Pan Aadhar Link – কীভাবে করবেন জানুন বিস্তারিত।
এবার বাড়ি বসেই প্যান কার্ড লিঙ্কের (Pan Aadhar Link) পথ খুলে গেল। এবছরের ৩১ শে মার্চ মাস অবধি শেষ তারিখ দিয়েছিল। তাতে কিন্তু ১০০০ টাকা জরিমানাও করা হয়েছিল। কিন্তু দেখা যায় অনেকেই করেনি শেষ মূহুর্ত অবধি অপেক্ষার জন্য। তাই বাধ্য হয়ে আয়কর দপ্তর ৩০ জুন ২০২৩ অবধি শেষ তারিখ দিয়েছে। সাধারণ মানুষ কোনোরকম যাতে অসুবিধায় না পড়ে বাড়ি বসে কীভাবে এই লিঙ্ক করতে পারেন সেই কথা ভেবেই সব থেকে সহজ উপায় নিয়ে উপস্থিত হল তাঁরা। বাড়ি বসে এসএমএসের মাধ্যমেই এবার থেকে এই লিঙ্ক করার কাজ করতে পারবে।
আপনার আধারের সাথে যে মোবাইল নাম্বার রেজিস্ট্রাড করা আছে তা দিয়ে একটি এসএমএস পাঠাতে হবে। এই নাম্বার থেকে 56768 বা 56161 নাম্বারে এসএমএস পাঠান।আপনাকে তবে একটি ফর্ম্যাটে মেসেজটি লিখতে হবে আর সেটি হলো- UIDPAN<১২ ডিজিটের আধার নাম্বার><10 digit Pan>. এরপর উল্লেখিত নাম্বারে পাঠিয়ে দিতে হবে। তবে আপনাকে লক্ষ্য রাখতে হবে অবশ্যই যেন আপনার সব জায়গাতেই তথ্য নির্ভুল থাকে।
আধার কার্ডে বড়সড় পরিবর্তন, চালু হচ্ছে নতুন মাস্ক আধার কার্ড! জানুন কি কি সুবিধা পাবেন এই কার্ডে।
তবে বাড়িতে বসে অনলাইনেই এই আবেদন করা যাবে। আয়কর দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে লিঙ্কের অপশনে যান। প্রথমেই আধার কার্ডে দেওয়া নাম ,প্যান নাম্বার লিখতে হবে। একে একে জন্ম তারিখ, ক্যাপচা কোড লিখতে হবে। লিঙ্ক (Pan Aadhar Link) অপশনে ক্লিক করলেই PAN ADHAR লিঙ্ক হয়ে যাবে।
এর মধ্যে কারোর যদি PAN কার্ড ইনঅ্যাক্টিভ হয়ে যায় তাহলে ১৯৬১ সালের ২৭২N এর অনুযায়ী তাঁর থেকে ১০০০০ হাজার টাকা নেওয়া হবে। এই দুই কার্ড যেকোনো সাধারণ মানুষের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। তাই যে কোনো ধরণের তথ্যই যখন আপডেট করতে দেবে তখন ফেলে না রেখে করে নিন। আধার প্যানে অতিরিক্ত জরিমানা করবে এরপর লিঙ্ক করতে চাইলে।
সমস্ত খবর সবার আগে পেতে আজই যুক্ত হন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে- Link