প্রকল্প আপডেট

PM Kisan Yojana money giving final date – প্রকাশিত হলো পিএম কিষাণে টাকা দেবার ফাইনাল তারিখ। বিস্তারিত জেনে নিন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে কার্যকরী পিএম কিষাণ যোজনা নিয়ে সমগ্র ভারতের কৃষক সহ সাধারণ জনগণের মধ্যে নানাবিধ প্রশ্নের অন্ত নেই। আর এসবের মধ্যে সবথেকে উল্লেখযোগ্য প্রশ্ন হলো আগামী দিনে কবে কৃষকরা পিএম কিষাণ যোজনার আওতায় অনুদান পাবেন। আর এবারে সমগ্র ভারতের কৃষক তথা সাধারণ জনগণের এই প্রশ্নের উত্তর দিলেন প্রধানমন্ত্রী স্বয়ং।

দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তিকে সাহায্য করলেই অ্যাকাউন্টে ঢুকবে ৫ হাজার টাকা। কেন্দ্র সরকারের নতুন প্রকল্প

বিভিন্ন রিপোর্টে প্রকাশিত খবর অনুসারে জানা গিয়েছে যে, এই নতুন বছরে অর্থাৎ ২০২৩ -এর শুরুতেই কৃষকরা পিএম কিষাণ যোজনার আওতায় অনুদান (PM Kisan Yojana money giving final date) পেতে চলেছেন এমনটাই দাবি করা হয়েছিল ওয়াকিবহাল মহলের কর্তা ব্যক্তিদের তরফে। তবে ঠিক কবে কৃষকদের অনুদান প্রদান করা হবে তা সম্পর্কে কোনো সঠিক তথ্য জানা সম্ভব হয়নি। তবে এবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই এক ট্যুইট মারফত সমগ্র ভারতের সাধারণ জনগণের উদ্দেশ্যে জানিয়েছেন যে, এই চলতি মাস অর্থাৎ ফেব্রুয়ারি মাসের একেবারে শেষের দিকেই কৃষকদের অ্যাকাউন্টে পিএম কিষাণ যোজনার অনুদানের টাকা ট্রান্সফার করা হবে।

বিভিন্ন সূত্র মারফত যেসমস্ত খবরগুলি পাওয়া গেছে তা অনুসারে জানা গিয়েছে যে, বিগত শুক্রবার অর্থাৎ ২৪শে ফেব্রুয়ারি পিএম কিষান যোজনার চতুর্থ বর্ষপূর্তি ছিল। আর এই উপলক্ষ্যে কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর এক বিশেষ ট্যুইট করেছিলেন যাতে তিনি সমগ্র দেশের কৃষকদের শুভেচ্ছা জানিয়েছিলেন। কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর -এর এই ট্যুইটের জবাবে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী সমগ্র দেশের কৃষকদের উদ্দেশ্যে জানিয়েছিলেন যে, ২৭শে ফেব্রুয়ারি থেকেই কৃষকদের অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির ১৩ তম কিস্তির টাকা ট্রান্সফার করা হবে (PM Kisan Yojana money giving final date)। অর্থাৎ আগামীকাল থেকেই পিএম কিষাণ আওতাভুক্ত কৃষকরা ১৩ তম ইনস্টলমেন্টের টাকা পেয়ে যেতে চলেছেন।

পিএম কিষাণ প্রকল্পের ট্যাটাস চেক করুন এই সহজ পদ্ধতিতে।

আপনিও যদি পিএম কিষাণের আওতাভুক্ত একজন কৃষক হয়ে থাকেন তবে পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে স্ট্যাটাস চেক করার মাধ্যমে আপনিও জেনে যেতে পারবেন আপনি এই ১৩ তম ইনস্টলমেন্টের টাকা পাবেন কিনা। এর পাশাপাশি পিএম কিষাণ সংক্রান্ত যেকোনো সমস্যায় পড়লে কেন্দ্রীয় সরকারের তরফে কার্যকরী হেল্পলাইন নম্বর 155261, 1800115526, 011-23381092 -এ যোগাযোগ করে সেই সমস্যা মিটিয়ে নিতে পারবেন। এছাড়াও পিএম কিষাণ যোজনার অফিসিয়াল ইমেইল আইডি [email protected] তে ইমেইল করার মাধ্যমেও আপনারা আপনাদের যেকোনো সমস্যা পিএম কিষাণ যোজনার কর্তৃপক্ষকে জানাতে পারবেন।

Related Articles

Back to top button