রমজান মাস শুরু হতে না হতেই ছাত্র-ছাত্রীদের জন্য রয়েছে এক দারুণ সুখবর। বিভিন্ন সূত্রের তরফে প্রকাশিত রিপোর্টে জানা গিয়েছে যে, এই রমজান মাসে ছাত্র-ছাত্রীরা টানা ১ মাসের ছুটি (Holiday) পেতে চলেছেন।
আজ্ঞে হ্যাঁ, এমনটাই জানানো হয়েছে বাংলাদেশ সরকারের তরফে কার্যকরী নির্দেশিকায়। বিভিন্ন সূত্রের প্রকাশিত খবরে জানা গিয়েছে যে, এই রমজানের মাসে বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলি টানা ১ মাসের জন্য বন্ধ থাকতে চলেছে। জামা মসজিদের মারকাজি রয়াত-এ-হিলাল কমিটির তরফে জানানো হয়েছে যে, আজ অর্থাৎ শুক্রবার, ২৪শে মার্চ তারিখ থেকে রমজান মাস শুরু হচ্ছে। আর তাতেই বাংলাদেশের শিক্ষা দপ্তরের তরফে সমগ্র দেশবাসীর উদ্দেশ্যে জানানো হয়েছে যে, বিগত বছরের মতো এই বছরেও বাংলাদেশের সমস্ত মাধ্যমিক স্কুল থেকে শুরু করে কলেজে পাঠরত সকল পড়ুয়ারা টানা ১ মাসের ছুটি পেতে চলেছেন।
তবে, মাধ্যমিক স্কুল এবং কলেজে পড়ুয়াদের টানা ১ মাসের ছুটি দেওয়া হলেও প্রাথমিক স্কুলগুলিতে পাঠরত পড়ুয়াদের মাত্র ১৫ দিনের ছুটি দেওয়া হবে বলেই জানানো হয়েছে বাংলাদেশের শিক্ষা দপ্তরের তরফে। শিক্ষাদপ্তরের তরকে প্রকাশিত তথ্য অনুসারে, বাংলাদেশের সমস্ত প্রাইমারি স্কুলগুলিতে ৭ই এপ্রিল থেকে ছুটি দেওয়া হবে। এর পাশাপাশি আরো জানানো হয়েছে যে, ২৭শে এপ্রিল পর্যন্ত বাংলাদেশের সমস্ত প্রাইমারি স্কুলগুলি বন্ধ থাকতে চলেছে। তবে শুধুমাত্র প্রাইমারি স্কুলগুলি নয় গণশিক্ষা মন্ত্রকের অধীনস্থ স্কুলগুলিতেও ৭ই এপ্রিল থেকেই রোজার ছুটি শুরু হবে, এমনটাই জানানো হয়েছে জনসংযোগ আধিকারিক মাহবুবুর রহমান তুহিন -এর তরফে।
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নিয়ে উঠে এলো খুশির খবর। সকলের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে টাকা।
শিক্ষা মন্ত্রকের সচিব ফরিদ উদ্দিন আহাম্মদ জানিয়েছেন যে, ৬৫ হাজার সরকারি স্কুলের ক্ষেত্রেই একইভাবে ৭ই এপ্রিল থেকে রমজান মাসের ছুটি শুরু হতে চলেছে। অর্থাৎ এই রমজান মাসেও ১৫ দিন স্কুল করতে হবে প্রাইমারি স্কুলগুলির পাঠরত সমস্ত শিক্ষার্থীদের। অন্যদিকে, মাদ্রাসাগুলিতে বিগত বুধবার থেকে রোজার ছুটি শুরু হয়েছে, এমনটাই জানানো হয়েছে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুসারে। এর পাশাপাশি আরও জানা গিয়েছে যে, সমস্ত সরকারি ও বেসরকারি হাই স্কুলগুলিতে বিগত বৃহস্পতিবার অর্থাৎ গতকাল থেকে রোজার ছুটি শুরু হয়েছে।
রেশন তোলার নিয়মে আনা হলো বিপুল পরিবর্তন। এখন রেশন কার্ড ছাড়াই তোলা যাবে রেশন।
এমনকী বাংলাদেশের সমস্ত কলেজ ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও একইভাবে বৃহস্পতিবার থেকেই রমজান মাসের ছুটি শুরু হয়েছে বলেই জানা গিয়েছে। রমজান মাস উপলক্ষ্যে বাংলাদেশের শিক্ষা দপ্তরের তরফে যে ১ মাসের ছুটি ঘোষণা করা হয়েছে তা ২৭শে এপ্রিল তারিখ পর্যন্ত কার্যকরী থাকবে। অন্যদিকে, এই ছুটি চলাকালীন সময়ে ইস্টার সানডে, চৈত্র সংক্রান্তি, বাংলা নববর্ষ, জুমাতুল বিদা, বাংলাদেশের স্বাধীনতা দিবস এবং ঈদুল ফিতর মত ছুটির দিনগুলি রয়েছে। অর্থাৎ এই সমস্ত বিশেষ দিনগুলি উপলক্ষে বাংলাদেশের শিক্ষার্থীরা আলাদা করে কোনো ছুটি পাবেন না। যদিও তাতে কোনো আফসোস নেই শিক্ষার্থীদের, রমজান মাস উপলক্ষ্যে টানা ১ মাসের ছুটিতে যথেষ্ট খুশি হয়েছেন সমগ্র বাংলাদেশের শিক্ষার্থীরা।