ভারতের কৃষকদের কৃষিকাজে সহায়তা করার জন্য কেন্দ্রীয় সরকারের তরফে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি কার্যকর করা হয়েছিল। তবে অনেকক্ষেত্রেই কিষাণ সম্মান নিধির অনুদান পাওয়ার ক্ষেত্রে ব্যাংক রিজেক্টেড হওয়ার কারণে বিশেষ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আর আমরা এই পোস্টে পিএম কিষাণ সংক্রান্ত এই বিশেষ সমস্যার (PM Kisan Important update) সমাধান নিয়ে হাজির হয়েছি।
অধিকাংশ ক্ষেত্রেই ব্যাংক রিজেক্টেড হয়ে যাওয়ার কারণে পিএম কিষাণ -এর আওতাভুক্ত কৃষকরা অনুদান পাচ্ছেন না, ফলত তাদের নানাভাবে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আর তাতেই এই সমস্যা এবং এর সমাধান কৃষকদের মধ্যে নানাবিধ প্রশ্ন উঠেছে। এইসকল প্রশ্নের উত্তরে বলতে হয় যে, ব্যাংক স্ট্যাটাস Rejected থেকে Accepted করার জন্য এবং পরবর্তীতে পুনরায় স্বাভাবিকভাবে অনুদান পাওয়ার জন্য কৃষকদের DBT Link করার প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। এক্ষেত্রে যেসকল কৃষকদের ব্যাংক স্ট্যাটাস Rejected রয়েছে তাদের প্রথমেই নিজস্ব ব্যাংকে যেতে হবে এবং প্রয়োজনীয় ফর্ম পূরণ কিংবা নথি জমা দেওয়ার মাধ্যমে পিএম কিষাণ যোজনার অধীনে DBT Link করার প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে।
এক্ষেত্রে Airtel Payments Bank, Paytm Payments Bank, Indian Post Payments Bank -এর মতো ডিজিটাল ব্যাংকগুলির ক্ষেত্রে বাড়িতে বসেই অনলাইনের মাধ্যমে DBT Link করা সম্ভব। তবে অধিকাংশ ক্ষেত্রেই DBT Link করার পরও পিএম কিষাণ -এর স্ট্যাটাসে কোনো পরিবর্তন হচ্ছে না। ফলত DBT LINK হয়েছে কিনা এই বিষয়টি নিয়ে কৃষকদের চিন্তা আরও বাড়ছে। তবে এক্ষেত্রে চিন্তা করার কোনো কারণ নেই। DBT Link হওয়ার পর আপনি টাকা পাবেন কিনা তা আপনি বাড়িতে বসেই জেনে নিতে পারবেন।
চলতি সপ্তাহে টানা চার দিন বন্ধ থাকতে চলেছে রেশন দোকান। কোন কোন দিন জেনে নিন
DBT Link সঠিকভাবে হয়েছে কিনা এবং পরবর্তীতে টাকা পাওয়া যাবে কিনা তা জানার জন্য আপনাকে প্রথমেই আপনাকে DBT BHARAT এর অফিসিয়াল ওয়েবসাইট https://dbtbharat.gov.in/applyforschemes/categorywise-schemes?sb_cat_id=Mg== -এ যেতে হবে। পরবর্তীতে হোম পেইজের উপরে ডানদিকে থাকা Citizen’s Bank Account-Aadhaar linking status অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনার সামনে যে পেজটি আসবে তাতে আপনাকে আপনার Aadhaar Number এবং Security Code টি সঠিকভাবে লিখতে হবে এবং Send OTP অপশনে ক্লিক করতে হবে। এক্ষেত্রে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে OTP আসলে OTP টি সঠিকভাবে লিখে Submit করতে হবে।
পরবর্তীতে আপনার সামনে যে পেজটি আসবে তাতে আপনি দেখে নিতে পারবেন DBT লিংক করার প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে কিনা। এক্ষেত্রে DBT লিংক করার প্রক্রিয়াটি সম্পন্ন হলে Your Aadhaar Bank Mapping has been done লেখা থাকবে এবং Bank Seeding Status এর ক্ষেত্রে Active লেখা থাকবে। স্ট্যাটাসে Active লেখা থাকলে চিন্তার কোনো কারণ নেই আপনি অবশ্যই টাকা পাবেন। কোনোক্ষেত্রে Bank Seeding Status -এ Inactive লেখা থাকলে উক্ত কৃষক পিএম কিষাণ -এর অধীনে টাকা পাবেন না।
আবেদন করুন মাহিন্দ্রা স্কলারশিপে এবং পেয়ে যান সর্বোচ্চ ১০ লাখ টাকা।
তবে DBT Link করার প্রক্রিয়াটি অধিকাংশ ক্ষেত্রেই পিএম কিষাণ -এর স্ট্যাটাসে পরিবর্তন হয়না। তবে বর্তমানে এমন এক প্রক্রিয়া চালু করা হয়েছে যার মাধ্যমে আপনারা বাড়িতে বসেই জেনে নিতে পারবেন আপনার পিএম কিষাণ -এর স্ট্যাটাস কবে পরিবর্তন হবে। এর জন্য আপনাকে নিম্নোক্ত লিংকটি কপি করে শূন্যস্থানে পিএম কিষাণ -এর রেজিস্ট্রেশন নম্বর লিখে গুগলে সার্চ করতে হবে। https://fw.pmkisan.gov.in/StatusDetail.aspx?RN=WB _____ &Type=PFMS এক্ষেত্রে আপনার সামনে যে পেজটি আসবে তাতে আপনি দেখে নিতে পারবেন আপনার ব্যাংক স্ট্যাটাস কবে পরিবর্তিত হবে এবং বর্তমানে কতোদূর প্রক্রিয়াকরণ করা হয়েছে।
এক্ষেত্রে PFMS Response -এর ঘরে Accept লেখা থাকলে কিছুদিনের মধ্যে আপনার ব্যাংক স্ট্যাটাস পরিবর্তিত হয়ে Accepted হয়ে যাবে। তবে এর জন্য অবশ্যই আপনাকে অপেক্ষা করতে হবে। মূলত পিএম কিষাণ -এর কর্তৃপক্ষের তরফে একত্রে বহু সংখ্যক কৃষকের পিএম কিষাণ সংক্রান্ত নানাবিধ সমস্যার সমাধান করা হয়ে থাকে। আর তাতে যথেষ্ট সময় প্রয়োজন হয়। সুতরাং, আপনাকে আবেদন করার পর অপেক্ষা করতে হবে।