petrol-diesel-prices-today-1st-june-2023
Advertisement

কতটা কমতে পারে দাম, জানতে হলে পড়ুন বিস্তারিত।

পেট্রোলের দামের নতুন তালিকা প্রকাশিত হয়েছে গতকাল। প্রতিদিন সকাল ছটায় পেট্রোলের দাম নির্ধারিত হয়। কিছু মাস আগে পেট্রোল ডিজেলের দাম নিত্যদিন বেড়েই চলেছিল। এখন বাজারে কিছুটা স্থিতাবস্থা এসেছে। অনেক জায়গাতেই দাম কিছুটা কমিয়েছে রাজ্য সরকার। কিছুটা কর ছাড় দিলে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি আসে। পেট্রোল ডিজেলের দাম যে কেউ বাড়ি বসেই নিজের শহরের টা জেনে নিতে পারেন। শুধুমাত্র কোম্পানির কাস্টোমার কেয়ারে একটি মেসেজ করতে হবে। আবার আপনি ওয়েবসাইটের মাধ্যমেও জেনে নিতে পারবেন।

Advertisement

একাধিক মেট্রো সিটির আজকের দামের একটি তালিকা দেখে নেওয়া যাক। কলকাতাতে আজ পেট্রোল ডিজেলের দাম যথাক্রমে ১০৬.০৩ টাকা এবং ৯২.৭৬ টাকা। নয়ডাতে পেট্রোলর দাম ৯৬ টাকা এবং ডিজেলের দাম ৮৯ টাকা। একটু বেশি হয়ে পাটনাতে দাম১০৭.২৪ টাকা এবং ডিজেল ৯৪.০৪ টাকা। ভোপালে আবার সেই দাম ১০৮.৬৫ টাকা ডিজেলের দাম ৯৩.৯০ টাকা।

Advertisement

মুম্বইতে আজ পেট্রোলের দাম ১০৬.৩১ টাকা ও ডিজেলের দাম ৯৪.২৭ টাকা। চেন্নাইতে পেট্রোল একটু কম ১০২.৬৫ টাকা এবং ডিজেল ৯৪.২৫ টাকা। আবার বেঙ্গালুরুতে ১০১টাকা পেট্রোল ও ডিজেল ৮৭ টাকা।

আমজনতার হেঁসেলে ফিরলো স্বস্তি, শুক্রবার থেকেই কমতে চলেছে রান্নার গ্যাসের দাম, জানুন নতুন রেট।

বড়ো বড়ো কোম্পানি গুলিরমবেঞ্চ মার্কের উপর নির্ভর করে প্রতিদিনের পেট্রোল ডিজেলেল দাম ঠিক হয়। তবে আন্তজার্তিক বাজারের উপর নির্ভর করে ভারত কিছুটা দাম কমাতে পারত কিন্তু কমাইনি। কোষাগার ভর্তুকি তে ভরছে সরকারের। কোভিড এবং ইউক্রেন যুদ্ধের জন্য যা দাম বাড়িয়েছিল তার কিছুই কমেনি। সেই কারণে সব যানবাহনের ভাড়াই বেড়েছে।