কি নিয়ম চালু হচ্ছে জানতে হলে পড়ুন বিস্তারিত।
মাধ্যমিক বা ম্যাট্রিকুলেশন আর থাকছেনা রাজ্যে। এবার থেকে ক্লাস ১০ এর আর বোর্ড পরীক্ষাটি থাকবেনা। এই পরীক্ষাটি স্কুলের অভ্যন্তরের পরীক্ষার মতোই থাকবে। নতুন শিক্ষানীতি অনুযায়ী ১০+২ শিক্ষানীতি তুলে দেওয়ার পক্ষেই আইন এসেছিল।
একের পর এক রাজ্যে তা এবার শুরু হচ্ছে। আমাদের রাজ্য পশ্চিমবঙ্গেই এই বছর থেকে স্নাতক চার বছরের হতে চলেছে। এরপর থেকে একে একে কার্যকর হবে নিয়মগুলি।অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছে SEBA, AHSEC এক হয়ে সিঙ্গল বোর্ড তৈরি হচ্ছে। জেলা শিক্ষাই কাউন্সেলিং করবে।
Jio, Airtel নাকি Vi কার প্ল্যান বেশি সস্তা ও সুবিধাজনক, জানুন।
ক্লাস ১০ এর বোর্ডে পাশ করে তবে ১২ এ উঠবে কিন্তু রাজ্য সরকার না জেলা শিক্ষাব্যাবস্থাই এগুলি নিয়ন্ত্রণ করবে। আলাদা করে আর কোনো গুরুত্ব থাকবেনা। এরপর একে একে কলেজ, ইউনিভার্সিটির নিয়গুলিতেও পরিবর্তন আসবে নিউ এডুকেশন পলিসি অনুযায়ী। আসাম ছাড়াও আরো অনেক রাজ্যেই এই নিয়ম চালু হতে চলেছে। এবার থেকে মাস্টার্স যেমন একবছর হতে চলছে। তবে আমাদের রাজ্যে এখনও সব নিয়ম শুরু হয়নি। বিরোধীদের দাবি এটাই শিক্ষার বেসরকারিকরণ। কিন্তু কেন্দ্র দাবি ক
সমস্ত খবর সবার আগে পেতে আজই যুক্ত হন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে- Link