বর্তমানে আধার কার্ড এবং প্যান কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি একজন মানুষের কাছে। দেশের নাগরিকত্ব এবং আপনার পরিচয় পত্রের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই দুই কার্ড। এছাড়াও যাবতীয় ব্যাংকিং কাজেও প্রয়োজন হয় প্যান কার্ডের। এই দুই কার্ডের গুরুত্ব অপরিসীম। সেহেতু কেন্দ্রীয় সরকার থেকে নিয়ম করা হয়েছিল যে এই দুটি কার্ডের লিঙ্ক করা বাধ্যতামূলক। প্রথমে কোন মানুষ গুরুত্ব না দিলেও সরকার ক্রমশ বাড়িয়েছে সময়সীমা। কিন্তু তাতেও কাজ না হলে লাগানো হয়েছে ফাইন। এই সময় অনেক মানুষ লিংক করিয়েছেন আধার এবং প্যান। তারপরেও সময় বাড়ানো হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও এখনো অনেক মানুষ আছেন যারা এই আধার কার্ড এবং প্যান কার্ড লিঙ্ক করেননি।
যারা আধার কার্ড এবং প্যান কার্ড এখনো লিঙ্ক করান নি তারা জেনে রাখুন যে তাদের প্যান কার্ড ইতিমধ্যেই নিষ্ক্রিয় হয়ে গেছে। সুতরাং যদি প্যান কার্ড কোন অফিসিয়াল কাজে কিংবা ব্যাংকিংয়ে জমা দেন তাহলে আপনাকে অসুবিধার সম্মুখীন হতে হবে। আয়কর দপ্তর থেকে পূর্বেই জানানো হয়েছিল যে আধার-প্যান লিংকের শেষ তারিখ ৩০ জুন ২০২৩। কিন্তু অনেকেই এমন রয়েছেন যারা এই সময়সীমার মধ্যে আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করায়নি। প্রথমে বলা হয়েছিল যারা এই লিংক উক্ত দিনের মধ্যে করাবেন না তাদের ১০০০০ টাকা জরিমানা দিতে হবে। পরে সাধারণ মানুষের কথা ভেবে জরিমানা কমিয়ে ১০০০ টাকা করে দেয় সরকার। কিন্তু এইসব কে তোয়াক্কা না করে যারা লিংক করান নি তাদের প্যান কার্ড ১ জুলাই থেকে নিষ্ক্রিয় হয়ে গেছে।
আরও পড়ুন:- ইলেকট্রিক মিটারে থাকা লাল বাতি কিভাবে ইলেকট্রিক বিলকে প্রভাবিত করে জেনে নিন!
প্যান কার্ড ছাড়া অধিকাংশ ক্ষেত্রেই সমস্যায় পড়েন সাধারণ মানুষ। আপনার ব্যাংক হোক কিংবা আয়কর ফাইল করা, টিডিএস থেকে রিটার্ন পাওয়া হোক কিংবা শেয়ার মার্কেটে বিনিয়োগ করা- প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে গেলে সবেতেই সমস্যায় পড়বেন আপনি। তবে যদি আপনি চান তাহলে ফের চালু করতে পারেন আপনার প্যান কার্ড। এক্ষেত্রে একটি সহজ উপায় রয়েছে। এই প্যান কার্ড সক্রিয় করতে আপনাকে খরচ করতে হবে মাত্র ১,০০০ টাকা। আপনার নিকটবর্তী আধার সেবা কেন্দ্র কিংবা জন-সুবিধা কেন্দ্রে আপনার এই সমস্যার কথা বলুন। সেখান থেকে আপনার যাবতীয় নথিপত্র এবং ১০০০ টাকা জরিমানা নিয়ে চালু করে দেওয়া হবে আপনার প্যান কার্ড। তবে মাথায় রাখবেন আবেদন করার এক মাস পর কিন্তু চালু হবে আপনার প্যান কার্ড।