new-update-about-the-jobs-of-907-school-teachers
Advertisement

২০১৬ সালে SSC নিয়োগ নিয়ে আবার সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের। ২০১১ সালের পর থেকে একের পর এক নিয়োগ মামলায় মুখ পুড়েছে গোটা রাজ্যের। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অধীনে একাধিক পরীক্ষার জট খুলতে শুরু করেছে। দুর্নীতি এমন জায়গায় পৌঁছেছে যে দেখা গেছে অনেকে ফাঁকা ওএমআরশিট জমা দিয়েও চাকরি পেয়ে গেছে। লাগাতার বিক্ষোভ চালিয়ে যাচ্ছে বিক্ষুব্ধ চাকরিপ্রার্থীরা। হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট অবধি ছুটে গেছে ফলের আশায়। ২০১৬ সালের এসএসসিতে চাকরি পাওয়া ৫৫০০জনের তালিকা নাম উত্তরপত্র সহ বের করতে বলেছে। এছাড়াও সুপ্রিম কোর্ট যে ৯৭০ জন সন্দেহজনক বলে ধরেছিল তাদের উত্তরপত্র বের করার কথা জানিয়েছে। চাকরিপ্রার্থীরা সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্ট যায়। সুপ্রিম কোর্ট এর উপর অন্তর্বতী স্থগিতাদেশ জানিয়েছে।

Advertisement

আরও পড়ুন:- লক্ষ্মীর ভান্ডার নিয়ে উঠে এলো বড়ো আপডেট। ৫০০ টাকার পরিবর্তে ১০০০ টাকা দেওয়ার দাবি।

কমিশন পুরো তালিকা প্রকাশ করেছে এদিন। বাবার নাম ঠিকানা সহ ওএমআরশিট সব তথ্য দেখতে চায়। যে অন্তর্বর্তী নিষেধাজ্ঞ্বা দিয়েছে সুপ্রিম কোর্ট তার পরবর্তী শুনানি সাত দিন পর। এর আগে এই ধরনের মার্কশিট বের করানোর ফলে চাকরি গেছে একাধিক শিক্ষকের। তাদের সম্পূর্ণ বেতনও ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। একই ঘটনা এবারেও ঘটতে পারে। অনেকেরই আবার ওএমআরশিট নষ্ট ও করে দেওয়া হয়। যারা ওয়েটিং লিস্টে আছে তাদেরও নামের তালিকা যেহেতু প্রকাশ করতে বলা হয়েছে। সাতদিন পর সুপ্রিম কোর্টের রায়ের পর সবটা পরিষ্কার হয়ে যাবে।

Advertisement