PM Kisan Status Check – পিএম কিষাণ প্রকল্পের ট্যাটাস চেক করুন এই সহজ পদ্ধতিতে।

ভারতের কেন্দ্রীয় সরকারের তরফে সমগ্র দেশের কৃষকদের আর্থিকভাবে সহায়তা করার জন্য পিএম কিষাণ যোজনা কার্যকর করা হয়েছিল। আর ইতিমধ্যে জানা গেছে যে, এই যোজনার আওতায় খুব শীঘ্রই কৃষকরা অনুদান পেতে চলেছেন (PM Kisan Status Check)।
তবে এই যোজনার আওতায় ১৩ তম ইনস্টলমেন্টের অনুদান পেয়েছেন কিনা অথবা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ১৩ তম ইনস্টলমেন্টের টাকা ট্রান্সফার করা হয়েছে কিনা তা জানার উপায় কি? বর্তমানে এই প্রশ্নেই উত্তাল সমগ্র ভারতের কৃষকরা। আর তাই আজকের এই পোস্টে আমরা এমন এক উপায় নিয়ে হাজির হয়েছি, যার মাধ্যমে আপনারা আপনাদের বাড়িতে বসেই মাত্র কয়েক মিনিটে চেক করে নিতে পারবেন আপনি পিএম কিষাণ যোজনার আওতায় ১৩ তম ইনস্টলমেন্টের টাকা পেয়েছেন কিনা।
চলুন তবে জেনে নেওয়া যাক কিভাবে আপনারা আপনাদের বাড়িতে বসেই নিজের মোবাইলের মাধ্যমে মাত্র কয়েক মিনিটে পিএম কিষাণ যোজনার পেমেন্ট স্ট্যাটাস চেক করবেন (PM Kisan Status Check):-
১. পিএম কিষাণ যোজনার পেমেন্ট স্ট্যাটাস চেক করার জন্য আপনাকে প্রথমেই পিএম কিষাণ যোজনার অফিশিয়াল ওয়েবসাইট https://pmkisan.gov.in/ -এ যেতে হবে।
২. এরপর হোম পেইজে থাকা FARMERS CORNER অপশনের অধীনে থাকা Beneficiary Status বাটনে ক্লিক করতে হবে এবং পরবর্তীতে আপনার সামনে যে পেজটি আসবে তাতে আপনার মোবাইল নম্বর অথবা রেজিস্ট্রেশন নম্বরটি সঠিকভাবে লিখে ক্যাপচা কোডটি পূরণ করে Get Data অপশনে ক্লিক করতে হবে।
এখন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করুন ঘরে বসে। রইলো পদ্ধতি
৩. উপরোক্ত অপশনে ক্লিক করলেই আপনার সামনে পুনরায় একটি নতুন পেজ আসবে যাতে আপনি আপনার সমস্ত তথ্য সহ পেমেন্ট স্ট্যাটাস দেখে নিতে পারবেন। একইভাবে আপনি দেখে নিতে পারবেন পিএম কিষাণ যোজনার ১৩ তম ইনস্টলমেন্টের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে কিনা।
প্রসঙ্গত উল্লেখ্য, পিএম কিষাণ যোজনার আওতায় সমগ্র ভারতের কৃষকদের প্রত্যেক বছরে ত্রৈমাসিক ভিত্তিতে মোট ৬ হাজার টাকার অনুদান প্রদান করা হয়ে থাকে। বিভিন্ন সূত্রে মারফত বারংবার দাবি করা হয়েছে যে, এই ফেব্রুয়ারি মাসেই কেন্দ্রীয় সরকারের আওতায় সমগ্র ভারতের কৃষকদের ১৩ তম ইনস্টলমেন্টের টাকা দেওয়া হবে। এক্ষেত্রে এর পাশাপাশি এইসকল সূত্র মারফত আরও জানানো হয়েছে যে, সমস্ত কৃষকরা পিএম কিষাণ যোজনার আওতায় অনুদান পাবেন না, পিএম কিষাণ যোজনার কর্তৃপক্ষের তরফে যাচাইকরণের পরই যোগ্য আবেদনকারীদের এই যোজনার আওতায় অনুদানের টাকা দেওয়া হবে।