pm-kusum-yojana-apply-online
Advertisement

ভারতে কেন্দ্রীয় সরকারের বরাবরই কৃষকদের সুবিধার কথা মাথায় রেখে বিভিন্ন ধরনের প্রকল্প কার্যকরী করা হয়েছে। মূলত ভারতের কৃষিক্ষেত্রে অগ্রগতির সাথে সাথে কৃষকদের জীবনযাত্রার উন্নতির জন্যই কেন্দ্রীয় সরকারের তরফে এই প্রকল্পগুলি কার্যকরী করা হয়েছে। আর এই সমস্ত প্রকল্পগুলির মধ্যে অন্যতম উল্লেখযোগ্য প্রকল্প হলো পিএম কুসুম যোজনা। আগামী দিনে এই প্রকল্পের অধীনে কৃষকরা এমন বেশ কিছু সুবিধা পেতে চলেছেন। চলুন তবে পিএম কুসুম যোজনা (PM Kusum Yojana) সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক,

Advertisement

কেন্দ্রীয় সরকারের তরফে প্রকাশিত তথ্যে জানা গিয়েছে যে, কৃষকদের কৃষিক্ষেত্রে জলসেচের কাজে যাতে সুবিধা হয় এবং কম খরচে যাতে সেচের কাজ করা যায় তার জন্য পিএম কুসুম যোজনার (PM Kusum Yojana) অধীনে আগামী দিনে কৃষকদের ডিজেল কিংবা পেট্রোল চালিত পাম্পের বদলে সৌরবিদ্যুৎ চালিত পাম্প প্রদান করা হবে। এমনকী সেচের কাজ সম্পন্ন হওয়ার পর কৃষকদের সোলার গ্রিডে যদি অতিরিক্ত বিদ্যুৎ থেকে যায় তবে তারা সেই বিদ্যুৎ বিক্রি করেও যথেষ্ট টাকা উপার্জন করতে পারবেন।

Advertisement

বিভিন্ন সূত্র অনুসারে জানা গিয়েছে যে, পিএম কুসুম যোজনার অধীনে মূলত কৃষকদের সোলার পাম্প বিতরণ করা হবে। এর পাশাপাশি যাতে পর্যাপ্ত পরিমাণ বিদ্যুতের সরবরাহ বজায় থাকে তার জন্য সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে। এছাড়াও সরকার কর্তৃক টিউবয়েল স্থাপন করা হবে, সেটি নির্দিষ্ট পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করবে। এমনকী যেসমস্ত পুরোনো সোলার পাম্প রয়েছে সেগুলিকে পরিবর্তন করে নতুন সোলার পাম্প দিয়ে প্রতিস্থাপন করা হবে। জানানো হয়েছে যে, কৃষক, সমবায় সমিতি, পঞ্চায়েত, কৃষক উৎপাদনকারী সংস্থা সহ জল গ্রাহক সমিতি এই প্রকল্পের আওতায় আবেদন জানাতে পারবেন।

আবেদন করুন পিএম ফ্রী সেলাই মেশিন যোজনায় এবং পান বিনামূল্যে সেলাই মেশিন

আপনিও যদি এই যোজনার অধীনে নিজের নাম নথিভুক্ত করতে চান তবে আপনাকেও পিএম কুসুম যোজনার অফিসিয়াল ওয়েবসাইট https://pmkusum.mnre.gov.in/landing.html -এ যেতে হবে। এরপর হোম পেজে থাকা রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করতে হবে। পরবর্তীতে আপনার সামনে যে আবেদনপত্রটি আসবে তাতে আপনার নাম, ঠিকানা, আধার নম্বর, মোবাইল নম্বর সহ অন্যান্য তথ্যগুলি সঠিকভাবে লিখে প্রয়োজনীয় নথিগুলি আপলোড করতে হবে এবং Submit অপশনে ক্লিক করে আবেদনপত্রটি জমা দিতে হবে।

পিএম কুসুম যোজনার অধীনে সৌরবিদ্যুৎ কেন্দ্রের জন্য আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে প্রতি মেগাওয়াট বিদ্যুতের জন্য ৫০০০ টাকা এবং জিএসটি হারে রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে। এক্ষেত্রে কৃষককে মোট খরচের ১০ শতাংশ ব্যয় করতে হবে। বাকি ৩০ শতাংশ টাকা ব্যাংক ঋণের মাধ্যমে এবং ৬০ শতাংশ সরকারের তরফে দেওয়া হবে। সুতরাং, এক্ষেত্রে কৃষকরা মোট খরচের মাত্র ১০% টাকা ব্যয় করে নিজের জমির সেচের কাজ সম্পন্ন করার পাশাপাশি যথেষ্ট টাকা উপার্জন করতে পারবেন।

আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় নথি:-
১. আধার কার্ডের প্রতিলিপি।
২. ব্যাংক অ্যাকাউন্টের প্রতিলিপি।
৩. পরিবারের বার্ষিক আয়ের সার্টিফিকেট।
৪. আবেদনকারী ফোন নম্বর।
৫. স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র।
৬. আবেদনকারীর পাসপোর্ট সাইজের ফটো।