পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতের কৃষকদের জন্য যেসমস্ত প্রকল্পগুলি কার্যকরী করা হয়েছে তার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য প্রকল্প হলো প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা (PM Kishan Yojana)। তবে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা নিয়ে কৃষক থেকে শুরু করে সাধারণ নাগরিকদের মধ্যে জল্পনা, কল্পনা এবং বিতর্কের শেষ নেই। আর এই নতুন বছরের অর্থাৎ ২০২৩ সালের শুরুতেই পিএম কিষাণ-এর রেজিস্ট্রেশনের ক্ষেত্রে এক নতুন পদ্ধতি কার্যকরী করা হয়েছে পিএম কিষাণ-এর কর্তৃপক্ষের তরফে।
নতুন বছরে পিএম কিষাণ-এর কর্তৃপক্ষের তরফে যে নতুন রেজিস্ট্রেশনের পদ্ধতি কার্যকরী করা হয়েছে তাতে সমগ্র দেশের কৃষকদের মধ্যে আলোড়ন পড়ে গিয়েছে। আগামী দিনে পিএম কিষাণ-এর অধীনে নিজের নাম রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কোন পদ্ধতি অবলম্বন করতে হবে তা নিয়ে বারংবার কৃষকদের মধ্যে নানারকমের প্রশ্ন উঠেছে। আর তাতেই আজকের এই পোস্টে আগামী দিনে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার (PM Kishan Yojana) অধীনে নিজের নাম রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কোন পদ্ধতি অবলম্বন করতে হবে তা সংক্রান্ত বিস্তারিত তথ্য নিয়ে আমরা হাজির হয়েছি।
পিএম কিষাণ-এর অধীনে নিজের নাম নথিভুক্ত করার ক্ষেত্রে প্রথমেই আপনাকে পিএম কিষাণ-এর অফিসিয়াল ওয়েবসাইট https://pmkisan.gov.in/ -এ যেতে হবে। এরপর হোম পেইজের নিচের দিকে থাকা FARMERS CORNER এর অধীনে থাকা New Farmer Registration অপশনে ক্লিক করতে হবে। উপরোক্ত অপশনে ক্লিক করলেই আপনার সামনে একটি নতুন পেজ আসবে, যাতে প্রথমেই আপনাকে Rural Farmer Registration এবং Urban Farmer Registration অপশন দুটির মধ্যে থেকে যেকোনো একটি বেছে নিতে হবে। এক্ষেত্রে আপনি যদি গ্রামে বসবাস করে থাকেন তবে আপনাকে Rural Farmer Registration অপশনটি বেছে নিতে হবে এবং আপনি যদি শহরে বসবাস করেন তবে Urban Farmer Registration অপশনটি বেছে নিতে হবে।
আবেদন করুন পিএম কুসুম যোজনায় এবং পান কৃষিক্ষেত্রে ৬০% পর্যন্ত ভর্তুকি
পরবর্তীতে আপনাকে আপনার আধার নম্বর, মোবাইল নম্বর এবং নিজের রাজ্যটি সঠিকভাবে বেছে নিয়ে ক্যাপচা কোডটি পূরণ করে Get OTP অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি OTP যাবে ওই OTP টি সঠিকভাবে লিখে পুনরায় একটি ক্যাপচা কোড পূরণ করতে হবে, তাহলেই আপনার আধার নম্বরের সঙ্গে যুক্ত ফোন নম্বরটিতে একটি OTP আসবে। পরবর্তীতে এই OTP-টিকে সঠিকভাবে লিখে verify aadhar OTP অপশনে ক্লিক করতে হবে। এই অপশনটিতে ক্লিক করলে আপনার সামনে আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় ফর্মটি চলে আসবে।
