নতুন অর্থবর্ষ শুরু হতে না হতেই পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের তরফে রাজ্যজুড়ে দুয়ারে সরকারের ক্যাম্প কার্যকরী করা হয়েছে। আর দুয়ারে সরকারে ক্যাম্প শুরুর প্রথম দিন থেকেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে রীতিমতো উন্মাদনা শুরু হয়ে গিয়েছে রাজ্যে গৃহলক্ষ্মীদের মধ্যে। রাজ্য সরকারের তরফে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে, দুয়ারে সরকারের প্রথম দিনেই রাজ্যের ১ লক্ষ ৩৫ হাজার মহিলা আবেদন জানিয়েছেন। তবে এবারে লক্ষ্মীর ভান্ডার নিয়ে আরো এক নয়া নির্দেশিকা (Lakshmir Bhandar Payment) জারি করা হলো পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের তরফে। ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে প্রকাশিত এই নির্দেশিকা নিয়ে রাজ্যের গৃহলক্ষ্মীদের মধ্যে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে, এমনকী এই বিষয়টি নিয়ে নানারকম প্রশ্নেরও শেষ নেই।
সমস্ত খবর সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন – Link
আর এই সমস্ত প্রশ্নের উত্তরে জানিয়ে রাখি যে, রাজ্য সরকারের তরফে প্রকাশিত এই নির্দেশিকা মারফত রাজ্যের গৃহলক্ষ্মীদের উদ্দেশ্যে জানানো হয়েছে যে, যেসমস্ত মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক রয়েছে তারাই কেবলমাত্র লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় অনুদান (Lakshmir Bhandar Payment) পাবেন। যেসকল মহিলাদের ব্যাংক অ্যাকাউন্ট এবং আধার নম্বর লিঙ্ক করা নেই তারা কোনোভাবেই লক্ষ্মীর ভান্ডারের আওতায় টাকা পাবেন না, এমনটাই জানানো হয়েছে রাজ্য সরকারের তরফে প্রকাশিত নির্দেশিকায়। বেশ কিছুদিন আগে কেন্দ্রীয় সরকারের তরফেও প্রধানমন্ত্রী আবাস যোজনা, আনন্দধারা প্রকল্প সহ বেশ কয়েকটি প্রকল্পকে নিয়ে এই একই নির্দেশিকা জারি করা হয়েছিল।
আর এবারে রাজ্য সরকারের তরফে কেন্দ্রের পদচিহ্ন অনুসরণ করে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করার বিষয়টি নিয়ে নাগরিকদের মধ্যে নানারকম জল্পনা-কল্পনার সৃষ্টি হয়েছে। যদিও সকল প্রকার প্রশ্নের উত্তরে নবান্নের তরফে জানানো হয়েছে যে, রাজ্যব্যাপী লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকে ঘিরে যে অনিয়মের অভিযোগ উঠেছে তা নির্মূল করার জন্যেই রাজ্য সরকারের তরফে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আগামী দিনে কোনো অযোগ্য আবেদনকারী যাতে লক্ষ্মীর ভান্ডারের আওতায় অনুদানের টাকা না পান তা নিশ্চিত করার জন্যই নবান্নের তরফে এই নতুন নিয়ম কার্যকর করা হয়েছে।
কেন্দ্র সরকার জারি করলো নতুন আধার কার্ড। জেনে নিন কারা এই আধার কার্ডের জন্য আবেদন যোগ্য।
এছাড়াও পশ্চিমবঙ্গবাসী মহিলাদের উদ্দেশ্যে আরও জানিয়ে রাখি যে, নতুন অর্থবর্ষের শুরুতেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকে নিয়ে আরও এক নতুন নিয়ম কার্যকর করা হয়েছিল। নবান্নের তরফে এক নির্দেশিকা জারি করে সমগ্র রাজ্যের গৃহলক্ষ্মীদের উদ্দেশ্যে জানানো হয়েছিল যে, এই চলতি মাসের দুয়ারে সরকারের ক্যাম্পগুলিতে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় আবেদনের ক্ষেত্রে মহিলাদের স্বাস্থ্য সাথী কার্ড -এর প্রয়োজন হবে না অর্থাৎ স্বাস্থ্য সাথী কার্ড না থাকলেও মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় অনায়াসেই আবেদন জানাতে পারবেন। সুতরাং, বর্তমানে স্বাস্থ্য সাথী কার্ড না থাকলেও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় আবেদন জানানোর ক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার নম্বরের লিংক থাকা আবশ্যক।
নতুন পদ্ধতিতে আবেদন করুন রুপশ্রী প্রকল্পে এবং ২৫ হাজার টাকা পেয়ে যান সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে
প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্যজুড়ে ২০শে এপ্রিল পর্যন্ত দুয়ারে সরকারের ক্যাম্পগুলি কার্যকর থাকবে। যদিও এর মধ্যে ১লা এপ্রিল থেকে ১০ই এপ্রিল তারিখ পর্যন্ত বিভিন্ন প্রকল্পের আওতায় আবেদন গ্রহণ করা হবে এবং ১১ই এপ্রিল তারিখ থেকে ২০শে এপ্রিল তারিখ পর্যন্ত আবেদনকারী গ্রাহকদের নানাবিধ পরিষেবা প্রদান করা হবে। আবেদনকারীদের হাতে তুলে দেওয়া হবে প্রয়োজনীয় শংসাপত্র সহ নানা ধরনের নথিপত্র। তবে ১লা এপ্রিল থেকে ২০শে এপ্রিল তারিখের মধ্যে কোনো রবিবার কিংবা ছুটির দিন থাকলে সেই দিনে দুয়ারে সরকারের ক্যাম্পগুলি বন্ধ থাকবে, এমনটাই জানানো হয়েছে নবান্নের তরফে প্রকাশিত তথ্যে।