ঠিক কতটা কমতে চলেছে দাম জানুন।
দেশে কমতে চলেছে পেট্রোল ডিজেলের দাম। এমনই আভাস দিলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী। এই খবরের আশায় থাকে প্রতিটি দেশবাসী। মে মাস থেকে দাম বাড়েনি সেভাবে কোনো জ্বালানির। তার আগে লাগাতার দাম বাড়িয়েছে তারা। এর আগে কিছুটা দাম কমেছিল বাণিজ্যিক সিলিন্ডারের। পেট্রোল ডিজেলের দাম বাড়ার জন্য প্রতিটি রুটের বাসগুলিও তাদের ভাড়া বাড়িয়েছিল।
কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী সিএনবিসি আওয়াজের সাথে কথা বলে জানিয়েছে যদি তারা এই বছরে লাভ করে তাহলে কিছুটা হলেও দাম কমাবে। সাধারণ মানুষ অভিযোগ করে ক্রুড ওয়েলের দাম কমলেও বিশ্বব্যাপী ভারতে তার দাম কমেনি। সেই সময় সংস্থাগুলি অনেক কম দামে তেল তুলে রেখেছে।
কোন অভিজ্ঞতা ছাড়াই দিনে মাত্র ৫ ঘণ্টা কাজ করে রোজগার করুন লাখ টাকা, জানুন কীভাবে?
আবার অন্যদিকে পেট্রোলিয়াম মন্ত্রী জানান পৃথিবীর অন্যান্য দেশে যেভাবে দাম বেড়েছে পেট্রোল ডিজেলের ভারতে সেই হারে দাম বাড়েনি। একথাও অস্বীকার করা যায়নি। গত ত্রৈমাসিকে পেট্রোলিয়াম কোম্পানিগুলো লাভ করেছিল অনেক। তাই কোম্পানি আশাবাদী এবারে যদি লাভ করে তাহলে তারা দাম অবশ্যই সাধারণ নাগরিকদের কথা ভেবে।
এদিকে আবার ইন্ডিয়ান ৭৮০০০কোটি টাকা লোকসানে চলছে। বাকি সংস্থাদের নিয়ে ১.৬৪ লক্ষ্য কোটি টাকা। তাই যেকোনো ভাবেই দাম কমুক এটাই সবার আশা। ডিজেল গাড়ি ভারতে নিষিদ্ধ হওয়ার তারিখ জানিয়ে দিয়েছে ইতিমধ্যে।