Oasis Scholarship Important Update – ওয়েসিস স্কলারশিপের খুশির খবর। চারটি বড়ো আপডেট প্রকাশ করা হলো ছাত্র-ছাত্রীদের জন্য

বর্তমান সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্কলারশিপের মধ্যে একটি হলো ওয়েসিস স্কলারশিপ বা SC-ST-OBC স্কলারশিপ। বহু সংখ্যক ছাত্র-ছাত্রী এই স্কলারশিপে আবেদন করে এবং টাকাও পেয়ে থাকে, যা তাদের শিক্ষা বা অন্যান্য গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করে তারা।
আজ আমরা এই ওয়েসিস স্কলারশিপ এর কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করবো (Oasis Scholarship Important Update)। যে আপডেটগুলো জানতে পারলে আপনি যদি এই স্কলারশিপে আবেদন করে থাকেন তবে আপনি খুশিই হবেন। সবার প্রথমে যে বিষয়টি উঠে এসেছে সেটি হলো আবেদনের শেষ তারিখ। ওয়েবসাইটের নতুন বিজ্ঞপ্তি অনুসারে আবেদনের শেষ তারিখ ৩১শে জানুয়ারি থেকে বাড়িয়ে ২৮শে ফেব্রুয়ারী করা হয়েছে।
মাত্র ২০০ টাকা জমা করে প্রত্যেক মাসে পেয়ে যান ৩০০০ টাকা করে। আজই আবেদন করুন এই প্রকল্পে
অর্থাৎ যেসমস্ত ছাত্র-ছাত্রী এখনো পর্যন্ত আবেদন করে উঠতে পারেনি তারা এই মাসের ২৮ তারিখ পর্যন্ত এই স্কলারশিপে আবেদন করতে পারবেন। দ্বিতীয় যে আপডেটটি উঠে এসেছে সেটি হলো, স্কুল-কলেজ বা বিশ্ববিদ্যালয় ভেরিফিকেশন। বিজ্ঞপ্তি অনুযায়ী মার্চ মাসের ৩ তারিখের মধ্যে সমস্ত স্কুল-কলেজ এবং বিশ্ববিদ্যালয় ইন্সটিটিউট লেভেলের ভেরিফিকেশন কমপ্লিট করবে (Oasis Scholarship Important Update)।
তৃতীয় যে আপডেটটি উঠে এসেছে সেটি হলো মার্চ মাসের ৯ তারিখ অর্থাৎ ৯-০৩-২০২৩ তারিখের মধ্যে Block/SDO/Municipality লেভেলের ভেরিফিকেশন কমপ্লিট করে দেওয়া হবে। এবং শেষ আপডেটে বলা হয়েছে ১২ই মার্চের মধ্যে অর্থাৎ ১২-০৩-২০২৩ তারিখের মধ্যে জেলা লেভেলের ভেরিফিকেশন কমপ্লিট করা হবে।
স্নেহালয় হাউসিং স্কিমে আবেদন করলেই মিলবে বাড়ি তৈরির জন্য ১ লক্ষ ২০ হাজার টাকা।
অর্থাৎ যেসমস্ত ছাত্র-ছাত্রীর আবেদন এখনো পর্যন্ত ইনস্টিটিউট লেভেল বা ব্লক লেভেল বা জেলা লেভেলে পেন্ডিং অবস্থায় পরে রয়েছে তাদের সকলের আবেদন এই নির্দিষ্ট ডেটের মধ্যে ভেরিফিকেশন কমপ্লিট হবে। এবং তারপরেই লট নাম্বার দেওয়ার কাজ শুরু হবে এবং তারপর টাকা দেওয়া শুরু হবে। এরকম আরো স্কলারশিপ কেন্দ্রীক আপডেট পাবার জন্য আজই যুক্ত হন আমাদের টেলিগ্রাম চ্যানেলে- Link