অনেক মানুষই চান বিভিন্ন উপায়ে নিজের টাকা বিনিয়োগ করতে। কিন্তু কোন জায়গায় বিনিয়োগ করলে রিটার্ন কতটা, তা দেখার পাশাপাশি সেটা কতটা ঝুঁকিপূর্ণ সেটাও দেখা দরকার। এমতাবস্থায় টাকা বিনিয়োগ করার অন্যতম সুরক্ষিত জায়গা হল পোস্ট অফিস। পোস্ট অফিসের স্কিম গুলির মধ্যে সবচেয়ে বড় লাভজনক স্কিম হল পোস্ট অফিস এমআইএস। যেকোনো বয়সের নাগরিক এই স্কিমে টাকা রেখে ভালো পরিমাণে রিটার্ন পেতে পারেন।
এই স্কিমের সবচেয়ে বড় বিশেষত্ব হলো যে, প্রতিমাসে আপনার সেভিংস অ্যাকাউন্টে ইন্টারেস্ট জমা হবে। সবচেয়ে বড় দেখার বিষয়টি হল আপনি এইখানে বিনিয়োগ করলে প্রতি মাসে নিশ্চিত রিটার্ন পাবেন। উপরন্তু আপনাকে কোন রকম চিন্তা করতে হচ্ছে না সুরক্ষা নিয়ে। আপনি যদি নূন্যতম সময়ের জন্য টাকা রাখেন অর্থাৎ পাঁচ বছরের জন্য যদি টাকা রাখেন তাহলে আপনি আপনার সম্পূর্ণ টাকা ফেরত পাবেন। একই সঙ্গে পাবেন ইন্টারেস্ট কিংবা সুদ। যদি প্রয়োজন হয় তাহলে তুলতে পারেন, কিন্তু যদি প্রয়োজন না হয় তাহলে সুদটা রেখে দিতে পারেন অ্যাকাউন্টে। এক্ষেত্রে আপনি আরও বেশি লাভবান হবেন। একটি পদ্ধতির মাধ্যমে আপনি ওই সুদের ওপরেও সুদ পেতে পারেন। সঠিকভাবে বিনিয়োগ করলে আপনি আপনার আমানতের প্রায় দ্বিগুণ পাবেন ম্যাচিউরিটির সময়।
আরও পড়ুন:- রাজ্যে বাড়তে চলেছে সরকারি কর্মীদের বেতন। নতুন আপডেট জেনে নিন।
যদি আপনি প্রতিমাসে আপনার প্রাপ্ত এমআইএস বিনিয়োগ করতে চান তাহলে কিভাবে করবেন? খুব সোজা। প্রত্যেক মাসে আপনি যে সুদ পাচ্ছেন, তা থেকে আপনি একটি রেকারিং ডিপোজিট খুলে আরও বেশি অর্থ উপার্জন করতে পারেন। প্রতিবছর প্রত্যেক কোয়ার্টারের শেষের রেকর্ডিং ডিপোজিটে ৬.৯% সুদ চক্রবৃদ্ধি করা হয়। এভাবে আপনি সুদের ওপর সুদ পেতে পারেন। অর্থাৎ যদি আপনি আপনার প্রাপ্ত ইন্টারেস্টকে পোস্ট অফিসে রেকারিং ডিপোজিট করে রাখেন তাহলে আপনি হবেন দ্বিগুন লাভবান। ধরা যাক আপনি এই স্কিমে ৪.৫ লক্ষ টাকা বিনিয়োগ করেছেন এবং প্রতিমাসে যা ইন্টারেস্ট পেয়েছেন সেগুলিকে রেকারিং ডিপোজিটে রেখেছেন। সেক্ষত্রে পাঁচ বছর পরে অর্থাৎ ম্যাচিওরিটির সময় আপনার জমানো অর্থের পরিমাণ দাঁড়াবে প্রায় ৯ লক্ষ টাকার কাছাকাছি।