new-update-of-krishak-bandhu-prakalpa-about-voter-card

পশ্চিমবঙ্গের কৃষকদের সুবিধার খাতিরে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে কৃষক বন্ধু প্রকল্প কার্যকর করা হয়েছিল। পশ্চিমবঙ্গে বসবাসকারী কৃষকরা কৃষিক্ষেত্রে প্রয়োজনীয় কীটনাশক, সার থেকে শুরু করে অন্যান্য জিনিস কেনার ক্ষেত্রে যাতে ঋণগ্রস্ত না হয়ে পড়ে তার জন্যই পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের তরফে কৃষক বন্ধু প্রকল্প কার্যকর করা হয়েছিল। ইতিমধ্যেই কৃষক বন্ধু প্রকল্পের আওতাধীন খারিফ সিজনের টাকা কবে পাবেন তা জানতে রীতিমতো উৎসুক হয়ে উঠেছেন সমগ্র রাজ্যের কৃষকরা। তবে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনের টাকা দেওয়ার পূর্বে রাজ্যের কৃষকদের জন্য এক বিশেষ আপডেট জারি করা হলো কৃষক বন্ধু প্রকল্পের কর্মকর্তাদের তরফে।

ইতিমধ্যে কৃষক বন্ধু প্রকল্পের এই নতুন আপডেট নিয়ে রাজের কৃষকদের মধ্যে নানাধরনের জল্পনা-কল্পনা শুরু হয়েছে। এমনকী কাদের ক্ষেত্রে এই নতুন আপডেট কার্যকর হতে চলেছে তা জানতেও নানাধরনের প্রশ্ন উঠেছে পশ্চিমবঙ্গের কৃষক মহলে। আর এই সমস্ত প্রশ্নের উত্তরে বলতে হয় যে, ইতিপূর্বে ভারতীয় নির্বাচন কমিশনের তরফে যেসমস্ত ভোটার কার্ডগুলি জারি করা হতো তা বর্তমানে জারি করা ভোটার কার্ডের তুলনায় যথেষ্ট আলাদা। এমনকী বর্তমানে ভারতীয় নাগরিকদের যে ধরনের ভোটার নম্বর দেওয়া হয়ে থাকে তাও পূর্বের জারি করা ভোটার নম্বরের তুলনায় যথেষ্ট আলাদা। আর এখানেই মূল সমস্যা।

আরও পড়ুনঃ- SBI ASHA স্কলারশিপে আবেদন করলেই ১ বছরে সর্বোচ্চ ৫,০০,০০০ টাকা পাবেন ছাত্র-ছাত্রীরা।

যেসকল কৃষকদের পুরোনো ভোটার কার্ড রয়েছে এবং ইতিপূর্বে যারা পুরোনো ভোটার কার্ডের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্পের আওতায় নিজেদের নাম নথিভুক্ত করণের প্রক্রিয়া সম্পন্ন করেছেন তাদের কৃষক বন্ধু প্রকল্পের ক্ষেত্রে যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হবে। যেসকল কৃষকদের ইতিপূর্বে পুরনো ভোটার কার্ড ছিল তারা কোনো বিশেষ কারণবশত ভোটার কার্ডের কোনো তথ্য সংশোধন করতে চাইলে নির্বাচন কমিশনের তরফে তাদের নতুন ভোটার নম্বর সহ নতুন ভোটার কার্ড প্রদান করা হচ্ছে। আর এই নতুন ভোটার নম্বর কৃষক বন্ধু প্রকল্পের আওতায় নথিভুক্ত না থাকার কারণে কৃষকরা তাদের নতুন ভোটার নম্বরের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করতে পারবেন না।

অন্যদিকে, কৃষক বন্ধু প্রকল্পের কর্মকর্তাদের তরফে ভেরিফিকেশন করা হলে উক্ত কৃষকের পুরোনো ভোটার নম্বর দিয়ে তারা কোনোরূপ তথ্য দেখতে পাবেন না। ফলত উক্ত কৃষককে কৃষক বন্ধু প্রকল্পের আওতায় অনুদানের টাকা পেতে যথেষ্ট সমস্যা সম্মুখীন হতে হবে। তবে এই সমস্যা সমাধানের উপায়ও রয়েছে। ভোটার কার্ড সংক্রান্ত এই সমস্যা সমাধানের জন্য নিজেদের নতুন ভোটার কার্ড এবং নতুন ভোটার কার্ডের জেরক্স কপি কৃষি অফিসের কর্মকর্তাদের কাছে জমা করতে হবে, তাহলেই এই সমস্যার সমাধানে মিলবে। সুতরাং, আপনিও যদি কৃষক বন্ধু প্রকল্পের আওতাধীন একজন সুবিধাভোগী হয়ে থাকেন এবং ইতিমধ্যেই নিজের ভোটার কার্ডের সংশোধন করে নতুন ভোটার কার্ড পেয়ে থাকেন তবে যতো দ্রুত সম্ভব কৃষি অফিসে গিয়ে নিজের ভোটার কার্ডে তথ্য জমা করুন।