পুরো লিস্ট দেখতে হলে পড়ুন বিস্তারিত।
পিএম কিষাণের টাকা নিয়ে নতুন ঘোষণা সরকারের। বিপুল লোক পাবেনা এইবারের ১৪ তম কিস্তির টাকা। সেই তালিকা কীভাবে চেক করবেন আর কেনই পাবেন না সেই টাকা! দেখে নিন তালিকা। পিএম কিষাণের টাকা পায় এ রাজ্যের ৪৯ লক্ষ্য কৃষক। ১৩ তম কিস্তির টাকা এরা প্রত্যেকেই পেয়েছে। কিন্তু এবারে জমির ডকুমেন্টের সেটিং, আধার কার্ড সংযোগ, ই কেওয়াইসি আপডেটের কথা বলেছে। এর মধ্যে ৩৪ লক্ষ্য কৃষক সংযোগের কাজ করলেও প্রায় ১৪ লক্ষ্য কৃষক এখনো সেই কাজ করেনি।
এমন একই সমস্যার সম্মুখীন হয়েছিল এরাজ্যের লক্ষী ভান্ডারের টাকা পায় যারা। তাদের মধ্যে অনেকেই জয়েন্ট অ্যাকাউন্ট ব্যাবহার করতো তাদের অ্যাকাউন্টে আর ঢোকেনি । সরকারের নির্দেশিকা অনুযায়ী প্রত্যেকের আলাদা অ্যাকাউন্ট থাকতে হবে। প্রতিটি অ্যাকাউন্ট যেন অবশ্যই আধার আপডেট থাকে।
আবার পড়বে গরমের ছুটি! বড় সিদ্ধান্ত নাবান্নের, খুশি ছাত্র ছাত্রীরা।
এই ক্ষেত্র IBPS এর ব্যাঙ্কগুলি বলছে তাদের ব্যাঙ্কে অ্যাকাউন্টে খুললে আধার লিঙ্ক হয়ে যাবে। আলাদাভাবে লিঙ্ক করার কোনো দরকার নেই। এমনকি তারা বাড়ি গিয়েও অ্যাকাউন্ট খোলে। এছাড়াও দেশের প্রায় ১ লক্ষের উপর পোস্ট অফিসে এই আপডেটের কাজ চলছে। এখন ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুললে ই কেওয়াইসি হয়েই যায়।
এই স্ট্যাটাস চেক করার জন্য পিএম কিষাণের ওয়েবসাইটে যেতে হবে। সেখানে নাম ঠিকানার নীচেই দেখতে পাবে এই তথ্যগুলি আপনার আপডেট আছে কিনা। যদি আপডেট করা থাকে তাহলে আপনি পরের কিস্তিতেও টাকা পাবেন।