বিধানসভার অধিবেশন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সাংবাদিকদের মুখোমুখি হয়েই রাজ্য সরকারের উদ্দেশ্যে কড়া বার্তা ছুড়ে দেন শুভেন্দু। সংবাদমাধ্যমে বিরোধী দলনেতা সাফ বলেন, বকেয়া মহার্ঘ ভাতা দিতেই হবে রাজ্য সরকারকে।
মহার্ঘ্য ভাতার দাবিতে দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা আন্দোলন করছেন। ধর্না থেকে বিক্ষোভ থেকে অনশন সবই হয়েছে। তবে তাতে লাভ হয়নি কিছুই। আন্দোলন করার পাশাপাশি আইনের দ্বারস্থ হয়েছে আন্দোলনকারীরা। তবে সুপ্রিম কোর্টেও সেই মামলাটি ঝুলে রয়েছে। এই প্রসঙ্গে অভিযোগ জানাতে গিয়ে আন্দোলনকারীরা বলেন, মহার্ঘ ভাতা না পাওয়ায় প্রত্যেক মাসে তাদের কয়েক হাজার টাকার ক্ষতি হচ্ছে।
এদিন বিধানসভার অধিবেশন শেষে রাজ্য সরকারকে এই নিয়ে বিধলেন বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারী এদিন বলেন, রাজ্যের লাখ লাখ সরকারি কর্মী ও পেনশনাররা বঞ্চিত হচ্ছেন। তাঁদের ডিএ ও ডিআর দেওয়া হচ্ছে না। তাঁদের সংসারে টানাপোড়েন চলছে। আর সরকার চুপ করে বসে আছে। এটা বরদাস্ত করা হবে না। ডিএ মামলা এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন। কিন্তু রাজ্য সরকার সেই মামলা বারবার পিছিয়ে নিয়ে যাচ্ছে। একই সঙ্গে তার বক্তব্য এই নিয়ে রাজ্য সরকারের উদাসীনতার সাধারণ মানুষের আরো দুর্দশার কারণ হয়ে দাঁড়াচ্ছে। বিচারাধীন বিষয় মন্তব্য করা উচিত নয় ঠিকই, কিন্তু রাজ্য সরকার যেরকম কাজ করছে তাতে মন্তব্য করতে বাধ্য হচ্ছেন তারা; এমনটাই জানিয়েছেন শুভেন্দু।
আরও পড়ুন:- এখনো আয়কর জমা করেননি? জরিমানা থেকে বাঁচবেন কিভাবে জেনে নিন।
একই সঙ্গে নন্দীগ্রামের বিধায়কের সংযোজন, রাজ্যের সরকারি কর্মীরা সরকারের দ্বারা অবহেলা, বঞ্চনার শিকার। কেন্দ্রীয় হারে সরকারি কর্মীদের DA দিতে হবে। আর্থিক নিরাপত্তাও সুনিশ্চিত করতে হবে সরকারি কর্মীদের। আর তা যত দ্রুত সম্ভব। শুভেন্দু অধিকারীর এই বক্তব্যের প্রশংসা জানিয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। বিরোধী দলনেতাকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেছেন তার ভূমিকায় আন্দোলনকারীরা কৃতজ্ঞ। তিনি বলেন, এটা আমাদের লড়াইয়ের স্বীকৃতি। বিধানসভায় বিষয়টা উঠেছে, সেজন্য বিরোধী দলনেতাকে শুভেচ্ছা।