ঠিক কি করতে হবে? জানুন বিস্তারিত।
প্রত্যেক মাসে বিদ্যুৎ বিল নিয়ে আপনার মাথায় চিন্তার ভাঁজ পড়ে? বিদ্যুৎ বিল দিতে গিয়ে নাজেহাল হয়ে যাচ্ছেন? তবে আপনাদের জন্য রয়েছে সুখবর। বিদ্যুৎ বিল কমানোর জন্য বড় ঘোষণা করতে চলেছে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রক। শুক্রবার বিদ্যুৎ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, তারা শীঘ্রই এমন এক ব্যবস্থা করতে চলেছে যাতে দিনের বেলায় এবং রাতের বেলায় পিক আওয়ারে কুড়ি শতাংশ কম বিদ্যুৎ খরচ হবে। কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে এই ব্যবস্থা নেওয়ার মূলে রয়েছে পুনর্নবীকরণ যোগ্য শক্তির ব্যবহার বৃদ্ধি।
মনে করা হচ্ছে এই পদ্ধতি ব্যবহার করা হলে বিদ্যুৎ বাবদ খরচ কম হবে সাধারণ মানুষের। গ্রীষ্মকালে রাত্রিবেলা মানুষ যখন এসি চালান তখন অনেক বেশি বিদ্যুৎ খরচ হয়। সেই পিক আওয়ারে এসির বিদ্যুৎ খরচ কমতে চলেছে এবার। ভারতীয় পরিবারগুলিতে মানুষ কাজের পরে আরাম করার জন্য একটু এসি চালিয়ে বিশ্রাম করেন। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তে নিঃসন্দেহে শক্তির নিঃশ্বাস ফেলতে পারবেন তারা।
NMMS Scholarship – প্রত্যেক পড়ুয়া পাবেন ১২ হাজার টাকার স্কলারশিপ, জানুন কীভাবে আবেদন করবেন।
প্রশ্ন হচ্ছে এই ব্যবস্থাটি চালু হবে কবে থেকে? সরকারের তরফে জানানো হয়েছে ২০২৪ সালের এপ্রিল মাসেই কমার্শিয়াল এবং ডোমেস্টিক ক্ষেত্রে এটি চালু হয়ে যাবে। কৃষি ক্ষেত্রে এই নিয়ম চালু হতে হতে ২০২৫। প্রসঙ্গে বলতে গিয়ে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী রাজকুমার সিং জানিয়েছেন, “যেহেতু সৌরশক্তি সস্তা, তাই দিনের বেলায় বিদ্যুতের ব্যবহারের সময় শুল্ক কম হবে, তাই গ্রাহকরা এতে উপকৃত হবেন।
সন্ধ্যা বা রাতে তাপ ও জলবিদ্যুতের পাশাপাশি গ্যাস-ভিত্তিক ক্ষমতার ব্যবহার করা হলে ভালো হবে। এমন পদক্ষেপ নিলে বিদ্যুৎ বাবদ শুল্ক সাধারণ মানুষকে কম দিতে হবে।” তিনি আরো জানিয়েছেন এই পদক্ষেপ গ্রহণ করলে আগামী সাত-আট বছরের মধ্যে পুনর্নবীকরণ যোগ্য শক্তির ব্যবহার ৬৫ শতাংশ বৃদ্ধি পাবে।