স্কলারশিপ আপডেট

Oasis Scholarship last date: প্রকাশিত হলো ওয়েসিস স্কলারশিপে আবেদনের লাস্ট ডেট। এখনো আবেদন না করে থাকলে এখনই করে নিন

পশ্চিমবঙ্গের পিছিয়ে পড়া শ্রেণীর আর্থিকভাবে দুর্বল কিন্তু মেধাবী ছাত্র-ছাত্রীদের সহায়তা করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের তরফে বিভিন্ন ধরনের স্কলারশিপ কার্যকরী করা হয়েছে। আর এই সমস্ত স্কলারশিপগুলির মধ্যে অন্যতম উল্লেখযোগ্য একটি স্কলারশিপ হলো ওয়েসিস স্কলারশিপ। আর এই ওয়েসিস স্কলারশিপ নিয়ে ছাত্র-ছাত্রীদের মধ্যে প্রশ্নের অন্ত নেই। ইতিপূর্বে পশ্চিমবঙ্গ সরকারের তরফে বারংবার ওয়েসিস স্কলারশিপ সংক্রান্ত বিভিন্ন ধরনের আপডেট সামনে আনা হয়েছে। আর এবারে আবারও ওয়েসিস স্কলারশিপ নিয়ে এমনই এক আপডেট আনা হয়েছে, যা না জানলে ছাত্র-ছাত্রীদের নানাভাবে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে।

ইতিপূর্বে ২০২২ সালে সংরক্ষিত শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য ওয়েসিস স্কলারশিপে আবেদনের প্রক্রিয়া কার্যকরী করা হলেও আগামী দিনে কবে ওয়েসিস প্রকল্পের অধীনে আবেদন প্রক্রিয়া শেষ হতে চলেছে তা সম্পর্কে অনেক ছাত্র-ছাত্রী সঠিকভাবে জানেন না (Oasis Scholarship last date)। আর তাই এবিষয়টি নিয়ে নানাবিধ প্রশ্ন উঠে এসেছে। আর এই সমস্ত প্রশ্নের উত্তরে জানাতে হয় যে, স্কলারশিপের কর্তৃপক্ষের তরফে প্রকাশিত নির্দেশিকায় জানানো হয়েছে যে, এই চলতি মাসের অর্থাৎ জানুয়ারি মাসের ৩১ তারিখ পর্যন্ত ছাত্র-ছাত্রীরা ওয়েসিস স্কলারশিপের অধীনে আবেদন জানাতে পারবেন।

কৃষক বন্ধু প্রকল্পে এখনো টাকা পাননি? জেনে নিন কবে টাকা পাবেন?

ইতিপূর্বে ওয়েসিস স্কলারশিপের অধীনে আবেদন করার ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হয়েছিলো। ওয়েসিস স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটের সার্ভার সংক্রান্ত বেশ কিছু সমস্যার কারণে এবং আবেদন সংক্রান্ত নির্দেশিকায় বেশ কিছু পরিবর্তন আনার কারণে ছাত্র-ছাত্রীদের এই স্কলারশিপের অধীনে আবেদন জানানোর ক্ষেত্রে বেশ খানিকটা নাজেহাল হতে হয়েছিলো। আর তাই এখনও পর্যন্ত বহু ছাত্র-ছাত্রী এই স্কলারশিপের অধীনে আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করতে পারেননি।

যার ফলস্বরূপ ওয়েসিস স্কলারশিপের অধীনে আবেদনের সময়সীমাতেও পরিবর্তন আনা হয়েছিলো ওয়েসিস স্কলারশিপের কর্তৃপক্ষের পক্ষ থেকে। ইতিপূর্বে ওয়েসিস স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক নির্দেশিকায় জানানো হয়েছিলো যে, ২০২৩ সালের জানুয়ারি মাসের ৩১ তারিখ পর্যন্ত আবেদনের বহাল থাকবে। সুতরাং, যেসকল ছাত্র-ছাত্রীরা এখনও পর্যন্ত ওয়েসিস স্কলারশিপের অধীনে আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করেননি তাদের আগামী ৩১শে জানুয়ারির মধ্যে স্কলারশিপের অধীনে আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

Related Articles

Back to top button