওয়ার জন্য পুনরায় দুয়ারে সরকারের ক্যাম্প (Duare Sarkar Camp) কার্যকর করা হবে। আর এবারে আগামী দিনে কবে দুয়ারে সরকারের ক্যাম্প আয়োজিত হতে চলেছে তা নিয়ে এক নতুন আপডেট সামনে আনা হলো।

ইতিপূর্বে রাজ্য সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল যে, আগামী দিনে খুব শীঘ্রই রাজ্যব্যাপী দুয়ারে সরকারের ক্যাম্প (Duare Sarkar Camp) আয়োজিত হতে চলেছে। তবে কবে থেকে দুয়ারে সরকারের ক্যাম্প আয়োজিত হবে অথবা কতোদিন পর্যন্ত ক্যাম্প চলবে তা সম্পর্কিত কোনো তথ্য প্রকাশে আনা হয়নি রাজ্য সরকারের তরফে। তবে এবারে সাধারণ মানুষের সুবিধার্থে সেই তথ্যই সামনে আনা হলো। বিভিন্ন সূত্রের তরফে প্রকাশিত খবরে জানা গিয়েছে যে, বিগত বৃহস্পতিবার নবান্নে এক উচ্চ পর্যায়ের বৈঠকের আয়োজন করা হয়েছিল আর সেই বৈঠকে সাধারণ মানুষের কাছে রাজ্য সরকারের তরফে কার্যকরী সমস্ত ধরনের পরিষেবা পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল মুখ্য সচিবের তরফে।

আর তাতেই আগত এপ্রিল মাস থেকে রাজের বিভিন্ন জেলায় দুয়ারে সরকারের ক্যাম্পের আয়োজন করতে চলেছে রাজ্য সরকার। জানা গিয়েছে যে, ১লা এপ্রিল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে দুয়ারে সরকারের ক্যাম্প আয়োজিত হবে এবং এপ্রিল মাসের ২০ তারিখ অর্থাৎ ২০শে এপ্রিল পর্যন্ত একটানা চলবে এই ক্যাম্প। তবে এখানেই শেষ নয়, এদিনের বৈঠকে মুখ্য সচিব প্রত্যেকটি জেলার জেলাশাসককে দুয়ারে সরকারের ক্যাম্প চলাকালীন প্রত্যেক জেলায় নূন্যতম ৬ টি ভ্রাম্যমান শিবির গঠনের নির্দেশ দিয়েছেন। অর্থাৎ প্রত্যেকটি জেলায় দুয়ারে সরকারের ক্যাম্পের পাশাপাশি নূন্যতম ৬ টি করে ভ্রাম্যমান শিবির হতে চলেছে।

আধার কার্ড ও প্যান কার্ড লিঙ্ক না করলে বন্ধ হবে ব্যাংক অ্যাকাউন্ট? গুরুত্বপূর্ণ আপডেট জেনে নিন।

এছাড়াও প্রত্যেকটি নাগরিকের অভিযোগকে সমান গুরুত্ব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে মুখ্য সচিবের তরফে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, সমগ্র রাজ্যের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী সাধারণ মানুষের কাছেও যাতে পশ্চিমবঙ্গ সরকারের তরফে কার্যকারী লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, কৃষক বন্ধু সহ রাজ্য সরকারের তরফে কার্যকারী অন্যান্য প্রকল্প, যোজনা এবং বিভিন্ন ধরনের স্কলারশিপের সুবিধাগুলি সঠিকভাবে পৌঁছাতে পারে তার জন্যই এইরূপ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে মুখ্য সচিবের তরফে।

বাড়িতে বসে মাত্র ২ মিনিটে কৃষকবন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করে নিন।

প্রসঙ্গত উল্লেখ্য, পশ্চিমবঙ্গ সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে কার্যকরী সমস্ত ধরনের প্রকল্পের সুবিধা যাতে অত্যন্ত সহজেই সাধারণ মানুষের কাছে পৌঁছে যায় তার জন্যই রাজ্যের মুখ্যমন্ত্রীর তরফে দুয়ারে সরকার প্রকল্প কার্যকর করা হয়েছিল। দুয়ারে সরকার সম্পর্কিত যাবতীয় তথ্য আপনারা দুয়ারে সরকারের অফিসিয়াল ওয়েবসাইট https://ds.wb.gov.in/ -এ পেয়ে যাবেন। এছাড়াও দুয়ারে সরকার সম্পর্কিত যেকোনো ধরনের প্রশ্ন থাকলে আপনি দুয়ারে সরকারের তরফের কার্যকরী হেল্পলাইন নম্বরে 1070 / 033-22143526 ফোন করে তার উত্তর জেনে নিতে পারবেন।