new-guidelines-of-trai-on-mobile-recharge
Advertisement

দেশজুড়ে ক্রমান্বয়ে বাড়ছে মূল্যবৃদ্ধি। আর অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসের সাথে তাল মিলিয়ে ক্রমাগত হারে বেড়ে চলেছে মোবাইলের রিচার্জ প্যাক-এর দামও। আর তাতেই ঘরে বাইরে সমস্ত দিক সামলে উঠতে রীতিমতো নাজেহাল হতে হচ্ছে সমগ্র ভারতের সাধারণ মানুষকে। ফলত সাধারণ মানুষকে এই নাজেহাল অবস্থা থেকে মুক্তি দিতে এক নতুন পদক্ষেপ নেওয়া হতে চলেছে TRAI -এর তরফে। বিভিন্ন সূত্র মারফত দাবি করা হয়েছে যে, TRAI -এর নতুন পদক্ষেপের ফলে আগামী দিনে সাধারণ মানুষের খরচ কমতে চলেছে। আর তাতেই এই বিষয়টি নিয়ে সমগ্র দেশের সাধারণ নাগরিকদের মধ্যে বারংবার নানা ধরনের প্রশ্ন উঠেছে।

Advertisement

সমস্ত খবর সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন – Link

এই সমস্ত প্রশ্নের উত্তরে বলতে হয় যে, এয়ারটেল, রিলায়েন্স জিও, ভোডাফোন আইডিয়া সহ দেশের অন্যান্য টেলিকম কোম্পানিগুলি বারংবার তাদের রিচার্জ প্ল্যানের খরচ (Mobile Recharge) বাড়াচ্ছে। নতুন বছরের শুরুতেই এয়ারটেলের তরফে দেশের বিভিন্ন রাজ্যে তাদের নূন্যতম রিচার্জ প্ল্যান-এর দাম ৯৯ টাকা থেকে বাড়িয়ে ১৫৫ টাকা করা হয়েছে। আর তাতেই রীতিমতো টনক নড়েছে TRAI-এর। যার ফলস্বরূপ গ্রাহকদের এই অতিরিক্ত খরচের বোঝা থেকে মুক্তি দিতে তৎপর হয়ে উঠেছে TRAI। বিভিন্ন সূত্রের তরফে দাবি করা হয়েছে যে, TRAI -এর এই নতুন পরিকল্পনা অনুসারে আগামী দিনে খুব শীঘ্রই সমগ্র দেশের টেলিকম কোম্পানিগুলির নতুন রিচার্জ প্যাক (Mobile Recharge) লঞ্চ করা হবে।

Advertisement

এছাড়াও TRAI -এর তরফে আরো জানানো হয়েছে যে, বর্তমানে যেসমস্ত রিচার্জ প্যাকগুলি লঞ্চ করা হয়েছে তাতে আনলিমিটেড কল, এসএমএস প্যাক, ডেইলি ডেটা সহ OTT প্ল্যাটফর্মের সুবিধা পর্যন্ত যায়। ফলত একদিকে যেমন রিচার্জ প্ল্যানগুলির দাম বেড়ে যায়, অন্যদিকে ঠিক তেমনভাবেই যেসমস্ত মানুষ ফিচার ফোন ব্যাবহার করেন তাদের ক্ষেত্রে তারা অধিকাংশ সুবিধাই ভোগ করতে পারেন না। যার কারণে আগামী দিনে কম খরচের রিচার্জ প্ল্যান লঞ্চ করার পরিকল্পনা করা হচ্ছে TRAI-এর তরফে। এছাড়াও বিভিন্ন সূত্রের তরফে আরও দাবি করা হয়েছে যে, TRAI-এর তরফে ডুয়াল সিম ব্যবহারকারী গ্রাহকদের জন্য দ্বিতীয় সিমটিতে কেবলমাত্র ইনকামিং ও এসএমএস only প্ল্যান কার্যকরী করার উদ্যোগ নেওয়া হয়েছে।

টেটের ইন্টারভিউ এ কি কি প্রশ্ন আসতে পারে জেনে নিন।

ফলত আগামী দিনে যেমন রিচার্জ প্ল্যানের খরচ কমবে, অন্যদিকে ঠিক তেমনই ডুয়াল সিম ব্যবহারের ক্ষেত্রেও খরচ কমবে বলে দাবি করা হচ্ছে ওয়াকিবহাল মহলের তরফে। যদিও এই বিষয়ে TRAI -এর তরফে এখনও পর্যন্ত কিছুই জানানো হয়নি। তবে আগামী দিনে এই ব্যবস্থা কার্যকর করা হলে যথেষ্ট সুবিধা পাবেন দেশের সাধারণ জনগণ, এমনটাই দাবি করা হয়েছে বিভিন্ন সূত্রের তরফে। যদিও TRAI -এর এই প্রস্তাবকে কার্যত মানতে নারাজ এয়ারটেল, রিলায়েন্স জিও, ভোডাফোন আইডিয়ার মতো সংস্থাগুলি।