রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আনার জন্য এবং সমগ্র ভারতব্যাপী নাগরিকদের সুবিধার খাতিরে রেশন ব্যবস্থাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের তরফে বারংবার বিভিন্ন ধরনের প্রক্রিয়া কার্যকর করা হয়ে থাকে। আর এক্ষেত্রে কোনোভাবেই পিছিয়ে থাকতে রাজি নয় বিভিন্ন রাজ্যগুলির রাজ্য সরকারও। রেশন ব্যবস্থাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের মতোই অন্যান্য রাজ্যগুলির রাজ্য সরকারের তরফেও বারংবার রেশন (Ration) ব্যবস্থাকে কেন্দ্র করেও নানা ধরনের নির্দেশিকা কার্যকর করা হয়ে থাকে। আর এবারেও রাজ্য সরকারের তরফে রেশন ব্যবস্থাকে কেন্দ্র করে তেমনই এক নতুন প্রক্রিয়া কার্যকর করা হলো।
সমস্ত খবর সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন – Link
রাজ্য সরকারের তরফে কার্যকরী এই প্রক্রিয়ায় আগামী দিনের রেশন কার্ড না থাকলেও বিনামূল্যে রেশন পেতে চলেছেন রাজ্যবাসী। আজ্ঞে হ্যাঁ, এমনটাই জানানো হয়েছে উত্তরপ্রদেশের রাজ্য সরকারের তরফে। বিভিন্ন সূত্রের তরফে জানানো হয়েছে যে, রাজ্যবাসীকে কার্ড ছাড়াই সম্পূর্ণ বিনামূল্যে রাজ্যবাসীকে রেশন (Ration) প্রদানের জন্য ফ্যামিলি আইডি কার্যকর করা হবে উত্তরপ্রদেশের রাজ্য সরকারের তরফে। ফলত আগামী দিনে রেশন পাওয়ার ক্ষেত্রে রেশন কার্ডের প্রয়োজন ফুরোতে চলেছে উত্তরপ্রদেশের সাধারণ নাগরিকদের।
এছাড়াও রাজ্যের নাগরিকদের সুবিধার জন্য এক অনলাইন পদ্ধতি কার্যকর করা হয়েছে, যার মাধ্যমে সাধারণ মানুষ বাড়িতে বসেই নিজেদের ফ্যামিলি আইডি তৈরি করতে পারবেন। সুতরাং, আপনিও যদি আপনার ফ্যামিলি আইডি বা পারিবারিক আইডি তৈরি করতে চান তবে আপনি বাড়িতে বসেই কাজটি সম্পন্ন করতে পারবেন। এর জন্য আপনাকে উত্তরপ্রদেশের রাজ্য সরকারের অফিসিয়াল ওয়েবসাইট https://familyid.up.gov.in/portal/index.html -এ যেতে হবে এবং প্রয়োজনীয় সমস্ত তথ্য প্রদানের মাধ্যমে ফ্যামিলি আইডির জন্য আবেদনের প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে।
আবেদনের প্রক্রিয়াটি সম্পন্ন হলেই আপনাকে একটি আইডি প্রদান করা হবে। সেটিকে সঠিকভাবে লিখে রাখতে হবে। পরবর্তীতে প্রয়োজন অনুসারে আপনি এই ফ্যামিলি আইডি ব্যবহার করতে পারবেন। এর পাশাপাশি উত্তরপ্রদেশের নাগরিকরা এই ফ্যামিলি আইডির মাধ্যমে নিজের এবং নিজের পরিবারের বার্থ সার্টিফিকেট, জাতিগত শংসাপত্র সহ পরিবারের বার্ষিক আয়ের সার্টিফিকেটের জন্য আবেদন জানাতে পারবেন।