আজ ২৪শে মার্চ। কেন্দ্রীয় সরকারের তরফে জারি করা নির্দেশিকা অনুসারে ৩১শে মার্চের মধ্যে সমগ্র ভারতের সাধারণ মানুষকে বাধ্যতামূলকভাবে প্যান কার্ড আধার কার্ড লিঙ্ক করতে হবে (Pan Card Aadhaar Card Link important update), নতুবা এপ্রিল মাস থেকে তাদের প্যান কার্ড নিষ্ক্রিয় করে দেওয়া হবে। অর্থাৎ প্যান কার্ড আধার কার্ড লিঙ্ক করার ক্ষেত্রে ভারতের সাধারণ জনগণের হাতে আর মাত্র কয়েকটি দিন সময় রয়েছে। আর এমতাবস্থায় প্যান কার্ড আধার কার্ড লিঙ্ক করা নিয়ে এক নতুন আপডেট সামনে আনা হলো, যা নিয়ে সমগ্র ভারতের সাধারণ জনগণের মধ্যে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।
বিভিন্ন রিপোর্টে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছিল যে, সমগ্র ভারত তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন ক্ষেত্রের বিজেপি নেতারা কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ জানিয়েছিলেন যাতে আধার ও প্যান লিংক করার ক্ষেত্রে জারি করা ১০০০ টাকা জরিমানা তুলে দেওয়া হয়। এই জরিমানার কারণে সাধারণ মানুষকে নানাভাবে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, এমনকী অনেকক্ষেত্রেই এই জরিমানার কারণে সাধারণ জনগণ প্যান কার্ড আধার কার্ড লিঙ্ক (Pan Card Aadhaar Card Link important update) করে উঠতে পারছেন না। আর কেন্দ্রীয় সরকারের তরফে জারি করা এই জরিমানার নির্দেশের কারণে জনগণের রোষের মুখে পড়তে হচ্ছে নেতাদের। সাধারণ মানুষের সুবিধার দিকটি মাথায় রেখেই বিজেপি নেতাদের তরফে এইরূপ দাবি সামনে আনা হয়েছিল বলেই মনে করা হচ্ছে রাজনৈতিক মহলের কর্তাদের তরফে।
তবে এবারে শুধুমাত্র বিজেপি নেতা নয়, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির প্রেসিডেন্ট অধীর রঞ্জন চৌধুরী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে আধার এবং প্যান কার্ড লিঙ্ক করার বিষয়টি নিয়ে এক দীর্ঘ চিঠিতে তাদের দাবি জানিয়েছেন। ২১শে মার্চ তারিখে লেখা এই চিঠিতে অধীর রঞ্জন চৌধুরী আধার এবং কার্ড লিঙ্ক করার শেষ তারিখ এবং ১ হাজার টাকা জরিমানা নিয়ে বেশ কতকগুলি দাবি পেশ করেছেন। এর পাশাপাশি তিনি আরো জানিয়েছেন যে, ভারত সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন ক্ষেত্রে এমন কিছু প্রত্যন্ত এলাকা রয়েছে যেসমস্ত জায়গায় এখনো পর্যন্ত দ্রুতগামী ইন্টারনেট কানেকশন পৌঁছায়নি, এমনকী অনেক ক্ষেত্রে জনগণ আধার এবং প্যান কার্ড লিঙ্ক করার শেষ তারিখ সহ জরিমানা সংক্রান্ত বিষয়গুলি সম্পর্কে কিছুই জানেন না।
মধ্যবিত্তের জন্য দারুণ সুখবর। এমাসে গ্যাস বুক করলেই পাওয়া যাবে ২০০ টাকা ভর্তুকি
যার ফলে এই সমস্ত জনসাধারণ কোনোভাবেই তাদের প্যান কার্ড আধার কার্ড লিঙ্ক করে উঠতে পারেননি। ফলত আগামী দিনে এইসকল সাধারণ মানুষকে যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হবে। অন্যদিকে তিনি এও জানিয়েছেন যে, সর্বস্তরের মানুষের পক্ষে ১,০০০ টাকা ফাইন দিয়ে প্যান কার্ড আধার কার্ড লিঙ্ক করার বিষয়টি যথেষ্ট সমস্যার হয়ে উঠছে। সাধারণ মানুষকে আগামী দিনে যাতে কোনোরকম ভোগান্তির সম্মুখীন না হতে হয় তার জন্য এই চিঠিতে তিনি প্রধানমন্ত্রীকে প্যান কার্ড আধার কার্ড লিঙ্ক করার শেষ তারিখ সহ জরিমানার বিষয়টি সংক্রান্ত নিয়মগুলিকে শিথিল করার আবেদন জানিয়েছেন।
টানা এক মাস বন্ধ থাকতে চলেছে স্কুল-কলেজ। রমজান মাস উপলক্ষ্যে ছাত্র-ছাত্রীদের উপহার।
এর পাশাপাশি তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনুরোধ জানিয়েছেন যাতে কেন্দ্র সরকারের উদ্যোগে ভারতের বিভিন্ন ক্ষেত্রে অবস্থিত পোস্ট অফিস এবং সাব পোস্ট অফিসগুলির মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে প্যান কার্ড আধার কার্ড লিঙ্ক করার ব্যবস্থা করা হয়। এমনকী এই চিঠিতে তিনি প্যান কার্ড আধার কার্ড লিংক করার শেষ তারিখ অন্ততপক্ষে ৬ মাস বাড়ানোর অনুরোধ জানিয়েছেন। ইতিমধ্যেই অধীর রঞ্জন চৌধুরীর এই চিঠি নিয়ে রাজ্য তথা কেন্দ্রের রাজনৈতিক মহলে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। আর তাতেই আগামী দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিষয়ে কি পদক্ষেপ নেন তা জানার জন্য রীতিমতো উৎসুক হয়ে রয়েছেন সমগ্র ভারতের বিভিন্ন ক্ষেত্রে বসবাসকারী নাগরিক এবং রাজনৈতিক মহলের নেতারা।