এই ফর্মটিতে প্রথমেই আপনাকে আপনার জেলা, সাব-ডিস্ট্রিক্ট, ব্লক এবং গ্রাম সঠিকভাবে নির্বাচন করে নিতে হবে। এরপর আপনাকে আপনার ক্যাটাগরি নির্বাচন করে নিতে হবে। ক্যাটাগরির অধীনে আপনাকে জেনারেল, SC এবং ST এই তিনটি অপশন দেওয়া হবে, এর মধ্যে থেকে আপনাকে আপনার ক্যাটাগরি বেছে নিতে হবে। যারা ওবিসি সম্প্রদায়ভুক্ত তাদের এক্ষেত্রে জেনারেল ক্যাটাগরি নির্বাচন করতে হবে। পরবর্তীতে আপনাকে farmer type অপশনের অধীনে small অথবা others এর মধ্যে থেকে সঠিক অপশনটি বেছে নিতে হবে। এক্ষেত্রে আপনার যদি ১ বা ২ হেক্টর জমি থেকে থাকে তবে আপনি small অপশনটি নির্বাচন করবেন এবং ১ হেক্টরের তুলনায় কম জমি থাকলে others অপশনটি নির্বাচন করবেন।
পরবর্তীতে আপনার জমির রেকর্ড থেকে ল্যান্ড রেজিস্ট্রেশন আইডিটি সঠিকভাবে লিখতে হবে এবং নিজের রেশন কার্ডের নম্বরটিও লিখতে হবে। এরপর আপনি প্রধানমন্ত্রী মানধন যোজনার অধীনে নিজের নাম নথিভুক্ত করতে চান কিনা তা সঠিকভাবে আপনাকে লিখতে হবে। আপনি এই যোজনার অধীনে নাম নথিভুক্ত করতে ইচ্ছুক হলে yes অপশনটি বেছে নেবেন এবং নাম নথিভুক্ত না করতে চাইলে no অপশনটি বেছে নেবেন। পরবর্তীতে আপনার জমির রেকর্ড আপনার একার নামে রয়েছে, নাকি অন্য কোনো ব্যক্তির সাথে জয়েন্টে রয়েছে সেটি নির্বাচন করে নিতে হবে। এক্ষেত্রে আপনার একার নামে জমির রেকর্ড থাকলে single এবং অন্য কোনো ব্যক্তির সাথে জয়েন্টে থাকলে join অপশনটি বেছে নিতে হবে।
এরপর নীচে থাকা Add বাটনটি ক্লিক করে আপনাকে নিজের জমির সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে। এক্ষেত্রে আপনাকে আপনার জমির খাতা নম্বর বা খতিয়ান নম্বর, দাগ নম্বর, আপনার কত হেক্টর জমি রয়েছে তার পরিমাপ, land transfer status অর্থাৎ আপনার জমিটি ১লা ফেব্রুয়ারি, ২০১৯ তারিখের আগে নাকি পরে ট্রান্সফার হয়েছে তা সঠিকভাবে নির্বাচন করে নিতে হবে। ১লা ফেব্রুয়ারি, ২০১৯ এর আগে আপনার জমিটি ট্রান্সফার হলে সেক্ষেত্রে before অপশনটি বেছে নেবেন এবং এই তারিখের পরে ট্রান্সফার করা হলে after অপশনটিতে ক্লিক করবেন।
তারপর আপনাকে land transfer detail-এর অধীনে আপনার জমিটি কি কারণে ট্রান্সফার করা হয়েছে তা বেছে নিতে হবে। বিধবা মহিলাদের ক্ষেত্রে death of husband অপশনটি বেছে নিতে হবে, পিতার মৃত্যু হলে death of father অপশনটি বেছে নেবেন, জমিটি দানের জমি হয়ে থাকলে gift অপশনটি নির্বাচন করতে হবে এবং আপনি যদি জমিটি কিনে থাকেন তবে purchase of land অপশনে ক্লিক করতে হবে।
এরপর আপনার জমিটি কবে রেকর্ড হয়েছে তা আপনাকে সঠিকভাবে লিখতে হবে এবং পূর্বে যার কাছে জমি ছিলো তার আধার নম্বরটি উল্লেখ করতে হবে। এই সমস্ত তথ্যগুলি পূরণ করা হলে add অপশনটিতে ক্লিক করতে হবে। আপনার যদি একের অধিক জমি থেকে থাকে তবে আপনি সেই সমস্ত জমিগুলির ডিটেইলস উপরোক্ত পদ্ধতিতে একইভাবে উল্লেখ করতে পারবেন।
অবশেষে আপনার জমির রেকর্ড এবং আধার কার্ডটি স্ক্যান করে আপলোড করে save অপশনে ক্লিক করলেই রেজিস্ট্রেশনের পদ্ধতিটি সম্পন্ন হবে। এরপর আপনাকে আপনার farmer id টি দিয়ে দেওয়া হবে। তবে কোনো ক্ষেত্রে যদি কোনো কৃষক farmer id না পান তাকে স্ট্যাটাস চেক করার মাধ্যমে দেখে নিতে হবে যে আবেদনের পদ্ধতিটি সম্পন্ন হয়েছে কিনা।