pm-kisan-yojana-14t-instalment-kyc-registration-check
Advertisement

কি এই কাজ জানতে হলে পড়ুন বিস্তারিত।

পিএম কিষাণের ভেরিফিকেশনের কাজ আবার শুরু করতে চলেছে। রাজ্যে এবং কেন্দ্র দুজনেরই এই প্রকল্প আছে। রাজ্য সরকারও কৃষকদের সাহায্য করবে বলে বছরে ১০০০০ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিল। পিএম কিষাণ দেয় প্রতি কিস্তিতে দু হাজার টাকা। ইতিমধ্যে তারা ১৩ টা কিস্তিতে টাকা দিয়েছে। কিন্তু দেখা যাচ্ছে একাধিক জমির ভুয়ো কাগজপত্র জমা পড়েছে।

Advertisement

যেই মূহুর্তে প্রকল্প শুরু হয়েছিল তাড়াতাড়ি শুরু করতে চেয়েছিল কৃষি দপ্তর যার কারণে হয়তো প্রতিটি ব্যাক্তির ভেরিফিকেশন। রাজ্য কেন্দ্র সবাই একই সমস্যায় ভুগছে। তাই প্রতিটি প্রকল্পের জন্য বিশেষ কিছু কাগজ নির্দিষ্ট করে দিয়েছে একেবারে। কেন্দ্র ভেরিফিকেশনের ব্যাপারে এখন অনেক তৎপর। আধার কার্ডের সাথে সব তথ্য যুক্ত করে নিয়েছে যাতে সঠিকভাবে ট্র্যাক করতে পারে গতিবিধি।

Advertisement

বেকার জীবনের সমাপ্তি, HDFC ব্যাংকে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ, জানুন আবেদন পদ্ধতি।

পি এম কিষাণের চোদ্দোতম বারে টাকা পেতে চাইলে আপনাকে E kyc করতেই হবে। এই kYC এর জন্য পিএমকিষাণের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে গিয়ে e kyc এর কাজ করতে হবে। এরপর আধার নাম্বার ফোন নাম্বার দিতে হবে। ফোন নাম্বারে ওটিপি গেলে এরপরই ভেরিফিকেশন সম্পূর্ণ হবে। প্রতিটি চাষিকেই এই কাজ করতে হবে।

কৃষকদের প্রতিটি ঋতুতে সঠিক ভাবে ফলন হয়না। তারা গোটা দেশবাসীর মুখে অন্য তুলে দেয়। কিন্তু তাদের অন্যের জোগান থাকেনা সবসময়। সেই কারণে সরকার চেয়েছিল তাদের পাশে দাঁড়াতে। বছরে একটা পরিমাণ টাকট দিতে তাদের স্বাচ্ছন্দ্যে চলার জন্য। রাজ্য কেন্দ্র যেকোনো জায়গাতে অবশ্যই আবেদন করুন।

সমস্ত খবর সবার আগে পেতে আজই যুক্ত হন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে- Link