new-instructions-of-nabanna-about-all-wb-scheme

বর্তমানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় দুয়ারে সরকারের ক্যাম্প আয়োজন করা হয়েছে। আর এই সমস্ত ক্যাম্পগুলির মাধ্যমে রাজ্য সরকারের পক্ষ থেকে কার্যকরী লক্ষ্মীর ভান্ডার, কৃষক বন্ধু, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ঐক্যশ্রী, বিধবা ভাতার মতো একাধিক প্রকল্পের আওতায় আবেদন জানানো সম্ভব (WB Schemes)। তবে নতুন অর্থবর্ষে দুয়ারে সরকারের ক্যাম্প চলাকালীন রাজ্য সরকারের তরফে এই সমস্ত প্রকল্পগুলি সংক্রান্ত এক নতুন নির্দেশিকা জারি করা হলো। এই নির্দেশিকায় রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে যে, আগামী দিনে বেশ কতোগুলি প্রকল্পের (WB Schemes) আওতায় আধার সংযুক্তি করণের কাজ সম্পন্ন না করা হলে কোনোভাবেই এই সমস্ত প্রকল্পের অধীনে অনুদানের টাকা পাবেন না পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ।

সমস্ত খবর সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন – Link

আর রাজ্য সরকারের এইরূপ নির্দেশিকা নিয়ে রাজ্যের সাধারণ মানুষের মধ্যে তুমুল চর্চা শুরু হয়ে গিয়েছে। অধিকাংশ ক্ষেত্রেই কোন কোন প্রকল্পের আওতায় আধার সংযুক্তিকরণ বাধ্যতামূলক তা জানার জন্য পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ বারংবার প্রশ্ন তুলেছেন। আর এই সমস্ত প্রশ্নের উত্তরে নবান্নের তরফে জানানো হয়েছে যে, ১০০ দিনের কাজ, national social assistant program বা বিধবা ভাতা, জাতীয় গ্রামীণ জীবন জীবিকা মিশন বা আনন্দধারা প্রকল্প সহ আবাস যোজনার আওতাভুক্ত পশ্চিমবঙ্গবাসীকে তাদের আধার সংযুক্তিকরণের কাজটি যতো দ্রুত সম্ভব শেষ করতে হবে, নতুবা এই সমস্ত প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গে নাগরিকরা আগামী দিনে আর কোনোভাবেই অনুদান পাবেন না।

ইতিপূর্বে কেন্দ্রীয় সরকারের আবাস যোজনা সহ অন্যান্য প্রকল্পগুলির আওতায় থাকা নাগরিকদের আধার সংযুক্তিকরণ বাধ্যতামূলক বলে নির্দেশিকা প্রকাশ করা হয়েছিল। আর এবারে নবান্নের তরফেও কেন্দ্রীয় সরকারের আওতাধীন প্রকল্পগুলির জন্য সেই একই নির্দেশিকা প্রকাশ্যে আনা হলো। প্রাথমিকভাবে জানা গিয়েছে যে, কেন্দ্রীয় সরকারের তরফে কার্যকরী প্রকল্পগুলির অনুদান প্রদানের ক্ষেত্রে যাতে কোনোরকম অনিয়ম না হয় তার জন্যই কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা জারি করা হয়েছে। এর আগেও আবাস যোজনা সহ কেন্দ্রীয় সরকারের দ্বারা পরিচালিত বিভিন্ন প্রকল্প নিয়ে বারংবার নানারকম বেনিয়মের অভিযোগ উঠেছে। আর তাতেই এবারে কেন্দ্রীয় সরকারের তরফে এইরূপ কড়া পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, এমনটাই দাবি করা হয়েছে সংশ্লিষ্ট মহলের কর্তা ব্যক্তিদের তরফ।

নতুন করে স্বাস্থ্য সাথী কার্ডের জন্য আবেদন করতে চান? জেনে নিন কিভাবে করবেন?

এক্ষেত্রে আরো জানা গিয়েছে যে, কেন্দ্রীয় সরকারের তরফে প্রকাশিত এক নির্দেশিকা মারফত রাজ্য সরকারকে জানানো হয়েছে, উপরোক্ত সমস্ত প্রকল্পগুলির আওতাধীন নাগরিকদের আধার সংযুক্তিকরণের কাজ সম্পূর্ণরূপে সম্পন্ন না হলে এই সমস্ত প্রকল্পগুলির আওতায় কোনরকম অনুদান দেওয়া হবে না। আর তাতেই রাজ্যজুড়ে চলতে থাকা দুয়ারে সরকারের আবহে বিভিন্ন জেলাগুলির জেলা প্রশাসনের কর্মকর্তাদের এই সমস্ত প্রকল্পগুলির আওতায় থাকা নাগরিকদের আধার সংযুক্তিকরণের বিষয়টি নিয়ে রীতিমতো কড়া বার্তা দেওয়া হয়েছে নবান্নের তরফে। তবে এখানেই শেষ নয়, আগামী দিনে যতো দ্রুত সম্ভব আবাস যোজনা, বার্ধক্য ভাতা, আনন্দধারা এবং ১০০ দিনের কাজ প্রকল্পের আওতায়ভুক্ত নাগরিকদের আধার সংযুক্তিকরণের কাজ সম্পন্ন করার নির্দেশও দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে।

রাজ্যে ডাটা এন্টি অপারেটর পদে কর্মী নিয়োগ। আবেদন সহ বিস্তারিত জানতে ক্লিক করুন।

বিভিন্ন সূত্র মারফত প্রকাশিত খবরে জানা গিয়েছে যে, রাজ্য সরকারের নির্দেশিকা অনুসারে পশ্চিমবঙ্গের জেলাগুলির জেলা প্রশাসনের কর্মকর্তাদের তরফে জোরকদমে এই সমস্ত প্রকল্পগুলির আধার সংযুক্তিকরণের কাজটি শুরু করে দেওয়া হয়েছে। বিভিন্ন জেলাতে ১০০ দিনের কাজ প্রকল্পের আওতাভুক্ত নাগরিকদের আধার সংযুক্ত করার প্রক্রিয়াটি ৯৭ শতাংশ থেকে শুরু করে ১০০ শতাংশ পর্যন্ত সম্পন্ন করা হয়ে গিয়েছে, এমনটাই দাবি করা হয়েছে রাজ্য সরকার প্রকাশিত তথ্যে। সুতরাং, আপনিও যদি এই সমস্ত প্রকল্পগুলির সুবিধাভোগী নাগরিক হয়ে থাকেন তবে আজই আপনার পঞ্চায়েত অফিস বা বিডিও অফিস থেকে আপনার আধার সংযুক্তিকরণের কাজটি সম্পন্ন করুন, নতুবা আপনি কোনোভাবেই এইসকল প্রকল্পের অধীনে অনুদান পাবেন না।