pan-card-aadhaar-card-link-through-sms

আজ ২১শে মার্চ। অর্থাৎ প্যান ও আধার লিঙ্ক (Pan Card Aadhaar Card Link) করার জন্য ভারতীয় নাগরিকদের হাতে আর মাত্র ১০ দিন সময় রয়েছে। আর ৩১শে মার্চের পরও যেসমস্ত নাগরিকরা প্যান কার্ড ও আধার কার্ড লিঙ্ক করবেন না তাদের প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যেতে চলেছে, এমনটাই জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে জারি করা নির্দেশিকায়। আর তাতেই আজ আমরা প্যান ও আধার লিঙ্ক (Pan Card Aadhaar Card Link) করার এমন এক পদ্ধতি নিয়ে হাজির হয়েছি, যার মাধ্যমে আপনারা শুধু এসএমএস-এর মাধ্যমে বাড়িতে বসেই নিজের প্যান ও আধার কার্ড লিঙ্ক করে নিতে পারবেন।

সমগ্র ভারতের বিভিন্ন স্তরের মানুষের কথা মাথায় রেখে এই নতুন পদ্ধতি কার্যকর করা হয়েছে বলে দাবি করা হচ্ছে বিভিন্ন সূত্রের তরফে। প্রাথমিকভাবে জানা গিয়েছে যে, ভারতের যেসমস্ত ক্ষেত্রে এখনো পর্যন্ত উন্নত ইন্টারনেট কানেকশন নেই অথবা যেসমস্ত মানুষের হাতে এখনো পর্যন্ত স্মার্টফোন পৌঁছায়নি, বিশেষত বয়স্ক মানুষদের ক্ষেত্রে যারা স্মার্টফোন এবং ইন্টারনেট সম্পর্কে বিশেষভাবে ওয়াকিবহাল নয় তাদের সুবিধার জন্যই এসএমএস -এর মাধ্যমে প্যান ও আধার লিংক করার এই বিশেষ পদ্ধতি চালু করা হয়েছে।

চলুন তবে জেনে নেওয়া যাক কিভাবে আপনারা বাড়িতে বসে নিজের মোবাইল ফোন থেকে এসএমএস -এর মাধ্যমে প্যান এবং আধার কার্ড লিঙ্ক করার প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন:-
এসএমএস -এর মাধ্যমে প্যান ও আধার লিঙ্ক করার ক্ষেত্রে আপনার ফোনের এসএমএস অপশনে গিয়ে প্রথমেই আপনাকে UIDPAN লিখতে হবে। এরপর আধার নম্বর এবং PAN নম্বরটি লিখতে হবে এবং 567678 বা 56161 নম্বরে মেসেজটি পাঠিয়ে দিতে হবে।

কেন্দ্রের এই প্রকল্পের টাকা বেড়ে হলো দ্বিগুন। এখনই জেনে নিন বিস্তারিত তথ্য

এক্ষেত্রে আপনার প্যান কার্ড এবং আধার কার্ডটি আগে থেকেই লিংক করা থাকলে আপনার ফোনে একটি মেসেজ আসবে যাতে লেখা থাকবে যে আপনার প্যান কার্ড এবং আধার কার্ড লিংক করার প্রক্রিয়াটি ইতিপূর্বে সম্পন্ন করা হয়েছে। তবে আপনার আধার ও প্যান কার্ড লিংক করা না থাকলে আপনার এসএমএসটি পাওয়ার পর কর্তৃপক্ষের তরফে আপনার আধার কার্ড ও প্যান কার্ড লিঙ্ক করা হবে এবং তারপর আপনার মোবাইলে এই সম্পর্কিত তথ্য জানিয়ে একটি মেসেজ আসবে।

পিএম কিষাণ নিয়ে উঠে এলো একটি গুরুত্বপূর্ণ আপডেট। এখনই দেখে নিন

শেষ তারিখ এগিয়ে আসলেও আধার কার্ড ও প্যান কার্ড লিংক করার সম্পূর্ণ প্রক্রিয়াটি অনলাইন মারফত হওয়ায় অনেক নাগরিকই প্যান কার্ড ও আধার লিংক করার প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারছিলেন না। আর তাতেই এই সমস্যার সমাধান করার জন্য এই নতুন পদ্ধতি কার্যকর করা হয়েছে বলেই জানা গিয়েছে। এই নতুন পদ্ধতির মাধ্যমে আগামী দিনে অত্যন্ত দ্রুত প্যান ও আধার কার্ড লিঙ্ক করা সম্ভব বলেই দাবি করা হচ্ছে ওয়াকিবহাল মহলের কর্তা ব্যক্তিদের তরফে।

এই পদ্ধতিতে যাদের স্মার্টফোন নেই তারা যেমন বাড়িতে বসে আধার ও প্যান কার্ড লিঙ্ক করতে পারবেন ঠিক তেমনভাবেই যে সমস্ত ব্যক্তিরা স্মার্টফোন কিংবা ইন্টারনেটের ব্যবহার সঠিকভাবে জানেন না তারাও অত্যন্ত সহজেই নিজেদের PAN ও আধার কার্ড লিঙ্ক করতে পারবেন। সুতরাং, আপনিও যদি এখনো পর্যন্ত প্যান ও আধার কার্ড লিঙ্ক করার পদ্ধতিটি সম্পন্ন না করে থাকেন তবে আজই এসএমএস -এর মাধ্যমে নিজের প্যান ও আধার লিঙ্ক করে নিন।