ভারতের কৃষকদের জন্য কেন্দ্রীয় সরকারের তরফে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প কার্যকর করা হয়েছিল। তবে আগামী দিনে আপনি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির অধীনে ১৩ তম ইনস্টলমেন্টের টাকা পাবেন কিনা তা সম্পূর্ণভাবে নির্ভর করছে পিএম কিষাণ যোজনার লিস্টের (PM Kisan Yojana New List) উপর।
ইতিমধ্যে বিভিন্ন সূত্র মারফত দাবি করা হয়েছে যে, এই ফেব্রুয়ারি মাসের একেবারে শেষের দিকে পিএম কিষাণ যোজনার অধীনে কৃষকদের ১৩ তম ইনস্টলমেন্টের টাকা দেওয়া হবে। আর তাতেই আগামী দিনে পিএম কিষাণ যোজনার আওতায় আগামী দিনে অনুদান পাবেন কিনা তা জানতে রীতিমতো আগ্রহী হয়ে উঠেছেন দেশব্যাপী কৃষকরা। এই সমস্ত সূত্র মারফত আরও দাবি করা হয়েছে যে, পিএম কিষাণের লিস্টের (PM Kisan Yojana New List) মাধ্যমেই জেনে যেতে পারবেন আগামী দিনে কৃষকরা যোজনার আওতায় টাকা পেতে চলেছেন কিনা।
এই খবর প্রকাশ্যে আসার পরই সমগ্র দেশের কৃষকদের মধ্যে পিএম কিষাণ যোজনার লিস্ট চেক করার হিড়িক পড়ে গিয়েছে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই সঠিক পদ্ধতি না জানার কারণে কৃষকরা লিস্ট চেক করতে পারছেন না। এমনকী অধিকাংশ ক্ষেত্রেই কৃষকরা এখনো পর্যন্ত জানেন না তারা বাড়িতে বসেই তাদের মোবাইল ফোনের মাধ্যমে মাত্র কয়েক মিনিটে পিএম কিষাণের লিস্ট চেক করে নিতে পারবেন।
চলুন তবে জেনে নেওয়া যাক কিভাবে আপনারা বাড়িতে বসেই মাত্র কয়েক মিনিটে পিএম কিষাণ যোজনার লিস্ট দেখে নিতে পারবেন:-
১. পিএম কিষাণ যোজনার লিস্ট চেক করার জন্য আপনাকে প্রথমেই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার অফিসিয়াল ওয়েবসাইট https://pmkisan.gov.in/ -এ যেতে হবে।
২. এরপর হোম পেইজের খানিকটা নিচের দিকে থাকা Dashboard অপশনে ক্লিক করতে হবে এবং পরবর্তীতে আপনার সামনে যে পেজটি আসবে তাতে আপনার রাজ্য, জেলা, সাব ডিস্ট্রিক, গ্রাম সঠিকভাবে নির্বাচন করে নিয়ে submit অপশনে ক্লিক করুন।
৩. Submit অপশনে ক্লিক করলেই আপনার সামনে পুনরায় একটি নতুন পেজ আসবে। এই নতুন পেজে থাকা payment status অপশনে ক্লিক করলেই আপনি দেখে নিতে পারবেন আপনার এলাকায় কারা পিএম কিষাণ যোজনার আওতায় টাকা পেতে চলেছেন।
প্রসঙ্গত উল্লেখ্য, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আওতায় কৃষকদের প্রতি বছরে ৬০০০ টাকার অনুদান দেওয়া হয়ে থাকে। কৃষিক্ষেত্রের প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য কৃষকরা যাতে ঋণগ্রস্ত না হয় তার জন্যই এই প্রকল্প কার্যকর করা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, আগামী দিনে খুব শীঘ্রই এই প্রকল্পের আওতায় অনুদান পেতে চলেছেন পিএম কিষাণের আওতাভুক্ত কৃষকরা।