বর্তমানে দেশে অধিকাংশ মানুষই ব্যাংকের সঙ্গে এটিএম কার্ড এবং নেট ব্যাংকিং সুবিধা ব্যবহার করতে পছন্দ করেন। আজকাল কেউ আর ব্যাংকে গিয়ে লম্বা লাইন দিয়ে টাকা তুলতে পছন্দ করেন না। অধিকাংশ মানুষই এটিএম কার্ড ব্যবহার করেন। তবে এটিএম কার্ড দিয়ে টাকা তোলার আগে মাথায় রাখতে হবে যে বিভিন্ন ব্যাংকের টাকা তোলার কিছু লিমিট রয়েছে। এই লিমিট অথবা সীমা অতিক্রম করে গেলে আপনাকে গুনতে হতে পারে এক্সট্রা চার্জ।
২০২২ সালের জুন মাসে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়েছিল টাকা তোলার লিমিট ছাড়িয়ে গেলে ব্যাংকগুলি গ্রাহকদের থেকে এটিএম কার্ড বাবদ অতিরিক্ত টাকা চার্জ করতে পারে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বিজ্ঞপ্তি অনুযায়ী প্রত্যেক মাসে যে কোন শহরের মানুষ সর্বোচ্চ পাঁচ বার বিনামূল্যে এটিএম কার্ড ব্যবহার করতে পারেন। তবে, মেট্রো শহরের অন্যান্য ব্যাঙ্কগুলির জন্য তিনটি লেনদেনের সীমা নির্ধারণ করা হয়েছে। এই সীমা অতিক্রম করলে আপনাকে একবার টাকা তোলার জন্য সর্বোচ্চ ২১ টাকা পর্যন্ত চার্জ দিতে হতে পারে। তবে এই এক্সট্রা চার্জের পরিমাণ ব্যাংকের ভিত্তিতে আলাদা হয়। সেই সম্বন্ধে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক-
SBI এটিএম টাকা তোলার চার্জ: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রত্যেক গ্রাহককে প্রতিমাসে সর্বোচ্চ পাঁচবার বিনামূল্যে এটিএম থেকে টাকা তুলতে দেয়৷ তবে এর থেকে বেশিবার টাকা তুললে আপনাকে প্রত্যেকটি ট্রানজাকশন পিছু ১০ টাকা করে দিতে হবে। তবে যদি আপনার একাউন্ট ব্যালেন্স ২৫ হাজার টাকার বেশি হয় তবে আপনি মাসে যতবার ইচ্ছে টাকা তুলতে পারেন।
আরও পড়ুন:- আধার কার্ড নিয়ে উঠে এলো বড়ো আপডেট। সকলকে করতে হবে এই কাজ।
PNB এটিএম থেকে টাকা তোলার চার্জ: পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক দেশের মেট্রো শহর এবং অন্যান্য শহরের সকলকেই সর্বোচ্চ পাঁচবার বিনামূল্যে টাকা তুলতে দেয় এটিএম থেকে। এর পরে, আপনাকে PNB থেকে নগদ তোলার জন্য ১০ টাকা চার্জ দিতে হবে।
HDFC ব্যাঙ্কের টাকা তোলার চার্জ: ভারতের বৃহত্তম বেসরকারি ব্যাংক হল এইচডিএফসি ব্যাংক। এই ব্যাংক তাদের গ্রাহকদের এ মাসে সর্বোচ্চ তিন বার এটিএম থেকে বিনামূল্যে টাকা তুলতে দেয়। এর পরে আপনাকে প্রতি লেনদেনে ২১ টাকা এবং GST চার্জ দিতে হবে।
ICICI ব্যাঙ্কের টাকা তোলার চার্জ: আইসিআইসিআই ব্যাংকের ক্ষেত্রে প্রত্যেক গ্রাহক মাসে সর্বোচ্চ ৫ বার বিনামূল্যে এটিএম থেকে টাকা তুলতে পারবেন৷ তার চেয়ে বেশি বার টাকা তুলতে হলে লেনদেন প্রতি ২০ টাকা এবং এবং নন ফিন্যান্সিয়াল লেনদেনের জন্য ৮.৫০ টাকা চার্জ দিতে হবে।