কেন্দ্রীয় সরকারের তরফে সমগ্র ভারতের জনগণের উদ্দেশ্যে ইতিপূর্বে জানানো হয়েছিল যে, PAN কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক না করলে আগামী দিনে কোনোভাবেই ভারতের সাধারণ মানুষের প্যান কার্ড ব্যবহারযোগ্য থাকবে না। আর তাতেই ভারতের সাধারণ নাগরিকদের মধ্যে প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক (Pan Card Aadhar Card Link) করার জন্য রীতিমতো হিড়িক পড়ে গিয়েছে। তবে অধিকাংশ ক্ষেত্রেই আদৌও নাগরিকদের প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করা রয়েছে কিনা তা না জানার কারণে ভারতীয় জনগণ এই বিষয়টি নিয়ে বিশেষভাবে সমস্যার সম্মুখীন হচ্ছেন। আর তাই আজ আমরা এই সমস্ত সমস্যার সমাধানের উপায় নিয়ে হাজির হয়েছি।
সমস্ত খবর সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন – Link
বর্তমানে সমগ্র ভারতে সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের তরফে এমন এক পদ্ধতি কার্যকর করা হয়েছে, যার মাধ্যমে আগামী দিন ভারতীয় নাগরিকরা খুব সহজেই জেনে যেতে পারবেন তাদের আধার কার্ড এবং প্যান কার্ড লিঙ্ক করা রয়েছে কিনা। আর এক্ষেত্রে সবথেকে আকর্ষণীয় বিষয়টি হলো আপনাকে কোনো অফিসে গিয়ে লাইন দিতে হবে না, এখন আপনি বাড়িতে বসেই নিজের মোবাইল ফোনের মাধ্যমে মাত্র দু মিনিটে জেনে নিতে পারবেন আপনার আধার কার্ড এবং প্যান কার্ড লিঙ্ক করা রয়েছে কিনা (Pan Card Aadhar Card Link)।
এটি জানার জন্য আপনাকে প্রথমেই চলে যেতে হবে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট https://www.incometax.gov.in/iec/foportal/ -এ। এরপর আপনার সামনে আসা হোম পেজে থাকা অপশনগুলির মধ্যে থেকে আপনাকে Link Aadhaar Status অপশনটি বেছে নিতে হবে। এরপর আপনার সামনে যে নতুন পেজটি আসবে তাতে আপনাকে আপনার প্যান কার্ড নম্বর এবং আধার কার্ড নম্বর সঠিকভাবে লিখে নিতে হবে এবং Link Aadhaar Status অপশনে ক্লিক করতে হবে। উপরোক্ত অপশনে ক্লিক করলেই আপনি দেখে নিতে পারবেন আপনার আধার কার্ড এবং প্যান কার্ডের লিংক করা হয়েছে কিনা।
আবেদন করুন জাতীয় পরিবার সুরক্ষা প্রকল্পে এবং পেয়ে যান ২০০০০ টাকার অনুদান।
এক্ষেত্রে আপনার আধার কার্ড এবং প্যান কার্ডটি লিংক করা থাকলে আপনাকে আপনার ফোন স্ক্রিনে একটি মেসেজ শো করবে, যাতে লেখা থাকবে Your PAN is already linked। অন্যদিকে, আপনার আধার কার্ড এবং প্যান কার্ড যদি লিংক করা না থাকে তাও আপনি এই ওয়েবসাইট থেকেই জেনে নিতে পারবেন। এক্ষেত্রে আধার ও PAN কার্ড লিংক করা না থাকলে মেসেজে PAN not linked with Aadhaar লেখা থাকবে এবং আপনাকে আধার কার্ড ও প্যান কার্ড লিংক করার অপশন দেওয়া হবে, যার মাধ্যমে আপনি খুব সহজে বাড়িতে বসেই আধার কার্ড ও প্যান কার্ড লিঙ্ক করে নিতে পারবেন।