প্রকল্প আপডেট

Aadhaar Card update – আধার কার্ড আপডেট করতে লাগবেনা কোনো টাকা, জানালো UIDAI, এই সুযোগ হাতছাড়া করবেন না।

পশ্চিমবঙ্গ সহ সমগ্র ভারতের সাধারণ জনগণের জন্য রয়েছে এক দারুণ সুখবর। এখন থেকে আধার কার্ড আপডেট (Aadhaar Card update) করার জন্য খরচ করতে হবে না একটি টাকাও। আজ্ঞে হ্যাঁ, UIDAI -এর তরফে প্রকাশিত এক নির্দেশিকায় জানানো হয়েছে যে, এখন থেকে একটি নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে করা যাবে আধার আপডেট।

ইতিপূর্বেই UIDAI -এর তরফে জারি করা নির্দেশিকায় জানানো হয়েছিল যে, সমগ্র দেশের সাধারণ জনগণের আধার আপডেট করা একান্ত জরুরী। আর এই আধার আপডেট করার জন্য সাধারণ মানুষকে ৫০ টাকা করে ফি দিতে হচ্ছিল। তবে এবারের সাধারণ মানুষের সুবিধার জন্য কেন্দ্রীয় সরকারের তরফে এমন এক নিয়ম কার্যকর করা হয়েছে, যার মাধ্যমে সারা দেশের সাধারণ জনগণ সম্পূর্ণ বিনামূল্যে বাড়িতে বসেই আধার আপডেট (Aadhaar Card update) করে নিতে পারবেন। যদিও এই নির্দেশিকা আরো জানানো হয়েছে যে, শুধুমাত্র অনলাইন -এর মাধ্যমে আধার আপডেট করলেই এই সুবিধাটি পাওয়া যাবে। অন্যদিকে, অফলাইনের মাধ্যমে আধার আপডেট করলে নাগরিকদের আগের মতোই ৫০ টাকা করে ফি জমা দিতে হবে।

চলুন তবে জেনে নেওয়া যাক কিভাবে আপনারা বাড়িতে বসে আপনাদের মোবাইল ফোনের মাধ্যমে অনলাইনে আধার আপডেট করে নিতে পারবেন:-
১. বাড়িতে বসে আপনার আধার আপডেট করার জন্য প্রথমেই আপনাকে My Aadhaar -এর অফিসিয়াল ওয়েবসাইট https://myaadhaar.uidai.gov.in/ -এ যেতে হবে।

২. এরপর হোম পেইজে থাকা Login অপশনে ক্লিক করলেই আপনার সামনে একটি নতুন পেজ আসবে যাতে আপনাকে আপনার আধার নম্বর এবং ক্যাপচা কোডটি সঠিকভাবে লিখে Send OTP বাটনে ক্লিক করতে হবে। পরবর্তীতে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি OTP আসবে, উক্ত OTP টি সঠিক স্থানে লিখে Login অপশনে ক্লিক করে লগইনের প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে।

পয়লা এপ্রিল থেকে নতুন দুয়ারে সরকার ক্যাম্প চালু, কি কি প্রকল্পের সুবিধা মিলবে জেনে নিন।

৩. এরপর আপনার সামনে যে নতুন পেজটি আসবে তাতে থাকা Document Update অপশনে ক্লিক করতে হবে। উক্ত অপশনে ক্লিক করলেই আপনার সামনে ডকুমেন্ট আপডেট বিষয়ে বেশ কতোগুলো তথ্য আসবে, এই তথ্যগুলি পড়ে নিয়ে Next অপশনে ক্লিক করে আপনাকে পরবর্তী পেজে যেতে হবে।

৪. পরবর্তীতে আপনার সামনে যে নতুন পেজটি আসবে তাতে আপনি আপনার নাম, ঠিকানা সহ অন্যান্য তথ্যগুলি দেখতে পারবেন। সমস্ত তথ্য ঠিক থাকলে ওই পেজের নিচে থাকা টিক বক্সে ক্লিক করে Next অপশনে ক্লিক করতে হবে।

আধার কার্ড ও প্যান কার্ড লিঙ্ক না করলে বন্ধ হবে ব্যাংক অ্যাকাউন্ট? গুরুত্বপূর্ণ আপডেট জেনে নিন।

৫. এরপর আপনার সামনে যে নতুন পেজটি আসবে তাতে Select Valid Supporting documents type অপশনের আওতায় আপনি কোন ধরনের ডকুমেন্ট আপলোড করতে চাইছেন তা সিলেক্ট করে নিতে হবে এবং আপনার সামনে যে মেসেজটি আসবে তাতে Okay অপশনে ক্লিক করুন।

৬. পরবর্তীতে ওই পেজে থাকা View details and Upload document অপশনে ক্লিক করুন এবং আপনার সামনে যে নতুন পেজটি আসবে তাতে Continue to upload বাটনে ক্লিক করে আপনার ফোন মেমোরি থেকে নির্দিষ্ট ডকুমেন্টটি JPG, JEPG বা PDF রূপে আপলোড করুন। তবে এক্ষেত্রে খেয়াল রাখবেন যে, ডকুমেন্টের সাইজ যেনো ২ MB কিংবা তার চেয়ে কম হয়।

৭. এরপর পেজের নীচে থাকা টিক বক্সে ক্লিক করে Next অপশনে ক্লিক করতে হবে। এক্ষেত্রে আপনার কাছে একটি confirmation message আসবে আপনার সমস্ত তথ্য ঠিক থাকলে Okay অপশনে ক্লিক করে পরবর্তী পেজে থাকা Submit অপশনে ক্লিক করে আপনি ডকুমেন্ট আপডেটের প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন।

৮. ডকুমেন্ট আপডেটের প্রক্রিয়াটি সম্পন্ন হলে আপনার সামনে একটি নতুন পেজ আসবে যাতে আপনি আবেদন সংক্রান্ত তথ্যগুলি দেখতে পারবেন এবং Download Acknowledgement অপশনে ক্লিক করে Acknowledgement Slip টি ডাউনলোড করে নিতে পারবেন।

প্রসঙ্গত উল্লেখ্য, UIDAI -এর পক্ষ থেকে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে, ১৫ই মার্চ, ২০২৩ তারিখ থেকে শুরু করে ১৪ই জুন, ২০২৩ তারিখ পর্যন্ত আধার কার্ডে ডকুমেন্ট আপডেটের প্রক্রিয়াটি সম্পূর্ণ বিনামূল্যে সম্পন্ন করা যাবে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, সমগ্র দেশের নাগরিকদের আধার আপডেটের প্রক্রিয়াটি অত্যন্ত দ্রুততার সাথে সম্পন্ন করার জন্য কেন্দ্রীয় সরকার এবং UIDAI -এর পক্ষ থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

Related Articles

Back to top button