কেন এরকম সিদ্ধান্ত নিল সরকার, জানুন।
সরকারের তরফে ঘোষণা করা হয়েছে রাজ্যে ৩০ শে জুন অবধি ইন্টারনেট বন্ধ থাকবে। একের পর এক হিংসামূলক ঘটনার জন্য অনেকেই ভেবেছিল রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে। কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়েছেন কেন্দ্র এবং রাজ্য পরিস্থিতি সামলাতে পারবে।
তাই এখনও রাষ্ট্রপতি শাসনের মতো জরুরি পরিস্থিতি তৈরি হয়নি। বেশ কিছুদিন ধরে ঝামেলা চললেও কোনো হতাহতের খবর নেই রাজ্যে। তাই মণিপুরের মুখ্যমন্ত্রী চাইছেন নিজেই পরিস্থিতি সামাল দিতে। এই পরিস্থিতিতে তারা আরো কিছুদিন সময় নিতে চাইছে।
বাকি মাত্র ৩৬ দিন, ঘরে বসে বিনা খরচে আইটিআর ফাইল জমা দেবেন কীভাবে? জানুন সঠিক পদ্ধতি।
এর আগে রাজ্যে ৩রা মে থেকে ইন্টারনেট বন্ধ ছিল। সুপ্রিমকোর্ট সেই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল। সেই কারণে কিছুদিন ইন্টারনেট চালু থাকলেও আবার ৩০ শে জুন অবধি ইন্টারনেট বন্ধের নির্দেশ দিয়েছে। এই সমস্যার সমাধান কিছু মেলেনি।
কেন্দ্রের বিরুদ্ধে তারা বারবার আপত্তি জানিয়েছে। মুখ্যমন্ত্রী মন কী বাতের রাস্তায় নেমে প্রতিবাদ করতে দেখা গেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে মণিপুরের মুখ্যমন্ত্রী বৈঠক ও করেন এদিন। তাতে আইনশৃঙ্খলার উপর নজর রাখছে বলেই জানা গেছে।