ভারতীয় জনগণের সুবিধার খাতিরে নির্বাচন কমিশনের তরফে জারি করা এক নির্দেশিকায় জানানো হয়েছিল যে, এবার থেকে ভোটার তালিকায় নিজের নাম তোলার জন্য বছরে ১ বার নয় ৪ বার সুযোগ পাবেন নাগরিকরা। আর ইতিমধ্যে জানুয়ারি মাসের শুরুতে ভোটার তালিকায় নাম তোলার প্রক্রিয়া শেষ হয়েছে, তবে আগামী এপ্রিল মাসে পুনরায় ভোটার তালিকায় নাম (New Voter Card Apply) তোলার প্রক্রিয়া কার্যকর করা হবে।
যদিও অধিকাংশ নাগরিকই এখনো পর্যন্ত জানেন না বর্তমানে তারা বাড়িতে বসেই তাদের মোবাইল ফোনের মাধ্যমে মাত্র কয়েক মিনিটে ভোটার কার্ডের জন্য আবেদন জানাতে পারবেন। ইতিমধ্যেই এই খবর প্রকাশ্যে আসায় পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতের মানুষের মধ্যে কিভাবে বাড়িতে বসেই ভোটার কার্ডের জন্য আবেদন (New Voter Card Apply) জানানো সম্ভব তা নিয়ে নানাবিধ প্রশ্ন উঠেছে। আর এই সমস্ত প্রশ্নের উত্তরে নাগরিকদের জানিয়ে রাখি যে, বাড়িতে বসেই নিজের ভোটার কার্ডের জন্য আবেদন জানানোর ক্ষেত্রে প্রথমেই আপনাকে নির্বাচন কমিশনের তরফে কার্যকরী Voter Helpline https://play.google.com/store/apps/details?id=com.eci.citizen অ্যাপটি ডাউনলোড করতে হবে।
পরবর্তীতে অ্যাপটির হোম পেইজে থাকা Voter Registration অপশনে ক্লিক করতে হবে এবং এরপর আপনার সামনে যে অপশনগুলি আসবে তার মধ্যে থেকে New Voter Registration (Form 6) অপশনটি বেছে নিতে হবে। উপরোক্ত অপশনে ক্লিক করলেই আপনার সামনে একটি নতুন পেজ আসবে যাতে আপনাকে আপনার মোবাইল নম্বর দিয়ে লগ ইন -এর প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। তবে আপনি যদি নতুন ইউজার হয়ে থাকেন তবে প্রথমে আপনাকে New User অপশনে ক্লিক করে রেজিস্ট্রেশন করতে হবে এবং একটি নতুন পাসওয়ার্ড সেট করতে হবে। তারপর আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডের মাধ্যমে লগইনের প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে।
এয়ারটেলের নতুন রিচার্জ প্ল্যান। মাত্র ১৯ টাকায় পাওয়া যাবে ইন্টারনেটের সুবিধা
লগইন -এর প্রক্রিয়াটি সম্পন্ন হলেই আপনাকে পুনরায় হোম স্ক্রিনে থাকা Voter Registration অপশনে ক্লিক করে New Voter Registration (Form 6) অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনার সামনে যে পেজটি আসবে আপনাকে ওই পেজটির নিচের দিকে থাকা Let’s Start অপশনে ক্লিক করতে হবে। পরবর্তীতে আপনার সামনে যে পেজটি আসবে তাতে আপনি প্রথম ভোটার কার্ডের জন্য আবেদন করছেন কিনা এই প্রশ্নটি করা হবে। আপনি যদি প্রথম ভোটার কার্ডের জন্য আবেদন করে থাকেন তবে Yes, I am applying for the first time অপশনটি নির্বাচন করবেন এবং যদি তা না হয় তবে No, I already have voter ID অপশনটি বেছে নিতে হবে এবং Next অপশনে ক্লিক করতে হবে।
দুয়ারে সরকার ক্যাম্প লিস্ট, আপনার এলাকায় দুয়ারে সরকার ক্যাম্প কবে? জেনে নিন দুমিনিটে
এরপর আপনার সামনে পুনরায় একটি নতুন পেজ আসবে তাতে আপনাকে আপনার রাজ্য, জেলা সহ বিধানসভা সঠিকভাবে নির্বাচন করে নিতে হবে। পরবর্তীতে নির্দিষ্ট স্থানে আপনার জন্ম তারিখ সঠিকভাবে লিখে জন্ম তারিখ সংক্রান্ত কোন নথি আপনি আপলোড করতে চান তা বেছে নিয়ে উক্ত নথিটি jpg, jepg অথবা file হিসেবে আপলোড করতে হবে। এক্ষেত্রে মনে রাখা প্রয়োজন ফাইলের সাইজ যেন 2 MB কিংবা তার চেয়ে কম হয়। এরপর আপনার লিঙ্গ, বাংলা এবং ইংরেজি বানানে আপনার নাম, পদবী, আধার নম্বর, মোবাইল নম্বর, ইমেইল অ্যাড্রেস সহ আপনি বিশেষভাবে সক্ষম কিনা তা সঠিকভাবে উল্লেখ করতে হবে।
এরপর আপনার সামনে যে পেজটি আসবে তাতে আপনার বাবা-মা, স্ত্রী বা অভিভাবকের নাম, পদবী, ফোন নম্বর, তিনি সম্পর্কে আপনার কে হন সঠিকভাবে লিখতে হবে। তারপর আপনার বাড়ির নম্বর, রাস্তার নাম, শহরের নাম, পোস্ট অফিস, পিনকোড, তহশীল সহ অন্যান্য তথ্যগুলি সঠিকভাবে পূরণ করতে হবে এবং স্থায়ী ঠিকানার প্রমাণপত্র আপলোড করতে হবে। এরপর আপনি যে স্থায়ী ঠিকানার উল্লেখ করেছেন তাতে আপনার সাথে বসবাসকারী আপনার বাবা-মা অথবা আপনার স্ত্রী কিংবা অভিভাবকের নাম, ওই ব্যক্তির ভোটার কার্ড নম্বর লিখে Next অপশনে ক্লিক করবেন।
এরপর আপনার সামনে পেজটি আসবে তাতে আপনাকে আপনার গ্রামের নাম, জেলা, আপনার স্থায়ী ঠিকানায় আপনি কবে থেকে বসবাস করছেন (এক্ষেত্রে আপনার স্থায়ী ঠিকানায় যদি আপনি জন্ম থেকে বসবাস করে থাকেন তবে আপনার জন্ম তারিখ লিখতে হবে), আপনার নাম সহ অন্যান্য তথ্যগুলি সঠিকভাবে লিখবেন এবং নীচে থাকা Done অপশনে আপনাকে ক্লিক করতে হবে। পরবর্তীতে আপনার সামনে সম্পূর্ণ ফর্মটির একটি প্রিভিউ আসবে। সমস্ত তথ্য ঠিক থাকলে Confirm অপশনে ক্লিক করলেই আপনার আবেদনপত্রটি জমা হয়ে যাবে। এরপর আপনার সামনে একটি Reference ID দেওয়া হবে যার মাধ্যমে আপনি আপনার আবেদনটির স্ট্যাটাস সম্পর্কে জানতে পারবেন।