সমগ্র ভারতের কৃষকদের সহায়তার জন্য ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যে সমস্ত প্রকল্পগুলি কার্যকর করা হয়েছে সেই সমস্ত প্রকল্পগুলির মধ্যে অন্যতম উল্লেখযোগ্য প্রকল্প হলো পিএম কিষাণ যোজনা। এই যোজনার অধীনে ভারতের বসবাসকারী কৃষকদের ত্রৈমাসিক ভিত্তিতে ২০০০ টাকা করে প্রত্যেক বছরে ৬০০০ টাকার অনুদান প্রদান করা হয়ে থাকে। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের তরফে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির ১২ তম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়ে গিয়েছে। আর তাই বর্তমানে কৃষকরা ১৩ তম ইনস্টলমেন্টের (PM Kisan 13th Installment) টাকার অপেক্ষায় রয়েছেন।
যদিও আগামী দিনে কবে পিএম কিষাণ যোজনার অধীনে ১৩ তম ইনস্টলমেন্টের টাকা পাওয়া যাবে তা এখনো পর্যন্ত প্রকাশ করা হয়নি। তবে বিভিন্ন সূত্রের মারফত দাবি করা হয়েছে যে, এই চলতি মাসে ২৪শে ফেব্রুয়ারি পিএম কিষাণ যোজনার ৪ বছর পূর্ণ হতে চলেছে। আর তাতেই দেশের ওয়াকিবহাল মহলের কর্তা ব্যক্তিদের তরফে দাবি করা হয়েছে যে, এই ফেব্রুয়ারি মাসের ২৪ তারিখ থেকেই কৃষকদের এই প্রকল্পের আওতায় কৃষকদের অনুদান দেওয়া হবে (PM Kisan 13th Installment)।
তবে অনুদান প্রদানের ক্ষেত্রে বহু কৃষকের নাম বাদ যেতে চলেছে এমনটাও জানানো হয়েছে বিভিন্ন রিপোর্টে। আর তাতেই আগামী দিনে এই সমস্ত কৃষকরা প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধির অধীনে অনুদান পেতে চলেছেন কিনা তা জানার জন্য কৃষকদের মধ্যে বারংবার ধরনের প্রশ্ন উঠেছে। আর এই সমস্ত প্রশ্নের উত্তরে জানা গিয়েছে যে, পিএম কিষাণ যোজনার অধীনে কৃষকরা অনুদান পাবেন কিনা তা জানা যাবে এই যোজনার ওয়েবসাইটের মাধ্যমে।
লটারি কাটার এই গোপন ট্রিকসগুলি জানলেই মিলবে নিশ্চিত পুরস্কার।
আর এর জন্য আপনাকে পিএম কিষাণ যোজনার অফিসিয়াল ওয়েবসাইট https://pmkisan.gov.in/ -এ যেতে হবে। এরপর হোম পেইজের খানিকটা নিচের দিকে থাকা Dashboard অপশনে ক্লিক করতে হবে। পরবর্তীতে আপনার সামনে যে নতুন পেজটি আসবে তাতে আপনাকে আপনার রাজ্য, জেলা, সাব-ডিস্ট্রিক্ট এবং গ্রামের নাম সঠিকভাবে নির্বাচন করে নিয়ে Submit অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনার সামনে যে নতুন পেজটি আসবে তাতে আপনি আপনার অঞ্চলের summary দেখতে পারবেন। এরপর Payment Status অপশনে ক্লিক করলেই আপনি দেখে নিতে পারবেন আপনি এই যোজনার অধীনে অনুদান পাবেন কিনা।