সরকারি স্কলারশিপ

Oasis Scholarship update – আগামীকালের মধ্যে এই কাজটি না করলে পাবেন না ওয়েসিস স্কলারশিপের টাকা, জেনে নিন বিস্তারিত।

বর্তমানে পশ্চিমবঙ্গে প্রচলিত স্কলারশিপগুলির মধ্যে অন্যতম একটি হলো ওয়েসিস স্কলারশিপ। রাজ্য সরকারের তরফ থেকে পিছিয়ে পড়া জাতি-উপজাতি অর্থাৎ অনগ্রসর শ্রেণীর ছাত্র-ছাত্রীদের দেওয়া হয়ে থাকে এই ওয়েসিস স্কলারশিপ, যার অপর নাম SC-ST-OBC Scholarship। এই স্কলারশিপটি নবম শ্রেণী থেকে শুরু করে উচ্চশিক্ষার স্তর পর্যন্ত SC/ST/OBC ছাত্র-ছাত্রীরা পেয়ে থাকে।

আপনিও যদি ওয়েসিস স্কলারশিপ (Oasis Scholarship update) পেয়ে থাকেন তবে আপনার জন্য রয়েছে গুরুত্বপূর্ণ আপডেট। আপনি যদি এই কাজটি না করে থাকেন তবে পাবেন না ওয়েসিস স্কলারশিপের টাকা। ইতিমধ্যেই বহু সংখ্যক ছাত্র-ছাত্রীরা আবেদন করেছেন ২০২২-২০২৩ বর্ষের ওয়েসিস স্কলারশিপের জন্য। কিন্তু এই ভুলগুলি করে থাকলে আপনি পাবেন না ওয়েসিস স্কলারশিপের টাকা (Oasis Scholarship update)।

ওয়েসিস স্কলারশিপ ২০২২-২০২৩ এর টাকা পাওয়ার জন্য স্কলারশিপের আবেদন ফর্মটি দ্রুত ভেরিফাই করে নেওয়া প্রয়োজন। যদিও বেশ কিছু ছাত্র-ছাত্রীর অ্যাপ্লিকেশন ফর্ম ডিস্ট্রিক্ট লেভেলে ভেরিফাই হয়ে গিয়েছে, তবুও কিছু ছাত্র-ছাত্রীর অ্যাপ্লিকেশন বিডিও/মিউনিসিপ্যালিটি লেভেলে রয়েছে, আবার বহু ছাত্র-ছাত্রীদের অ্যাপ্লিকেশন ফর্ম এখনও স্কুল লেভেলেই পড়ে রয়েছে।

হোলি উপলক্ষ্যে রাজ্য ও কেন্দ্র সরকার এই আটটি প্রকল্পের টাকা দেওয়া শুরু করলো। জেনে নিন কোন কোন প্রকল্পের টাকা আপনি পেতে চলেছেন।

ওয়েসিস স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইটের অ্যানাউন্সমেন্ট সেকশনে স্কলারশিপের অ্যাপ্লিকেশন ফর্ম ভেরিফাই করার লাস্ট ডেট সম্পর্কিত নোটিফিকেশন দেওয়া হয়েছে। নোটিফিকেশন অনুযায়ী, ইনস্টিটিউট লেভেলে স্কলারশিপের অ্যাপ্লিকেশন ফর্ম ভেরিফাই করার লাস্ট ডেট ছিলো ৩রা মার্চ, ২০২৩; আর ব্লক/এসডিও/মিউনিসিপ্যালিটি লেভেলে স্কলারশিপের অ্যাপ্লিকেশন ফর্ম ভেরিফাই করার লাস্ট ডেট রাখা হয়েছে ৯ই মার্চ, ২০২৩ অর্থাৎ আগামীকাল, ডিস্ট্রিক্ট লেভেলে স্কলারশিপের অ্যাপ্লিকেশন ফর্ম ভেরিফাই করার লাস্ট ডেট রাখা হয়েছে ১২ই মার্চ, ২০২৩।

অর্থাৎ ব্লক লেভেলে ভেরিফিকেশন এর ডেট এখনো পেরিয়ে যায়নি। তাই যাদের ওয়েসিস স্কলারশিপের অ্যাপ্লিকেশন ফর্ম এখনও ইনস্টিটিউট লেভেলে পড়ে রয়েছে, তারা নিজ নিজ ইনস্টিটিউটের সঙ্গে যোগাযোগ করে দ্রুতই তা ব্লক লেভেলে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। নইলে ওয়েসিস স্কলারশিপের টাকা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবেনা।

সমস্ত খবর সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন – Link

বিডিও/মিউনিসিপ্যালিটি লেভেলে ভেরিফিকেশন হয়ে গেলে আর চিন্তার কোনো কারণ নেই, ১২ই মার্চের মধ্যেই তা ডিস্ট্রিক্ট লেভেল থেকে ভেরিফিকেশন করে দেওয়া হবে। আর ডিস্ট্রিক্ট লেভেলে ভেরিফিকেশন হয়ে গেলে স্কলারশিপের টাকা দেরীতে হলেও নিশ্চিতভাবে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে।

Related Articles

Back to top button