আবাস যোজনার আওতায় কবে টাকা পাবেন তা নিয়ে রীতিমতো আশঙ্কায় রয়েছেন পশ্চিমবঙ্গের সাধারণ নাগরিকরা। যদিও রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে যে, কেন্দ্রীয় সরকারের তরফে এখনও পর্যন্ত আবাস যোজনার অধীনে বাড়ি নির্মাণের অনুদানের টাকা দেওয়া হয়নি। তবে এরই মধ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে পুনরায় এক নির্দেশিকা মারফত রাজ্যের বিভিন্ন জেলায় বসবাসকারী সাধারণ মানুষ থেকে শুরু করে জেলা প্রশাসনের উদ্দেশ্যে এক নয়া বার্তা জারি করা হলো। আর ইতিমধ্যেই এই নতুন আপডেট নিয়ে রাজ্যের নাগরিকদের মধ্যে নানাধরনের প্রশ্ন উঠেছে (Awas Yojana Aadhaar link)।
ফলত এই সমস্ত প্রশ্নের উত্তরে বলতে হয় যে, কেন্দ্রীয় সরকারের তরফে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে আবাস যোজনার আওতায় কারা বাড়ি তৈরির অনুদান তাদের তালিকা তৈরির পাশাপাশি আবাস যোজনায় যারা বাড়ি পাবেন তাদের নামের সাথে আধার সংযুক্তির কাজও শেষ করার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে ইতিমধ্যেই আবাস যোজনার আওতায় কারা বাড়ি পেতে চলেছেন তার তালিকা নির্ধারণ করা হলেও আধার সংযোজনের (Awas Yojana Aadhaar link) কাজটি কোনোভাবেই সম্পন্ন করা সম্ভব হয়নি রাজ্য সরকারের তরফে। আর তাতেই জেলাগুলিকে আবাস যোজনার আওতায় যেসকল নাগরিকরা ঘর পেতে চলেছেন তাদের আধার সংযুক্ত করার নির্দেশ দিয়ে কড়া বার্তা পাঠানো হয়েছে রাজ্য সরকারের তরফে।
যদিও আবাস যোজনার আওতায় অনুদান পেতে গেলে আধার সংযোজন করা বাধ্যতামূলক এইরূপ নির্দেশ রাজ্য সরকারের তরফে জেলা প্রশাসনগুলিকে এই প্রথম দেওয়া হয়নি, ইতিপূর্বেও বারংবার জেলা প্রশাসনগুলিকে আধার সংযুক্তিকরণের নির্দেশ দেওয়া হয়েছিল। এর পাশাপাশি এও জানানো হয়েছিল যে, কেন্দ্রীয় সরকারের যেকোনো প্রকল্পের অধীনে অনুদান পাওয়ার ক্ষেত্রে উপভোক্তাদের নামের সাথে আধার সংযুক্তিকরণ করা বাধ্যতামূলক। সুতরাং, আপনিও আবাস যোজনা আওতায় বাড়ি অনুদানের টাকা পেতে চান তবে যতো শীঘ্র সম্ভব আধার সংযুক্তিকরণের প্রক্রিয়াটি সম্পন্ন করুন।
পালটে গেল মাধ্যমিকের জীবন বিজ্ঞান পরীক্ষার তারিখ। নতুন রুটিন জেনে নিন।
উপভোক্তাদের নামের সাথে আধার সংযোগ করানোর মাধ্যমে সরাসরি উপভোক্তাদের অ্যাকাউন্টে আধার বেস পেমেন্ট সিস্টেম মারফত অনুদানের টাকা পৌঁছে দিতে উদ্যোগী হয়েছে কেন্দ্রীয় সরকার। তবে এই ব্যবস্থার মাধ্যমে কেন্দ্র সরকার এবং ভারতে বসবাসকারী নাগরিকরা উভয়ই উপকৃত হতে চলেছেন। আধার বেস পেমেন্ট সিস্টেম কার্যকর করা হলে রাজ্যের নাগরিকদের আধার কার্ড স্ক্যান করলেই জানা যাবে তারা কোন কোন প্রকল্পের আওতায় হয় অনুদান পেয়েছেন। অন্যদিকে, নাগরিকদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে অন্যকোনো ব্যক্তি টাকা তুলে নিতে পারবেন না।
সমস্ত খবর সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন – Link
আর এই সমস্ত দিকগুলি মাথায় রেখেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়াকে সামনে রেখে আধার বেস পেমেন্ট সিস্টেম কার্যকর করা হয়েছে। সুতরাং, আপনিও যদি আবাস যোজনার একজন উপভোক্তা হয়ে থাকেন, তবে পরবর্তীতে অনুদান পাওয়ার জন্য আপনাকেও যতো দ্রুত সম্ভব নিজের নামের সাথে আধার সংযুক্তিকরণের প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে, নতুবা আপনিও আবাস যোজনার আওতায় অনুদানের টাকা পাবেন না।