কেন্দ্র সরকারের প্রকল্প

Good Samaritan Scheme – দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তিকে সাহায্য করলেই অ্যাকাউন্টে ঢুকবে ৫ হাজার টাকা। কেন্দ্র সরকারের নতুন প্রকল্প

কেন্দ্রীয় সরকারের তরফে জনগণের কল্যাণের জন্য বিভিন্ন প্রকার প্রকল্প কার্যকর করা হয়েছে। তবে এবারে ভারতীয় জনগণের জন্য এমন এক প্রকল্প কার্যকর করা হয়েছে, যার মাধ্যমে দেশব্যাপী যেসকল নাগরিকরা সাধারণ মানুষের সাহায্যে এগিয়ে আসবেন তারাও উপকৃত হতে চলেছে।

কেন্দ্রীয় সরকারের তরফে প্রকাশিত নির্দেশিকায় বলা হয়েছে যে, যেসকল সাধারণ জনগণ দুর্ঘটনায় আহত ব্যক্তির সহায়তা করবেন তাদের উৎসাহ প্রদানের জন্য কেন্দ্রীয় সরকারের তরফে এক বিশেষ অনুদান দেওয়া হবে। কেন্দ্র সরকারের কার্যকরী এই নতুন প্রকল্পটি সমগ্র দেশব্যাপী Good Samaritan Scheme নামেই পরিচিতি পেয়েছে। এর পাশাপাশি আরও জানানো হয়েছে যে, যেসকল সাধারণ জনগণ যেকোনো পথ দুর্ঘটনার পর দুর্ঘটনায় আহত ব্যক্তিকে সঠিক সময়ে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাবেন তাদের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ৫০০০ টাকার অনুদান দেওয়া হবে।

এর পাশাপাশি আরও জানা গিয়েছে যে, একের অধিক ব্যক্তি যদি একজন দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তিকে উদ্ধার করেন এবং সঠিক সময়ে হাসপাতালে নিয়ে যান তবে ওই ৫০০০ টাকা উদ্ধারকারী ব্যক্তিদের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হবে। আবার একের অধিক ব্যক্তি যদি একাধিক দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান তবে ওই সকল উদ্ধারকারী ব্যক্তিকে ৫০০০ টাকা করে অনুদান দেওয়া হবে। তবে এখানেই শেষ নয়, নগদ পুরষ্কারের সাথে প্রত্যেক ব্যক্তিকে শংসাপত্রও দেওয়া হবে।

প্রতি মাসে পাওয়া যাবে আতিরিক্ত চার দিনের টানা ছুটি। নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট।

এর পাশাপাশি, প্রতি বছরে সমগ্র দেশের ১০ জন নির্বাচিত ব্যক্তিকে জাতীয় স্তরে পুরস্কার দেওয়া হবে। এক্ষেত্রে পুরস্কার হিসেবে প্রত্যেক ব্যক্তিকে ১,০০,০০০ লক্ষ টাকা দেওয়া হবে। তবে একজন ব্যক্তিকে ১ বছরে সর্বোচ্চ ৫ বার পুরস্কার দেওয়া হবে বলেই জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। তবে এক্ষেত্রে যেসকল ব্যক্তিরা নিজেদের নাম বা তথ্য প্রকাশ করতে চাইবেন না তাদের Good Samaritan Scheme যোজনার আওতায় অনুদান প্রদান করা হবে না।

সমগ্র দেশের নাগরিকদের উদ্দেশ্যে জানিয়ে রাখি যে, এই যোজনার আওতায় আলাদা করে নাম নথিভুক্ত করার কোনো পদ্ধতি নেই, কোনো ব্যক্তি অপর ব্যক্তিকে দুর্ঘটনার কবল থেকে উদ্ধার করে পুলিশের সাহায্যে হাসপাতালে নিয়ে আসলে উক্ত ব্যক্তিকে পুলিশের তরফে একটি অফিসিয়াল সার্টিফিকেট দেওয়া হবে। অন্যদিকে, কোনো ব্যক্তি পুলিশের সহায়তা ছাড়াই অন্য কোনো ব্যক্তিকে দুর্ঘটনার কবলে থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে প্রথমেই সংশ্লিষ্ট হাসপাতালের তরফে পুলিশের কাছে রিপোর্ট দায়ের করা হবে এবং পরবর্তীতে উক্ত ব্যক্তিকে পুলিশের তরফে একটি অফিসিয়াল সার্টিফিকেট প্রদান করা হবে।

প্যান কার্ড ব্যবহার করেন? বিপদে পরবার আগে এই ৫ টি গুরুত্বপূর্ণ পয়েন্ট মাথায় রাখুন।

এরপর পুলিশের তরফে এই সার্টিফিকেটের একটি কপি উর্দ্ধতন কর্তৃপক্ষকে পাঠানো হয় এবং এইসকল ব্যক্তিদের মধ্যে থেকে নির্বাচিত কিছু ব্যক্তিকে উপরোক্ত প্রকল্পের আওতায় অনুদান দেওয়া হবে। এক্ষেত্রে অনুদানের টাকা সরাসরি উদ্ধারকারী ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়ে থাকে।

Related Articles

Back to top button