ভারত তথা পশ্চিমবঙ্গ জুড়ে চলতে থাকা মূল্যবৃদ্ধি গ্রীষ্মের দাবদাহকে যেনো আরো বাড়িয়ে দিয়েছে। একদিকে অসহনীয় গরম, অন্যদিকে জিনিসপত্রের আকাশছোঁয়ার দাম, ফলত সবদিক মিলিয়ে রীতিমতো নাজেহাল হতে হচ্ছে আমজনতাকে। আর তাতেই বাংলা নববর্ষের প্রথম দিনে আমরা সাধারণ জনগণের জন্য এমন এক বিশেষ খবর নিয়ে হাজির হয়েছি, যার মাধ্যমে পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতের সাধারণ জনগণ খানিকটা হলেও স্বস্তি পাবেন। আজ্ঞে হ্যাঁ, আজ আমরা এমন এক বিশেষ পদ্ধতির কথা আলোচনা করতে চলেছি যার মাধ্যমে আপনারা বিদ্যুৎ বিলের (Electric Bill) ক্ষেত্রে ২০ শতাংশ ছাড় পেতে পারবেন।
আরও পড়ুনঃ- মাধ্যমিকে ৬০% নাম্বার পেলেই রাজ্য সরকার দেবে ২৪,০০০ টাকা। আবেদন পদ্ধতি জেনে নিন।
চলুন তবে প্রথমেই জেনে নেওয়া যাক কিভাবে বিদ্যুৎ বিলের ক্ষেত্রে এই বিশেষ ছাড় পাওয়া যেতে পারে:-
সাধারণ জনগণের সুবিধার্থে জানিয়ে রাখি যে, বিদ্যুৎ বিল (Electric Bill) -এর ক্ষেত্রে এই বিশেষ ছাড় পাওয়ার জন্য আপনাকে অ্যামাজন অ্যাপটি google play store থেকে ডাউনলোড করতে হবে। এরপর হোম পেইজে থাকা Amazon Pay অপশনে ক্লিক করুন এবং PAY BILLS -এর আওতাধীন Electricity অপশনে ক্লিক করুন। এরপর আপনার সামনে যে নতুন পেজটি আসবে তাতে আপনাকে আপনার রাজ্য সঠিকভাবে নির্বাচন করে নিতে হবে। পরবর্তীতে আপনাকে আপনার Consumer ID এবং মোবাইল নম্বর সঠিকভাবে লিখে Fetch Bill অপশনে ক্লিক করতে হবে।
আরও পড়ুনঃ- লক্ষ্মীর ভান্ডারের পর বাংলা কাঁপাচ্ছে এই প্রকল্প। আবেদন করলেই মিলবে বিভিন্ন ক্ষেত্রে আর্থিক সুবিধা।
উপরোক্ত অপশনে ক্লিক করলেই আপনি দেখতে পারবেন আপনাকে কতো টাকা বিদ্যুৎ বিল পেমেন্ট করতে হবে। এরপর নিচে থাকা Pay Now অপশনে ক্লিক করতে হবে। Pay Now অপশনে ক্লিক করলে আপনার সামনে যে নতুন পেজটি আসবে তাতে আপনি বিদ্যুৎ বিল পেমেন্ট করার নানা ধরনের মাধ্যম দেখতে পাবেন, তবে এক্ষেত্রে আপনাকে SHOW MORE WAYS TO PAY বাটনে ক্লিক করতে হবে। পরবর্তীতে আপনার সামনে যে পেজটি আসবে তাতে থাকা PAY WITH CREDIT/DEBIT/ATM CARD অপশনটি নির্বাচন করে নিতে হবে। এরপর নীচে থাকা ENTER CARD DETAILS অপশনে ক্লিক করুন এবং আপনার এটিএম কার্ড বা ডেবিট কার্ডের সমস্ত তথ্য সঠিকভাবে প্রদান করতে হবে এবং পুনরায় ENTER CARD DETAILS অপশনে ক্লিক করতে হবে।
আরও পড়ুনঃ- গরমের ছুটি শুরু আগামীকাল থেকেই। ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
উপরোক্ত অপশনে ক্লিক করলেই আপনি দেখে নিতে পারবেন ২০ শতাংশ ছাড় দেওয়ার পর আপনাকে কতো টাকা বিল প্রদান করতে হবে এবং place order and pay অপশনের মাধ্যমে পেমেন্ট প্রক্রিয়াটি সম্পন্ন করে নিতে পারবেন। তবে গ্রাহকদের সুবিধার্থে জানিয়ে রাখি যে, শুধুমাত্র এটিএম কার্ড -এর মাধ্যমে পেমেন্ট করলেই এই বিশেষ ২০ শতাংশ ছাড় পাওয়া যাবে। তবে যেকোনো প্রকার ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করলেই হবে না, প্লাটিনাম RUPAY ডেবিট কার্ডের মাধ্যমে আপনাকে পেমেন্টে প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে, তবেই আপনি বিদ্যুৎ বিলের ক্ষেত্রে এই বিশেষ ২০ শতাংশ ছাড় পেয়ে যাবেন।