oasis-scholarship-aadhaar-verification-problem-and-solution

সমগ্র পশ্চিমবঙ্গের সংখ্যালঘু শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য রাজ্য সরকারের তরফে ওয়েসিস স্কলারশিপ কার্যকর করা হয়েছে। আর ইতিপূর্বে যেসমস্ত ছাত্র-ছাত্রীরা এই স্কলারশিপের আওতায় নিজেদের নাম নথিভুক্তকরণের প্রক্রিয়াটি সম্পন্ন করেছিলেন তারা বর্তমানে এই স্কলারশিপের অনুদানের জন্য অপেক্ষা করছেন। এমতাবস্থায় ওয়েসিস স্কলারশিপ সংক্রান্ত এমন এক আপডেট (Oasis Scholarship Aadhaar Verification) সামনে এসেছে, যার কারণে রীতিমতো চিন্তায় রয়েছেন ছাত্র-ছাত্রীরা।

বিভিন্ন রিপোর্ট অনুসারে জানা গিয়েছে যে, বর্তমানে ওয়েসিস স্কলারশিপের কর্তৃপক্ষের তরফে আবেদনকারী ছাত্র-ছাত্রীদের মোবাইলে এক বিশেষ মেসেজ পাঠানো হচ্ছে (Oasis Scholarship Aadhaar Verification)। ছাত্র-ছাত্রীদের মোবাইল নম্বরে পাঠানো এই মেসেজে উক্ত ছাত্র বা ছাত্রীর নাম, রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ করা রয়েছে। এর পাশাপাশি লেখা রয়েছে যে, ওই ছাত্র বা ছাত্রীটির Aadhaar Verification status Failed এবং সবশেষে এ বিষয়টি ঠিক করার জন্য ওয়েসিস স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে যতো দ্রুত সম্ভব লগইন করে আধার নম্বর সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে। এক্ষেত্রে আধার নম্বর সংশোধন করা না হলে কোনোভাবেই ওয়েসিস স্কলারশিপের আওতায় অনুদান পাওয়া যাবে না, এমনটাই জানানো হয়েছে এই মেসেজ মারফত।

আর এই মেসেজ নিয়েই ছাত্র-ছাত্রীদের মধ্যে রীতিমতো সরল পড়ে গিয়েছে। কিভাবে এই সমস্যার সমাধান হবে তা জানতে রীতিমত উৎসুক হয়ে রয়েছেন রাজ্যের ছাত্র-ছাত্রীরা। আর এই সমস্ত প্রশ্নের উত্তরে বলতে হয় যে, অনেক ক্ষেত্রেই ছাত্র-ছাত্রীদের আধার কার্ডের নামের বানান, জন্ম তারিখ সহ অন্যান্য তথ্যের সঙ্গে কাস্ট সার্টিফিকেটের নামের বানান, জন্ম তারিখ সহ অন্যান্য তথ্যগুলির মিল থাকেনা। যেহেতু কাস্ট সার্টিফিকেটের ওপর নির্ভর করেই এই স্কলারশিপের ভেরিফিকেশন করা হয়ে থাকে, ফলত কাস্ট সার্টিফিকেট এবং আধার কার্ডের এই সমস্ত তথ্যের মিল থাকা অত্যন্ত আবশ্যক।

এখন SMS এর মাধ্যমেও করা যাবে প্যান কার্ড আধার কার্ড লিঙ্ক। বিস্তারিত জেনে নিন।

এক্ষেত্রে আপনার ফোনেও যদি এরকম মেসেজ এসে থাকে তবে অবশ্যই আপনার কাস্ট সার্টিফিকেট এবং আধার কার্ড মিলিয়ে দেখুন এই দুটি নথিতে আপনার সঙ্গে সম্পর্কিত সমস্ত তথ্যের মধ্যে মিল রয়েছে কিনা। এর পাশাপাশি আপনার আধার কার্ড ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা রয়েছে কিনা এই বিষয়টিও নিশ্চিত করুন। এরপর মেসেজে যেমন নির্দেশ দেওয়া হয়েছে তেমনভাবেই ওয়েসিস স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ইউজার আইডি এবং পাসওয়ার্ড -এর মাধ্যমে লগইন করে আপনার আধার নম্বরটি সঠিকভাবে প্রদান করুন। তাহলেই এই সমস্যার সমাধান হবে বলে দাবি করা হচ্ছে বিভিন্ন সূত্র মারফত।

কেন্দ্রের এই প্রকল্পের টাকা বেড়ে হলো দ্বিগুন। এখনই জেনে নিন বিস্তারিত তথ্য

তবে এক্ষেত্রে অনেক ছাত্র-ছাত্রীর আধার নম্বর ঠিক থাকা সত্ত্বেও তাদের মোবাইলে এই মেসেজটি এসেছে। সেক্ষেত্রে এইসকল ছাত্র-ছাত্রীদের অপেক্ষা করার জন্যই পরামর্শ দেওয়া হচ্ছে ওয়াকিবহাল মহলের কর্তা ব্যক্তিদের তরফে। যেহেতু ওয়েসিস স্কলারশিপের কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো পর্যন্ত এবিষয়ে কোন তথ্য প্রকাশ্যে আনা হয়নি, সুতরাং আপনারা অপেক্ষা করুন এবং স্কলারশিপের কর্তৃপক্ষের তরফে আগামীতে এবিষয়ে কোনো তথ্য জানানো হলে তবে আপনারা সেই নির্দেশ অনুসারে নির্দিষ্ট কাজটি করবেন।

প্রসঙ্গত উল্লেখ্য ২০২২ সালের শেষে এবং ২০২৩ -এর শুরুতে ওয়েসিস স্কলারশিপ সংক্রান্ত বিভিন্ন ধরনের আপডেট বার বার প্রকাশ্যে আনা হয়েছে। আগামী দিনে যাতে কোনো অযোগ্য ছাত্রী বা ছাত্র এই স্কলারশিপের আওতায় অনুদান না পায় তা নিশ্চিত করার জন্যই বারংবার বিভিন্ন ধরনের ভেরিফিকেশন করা হচ্ছে যার কারণে বারবার নানা ধরনের আপডেট সামনে আনা হচ্ছে ওয়েসিস স্কলারশিপের কর্তৃপক্ষের তরফ, এমনটাই জানা গিয়েছে বিভিন্ন সূত্রের তরফে প্রকাশিত তথ্যে।