PAN Card update – প্যান কার্ড ব্যবহার করেন? বিপদে পরবার আগে এই ৫ টি গুরুত্বপূর্ণ পয়েন্ট মাথায় রাখুন।

আধার কার্ড এবং PAN কার্ড ভারতের নাগরিকদের ক্ষেত্রে অন্যতম প্রয়োজনীয় দুটি নথি, আর ইতিমধ্যেই ভারতের কেন্দ্রীয় সরকারের তরফে আধার কার্ড এবং প্যান কার্ড লিংক বাধ্যতামূলক করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে যে, যেসকল সাধারণ জনগণ এখনও পর্যন্ত আধার কার্ড এবং প্যান কার্ড লিংক করেননি নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও PAN ও আধার লিংক না করলে তাদের যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হবে (PAN Card update)।
ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফে আধার এবং প্যান কার্ড লিংক করার শেষ তারিখ ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে যে, ৩১শে মার্চ, ২০২৩ তারিখের মধ্যে আধার এবং প্যান কার্ড লিংকের প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে নতুবা নাগরিকদের যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হবে। আর এর মধ্যে অন্যতম উল্লেখযোগ্য সমস্যা হলো, ব্যাংক অ্যাকাউন্টের টাকা লেনদেন না করতে পারা। শুধু ব্যাংকের মাধ্যমে লেনদেনের ক্ষেত্রে নয় UPI -এর মাধ্যমে লেনদেনের ক্ষেত্রেও সমস্যা হবে বলেই জানা গিয়েছে বিভিন্ন সূত্র মারফত (PAN Card update)।
এমনকী PAN কার্ড এবং আধার কার্ড লিংক না করলে নতুন করে কোনো ব্যাংক অ্যাকাউন্টও খোলা যাবে না বলেই জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। এর পাশাপাশি নতুন করে কোনোরকম প্যান কার্ডের জন্যও আবেদন জানানো যাবেনা। এছাড়াও PAN কার্ডটি নিষ্ক্রিয় করা হলে ওই PAN কার্ড যেকোনো ক্ষেত্রে অবৈধভাবে ব্যবহার করলে উক্ত ব্যক্তিকে ১,০০০ থেকে শুরু করে ১০,০০০ টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে। এমনকী PAN কার্ড এবং আধার কার্ড লিংক না করলে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের তরফে যেসকল প্রকল্প এবং যোজনাগুলি কার্যকর করা হয়েছে তা থেকেও কোনোরকম সুবিধা পাবেন না এইসকল নাগরিকরা।
এবার রেশন দোকান থেকেই পাওয়া যাবে গ্যাস সিলিন্ডার। কারা কারা পাবেন জেনে নিন
এর পাশাপাশি আরও জানা গিয়েছে যে, PAN কার্ড এবং আধার কার্ড লিংক না করলে ভারতীয় নাগরিকদের বিদেশ ভ্রমণ থেকেও বঞ্চিত হতে হবে। এক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের তরফে কার্যকরী নির্দেশিকায় জানানো হয়েছে যে, PAN ও আধার লিংক না করা হলে পাসপোর্ট এবং ভিসার জন্যও আবেদন জানানো যাবে না। সুতরাং, আপনিও যদি এখনও পর্যন্ত PAN কার্ড এবং আধার কার্ড লিংক না করে থাকেন তবে আজই PAN কার্ড এবং আধার কার্ড লিংক করুন নতুবা ব্যাংকের লেনদেন থেকে শুরু করে সরকারি প্রকল্পের সুবিধা পাওয়া সমস্ত ক্ষেত্রেই আপনাকে বঞ্চিত হতে হবে।